দীপাবলির আগে রেলের কর্মীদের জন্য বড় ঘোষণা কেন্দ্রীয় সরকারের। এবার ৭৮ দিনের বোনাস দেবে কেন্দ্রীয় সরকার। আর এই বোনাস পাবেন রেলের কর্মচারীরা।
রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন, ১০.৯০ লক্ষ কর্মচারীকে বোনাস দেওয়া হবে। ৭৮ দিনের বোনাস দেওয়া হবে। সেজন্য খরচ হবে ১,৮৬৫.৬৮ কোটি টাকা।
যদিও এই বোনাস নতুন নয়। প্রতিবারই রেলকর্মীদের বোনাস দিয়ে থাকে কেন্দ্রীয় সরকার। গতবারও ১১ লক্ষ ৭২ হাজারেরও বেশি কর্মীকে বোনাস দেওয়া হয়েছিল।
এই বোনাসকে PLB বা প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাস বলা হয়। কাজ বা পারফরম্যান্সের ভিত্তিতে এই বোনাস দেওয়া হয়ে থাকে।
প্রাপকদের তালিকায় থাকবেন লোকো পাইলট, ট্রেন ম্যানেজার বা গার্ড, স্টেশন মাস্টার, সুপারভাইসর, টেকনিশিয়ান, টেকনিশিয়ান হেল্পার, পয়েন্টম্যান, ট্র্যাক মেইনটেনাররা।
এদিন অশ্বিনী বৈষ্ণব আরও জানান, ভারতের জাহাজ নির্মাণ ও সামুদ্রিক খাতে মন্ত্রিসভা ৬৯,৭২৫ কোটি টাকার সংস্কার প্যাকেজ অনুমোদন করেছে।
বিহারে প্রায় ১০৪ কিলোমিটার রেললাইন দ্বিগুণ করার অনুমোদনও দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা। যার জন্য খরচ হবে ২,১৯২ কোটি টাকা।
এদিন একই সঙ্গে দেশের মেডিক্যাল শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে এমবিবিএস ও এমডি পড়ার জন্য আসন সংখ্যা বৃদ্ধির কথা ঘোষণা করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
স্নাতকোত্তরস্তরের মেডিক্যাল পড়ুয়াদের জন্য ৫ হাজার আসনে ছাড়পত্র দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ এর জন্য ১৫০৩৪.৫০৩৩ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে৷
সরকারের তরফে আরও জানানো হয়েছে,চলতি ২০২৪-২৫ সালে রেলের কর্মীরা ১৬১৪.৯০ মিলিয়ন টন রেকর্ড কার্গো পরিবহণ হয়েছে ৷ প্রায় ৭৩০ কোটি সংখ্যক যাত্রী যাতায়াত করেছেন ট্রেনে।