প্রোজোন ইন্টু প্রপার্টিজ (Prozone Intu Properties)-এর শেয়ার ২৬ মে এনএসই-তে ছিল ২০.৭০ টাকা। এক সপ্তাহ পরে তা বেড়ে যায়। তখন তার দাম হয় ৪২.১৫ টাকা। তার মানে দাঁড়াচ্ছে, ৭ ট্রেডিং সেশনে তার দাম দ্বিগুণ হয়ে গেল।
চমকে দেওয়ার মতোই পরিসংখ্যান। সত্যি তাক না লেগে উপায় নেই। রিয়েল এস্টেট এক সংস্থার শেয়ার যা খেল দেখাচ্ছে! যাকে নিয়ে কথা হচ্ছে সেটি হল প্রোজোন ইন্টু প্রপার্টিজ (Prozone Intu Properties)। (ছবি: গেটি ইমেজেস)
বলা হচ্ছে, দেশের প্রথম সারির সব বিনিয়োগকারী সেখানে ইতিমধ্যে লগ্নি করেছেন। এবং তাঁরা বড়সড় অঙ্কের পুঁজি সেখানে ঢালছেন। প্রোজোন ইন্টু প্রপার্টিজ (Prozone Intu Properties)-এ শেয়ার বাজারের 'বিগ বুল' বলে পরিচিত রাকেশ ঝুনঝুনওয়ালা ঢুকে পড়েছেন। তিনি সেখানকার ২.০৬ শতাংশের ভাগীদার। (ছবি: গেটি ইমেজেস)
এর পাশাপাশি আরও একজনও সেখানে নেমে পড়েছেন। তাঁর নাম রাধাকিষন দামানি। হিসেব বলছে, তাঁর কাছে রয়েছে ১.২৬ শতাংশ শেয়ার। শেয়ার বাজারে তাঁদের অভিজ্ঞতা কয়েক দশকের। তাঁরা শেয়ার বাজারের পালস খুব ভাল করেই বোঝেন। এমনই বলা হয়ে থাকে। তাঁরা কোথাও বিনিয়োগের আগে সেই সংস্থার ব্যাপারে বিস্তারিত খোঁজ নেন। এবং তার পর তারা এগোন। তাদের টাকা যাতে মার না যায়, তাই খোঁজখবর করে লগ্নির সিদ্ধান্ত। তাঁরা যেখানে লগ্নি করেন, তার বেশির ভাগ শেয়ারই ভাল রিটার্ন দেয়।
প্রোজোন ইন্টু প্রপার্টিজ (Prozone Intu Properties)-এর মাথায় কোনও ঋণের বোঝা নেই। এদের মোট সম্পত্তি ২ হাজার কোটি টাকারও বেশি। তবে ঘটনা হল, কোথাও বিনিয়োগের আগে ভাল করে জানা দরকার। এ ব্যাপারে বিনিয়োগ বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলা দরকার। তাঁদের পরামর্শ নেওয়া দরকার।