মহামারী, বিপর্যয় কখনও বলে আসে না। তাই ভবিষ্যতের জন্য সঠিক উপায় সর্বাধিক সঞ্চয় করে নেওয়া জরুরি। সুশৃঙ্খল পদ্ধতিতে সুপরিকল্পিত বিনিয়োগে অল্প সময়েও বড় সঞ্চয় গড়ে তোলা সম্ভব। যেমন, মাসে মাত্র ১,০০০ টাকা বিনিয়োগে মিলতে পারে ২৬ লক্ষ টাকা রিটার্ন! জেনে নিন তার উপায়...
সুপরিকল্পিত বিনিয়োগে সুনিশ্চিত মোটা অঙ্কের রিটার্ন পেতে অনেকেই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) স্কিমের উপর নির্ভর করেন। এই প্রকল্পের লক্ষ্য হল ক্ষুদ্র সঞ্চয়কে লাভজনক বিনিয়োগের সেরা বিকল্প করে তোলা। কিন্তু কী ভাবে মাসে মাত্র ১,০০০ টাকা বিনিয়োগে ২৬ লক্ষ টাকা রিটার্ন মিলবে?
পাবলিক প্রভিডেন্ট ফান্ডে (PPF) বর্তমানে বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যায়। বর্তমানে পাবলিক প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে প্রতি বছর ন্যূনতম ৫০০ টাকা এবং সর্বাধিক দেড় লক্ষ টাকা জমা করা যেতে পারে। ১২টি লেনদেনের মাধ্যমে বার্ষিক আমানত সর্বাধিক করা যেতে পারে।
পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্ট ১৫ বছরে ম্যাচিওর হয়। এর পর সমস্ত টাকা তুলে নেওয়া যায় অথবা অ্যাকাউন্টটি আরও ৫ বছরের জন্য চালিয়ে নেওয়া যেতে পারে।
প্রথম ১৫ বছরে যদি প্রতি মাসে ১,০০০ টাকা করে জমা করা যায়, তাহলে মেয়াদ পূর্তিতে ১ লক্ষ ৮০ হাজার টাকা জমা করা যাবে। এহর উপর ৭.১ শতাংশ হারে সুদ জুড়ে মোট সঞ্চয়ের অঙ্ক দাঁড়ায় ৩ লক্ষ ২৫ হাজার টাকা।
একই ভাবে ১৫ বছরে অ্যাকাউন্ট ম্যাচিওর করার পর সেটি আরও ৫ বছরের জন্য চালিয়ে নিয়ে গেলে প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করলেও ৩ লক্ষ ২৫ হাজার টাকা বেড়ে হবে ৫ লক্ষ ৩২ হাজার টাকা।
একই ভাবে ওই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্ট আরও ৫ বছরের জন্য চালিয়ে নিয়ে গেলে প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করলেও ৫ লক্ষ ৩২ হাজার টাকা দ্বিতীয় ৫ বছরে বেড়ে হবে ৮ লক্ষ ২৪ হাজার টাকা।
একই ভাবে ওই পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্ট তৃতীয়বার ৫ বছরের জন্য চালিয়ে নিয়ে গেলে প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করলেও ৮ লক্ষ ২৪ হাজার টাকা বেড়ে হবে ১২ লক্ষ ৩৬ হাজার টাকা।
এই ভাবে পঞ্চমবার পাবলিক প্রভিডেন্ট ফান্ড (PPF) অ্যাকাউন্ট ৫ বছরের জন্য চালিয়ে নিয়ে গেলে প্রতি মাসে ১০০০ টাকা করে বিনিয়োগ করলেও সব মিলিয়ে ৪০ বছরে মোট সঞ্চয়ের পরিমাণ দাঁড়াবে সুদে-আসলে ২৬ লক্ষ ৩২ হাজার টাকা। সুতরাং, বয়স কম থাকতে থাকতেই ভবিষ্যতের কথা ভেবে সঞ্চয়ের পরিকল্পনা করুন। মিলবে মোটা রিটার্ন।