scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

কতটা রিটার্ন দেবে PayTM IPO? বিনিয়োগের আগে জানুন বিশেষজ্ঞদের মতামত

PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 1/8

আজ সাবস্ক্রিপশনের জন্য খুলেছে দেশের বৃহত্তম IPO। আপনিও যদি এই সময়ে অর্থ বিনিয়োগ করে আয় করতে চান, তাহলে তার আগে জেনে নেওয়া দরকার, কত টাকা বিনিয়োগ করতে হবে এবং কত তারিখ পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। শুধু তাই নয়, জেনে নিন এই IPO সম্পর্কে কী বলছেন বাজার বিশেষজ্ঞরা...

PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 2/8

দেশের অগ্রগন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা PayTM আজ বাজারে তাদের IPO আনতে চলেছে। এই আইপিওর মাধ্যমে বাজার থেকে ১৮,৩০০ কোটি টাকা তোলার পরিকল্পনা রয়েছে সংস্থার। ১০ নভেম্বর পর্যন্ত এই আইপিওতে সাবস্ক্রিপশনের সুযোগ পাবেন বিনিয়োগকারীরা।

PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 3/8

PayTM IPO-র প্রাইজ ব্যান্ড, অর্থাৎ প্রতিটি শেয়ারের দর ২,০৮০ টাকা থেকে ২,১৫০ টাকার মধ্যে নির্ধারণ করা হয়েছে। এর অর্থ হল যে, কোম্পানির মূলধন মূল্যায়ন ১৯.৩ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৯.৩ বিলিয়ন মার্কিন ডলারের মধ্যে হবে।

Advertisement
PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 4/8

PayTM তার IPO-এর অধীনে ৮,৩০০ কোটি টাকার নতুন ইক্যুইটি শেয়ার ইস্যু করছে৷ পাশাপাশি, বাকি ৮,৩০০ টাকার শেয়ার অফার-ফর-সেল (OFS)-এর জন্য বরাদ্দ করা হয়েছে। PayTM IPO-এর লট সাইজ ৬টি শেয়ারের। অর্থাৎ, কোনও বিনিয়োগকারীকে PayTM IPO-এ বিনিয়োগের জন্য ন্যূনতম ১২,৪৮০ টাকা বিনিয়োগ কত করতে হবে।

PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 5/8

দেশের অগ্রগন্য ডিজিটাল পেমেন্ট পরিষেবা প্রদানকারী সংস্থা এই আইপিওর জন্য শেয়ার প্রতি ২,০৮০ টাকা থেকে ২,১৫০ টাকা পর্যন্ত প্রাইস ব্যান্ড রেখেছে। সেই অনুযায়ী কোম্পানির মূল্যায়ন, শেয়ারের দাম নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তাহলে এই মূল্যায়নে Paytm-এর IPO-তে বিনিয়োগ করা কি লাভজনক হবে?

PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 6/8

এই আইপিওর মাধ্যমে চিনের জ্যাক মা'র কোম্পানি অ্যান্ট গ্রুপ এবং জাপানের কোম্পানি সফটব্যাঙ্ক তাদের শেয়ার বিক্রি করবে। Paytm এর প্রতিষ্ঠাতা বিজয় শেখর শর্মা নিজেও প্রায় ৪০২.৬ কোটি টাকার শেয়ার বিক্রি করবেন।

PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 7/8

ব্রোকারেজ ফার্ম অ্যাঞ্জেল ওয়ান-এর ডেপুটি ভাইস প্রেসিডেন্ট এবং ইক্যুইটি স্ট্র্যাটেজিস্ট জ্যোতি রায়ের মতে, এই ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্মটি মোবাইলের ব্যবহার বৃদ্ধির সঙ্গে সঙ্গেই বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং PayTM IPO-এ বিনিয়োগ করা যেতে পারে।

Advertisement
PayTM IPO: কতটা রিটার্ন দেবে এই IPO? জানুন বিশেষজ্ঞদের মতামত
  • 8/8

জ্যোতি রায়ের মতে, Paytm-এর মূল্যায়ন প্রাইস ব্যাঙ্কের উপরের প্রান্ত অনুসারে তার ২০২১ অর্থবর্ষের আয়ের ৪৯.৭ গুণ পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। মোবাইল পেমেন্ট ২০২১ অর্থবর্ষের থেকে ২০২৬ সাল পর্যন্ত ৫ গুণ বৃদ্ধি পাবে বলে অনুমান করা হয়েছে। ফলে এই PayTM IPO-এ বিনিয়োগ করা যেতে পারে।

Advertisement