রাশিয়া-ইউক্রেন উত্তেজনা, মার্কিন মুদ্রাস্ফীতি সংক্রান্ত উদ্বেগের জেরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এখন আকাশছোঁয়া! সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, আগামী সপ্তাহে আরও বাড়তে পারে অপরিশোধিত তেলের দর।
ব্রেন্ট ক্রুড তেলের ব্যারেল প্রতি ফিউচার দর এখন ৯৫.৫৬ ডলার আর WTI-এ অপরিশোধিত তেলের দরও ব্যারেল প্রতি ৯৪.৩৮ ডলারে ছুঁয়েছে। গত ৭ বছরে এই দর সর্বোচ্চ।
এদিকে মঙ্গলবারও দেশে পেট্রোল এবং ডিজেলের দাম অপরিবর্তিত রয়েছে। এই টানা ১০২তম দিন দেশের পেট্রোল, ডিজেলের দাম অপরিবর্তিত রইল। মঙ্গলবার IOCL পেট্রোল ও ডিজেলের নতুন দর জারি করেছে। চলুন জেনে নেওয়া যাক আজ কোন শহরে কত যাচ্ছে পেট্রোল-ডিজেলের দাম…
এই চার মহানগর ছাড়াও চণ্ডীগড়ে আজ এক লিটার পেট্রোলের দাম ৯৪ টাকা ২৩ পয়সা আর ডিজেলের দাম ৮০ টাকা ৯০ পয়সা প্রতি লিটার।
গান্ধীনগরে মঙ্গলবার এক লিটার পেট্রোলের দাম ৯৫ টাকা ৩৫ পয়সা আর ডিজেলের দাম ৮৯ টাকা ৩৩ পয়সা প্রতি লিটার।