scorecardresearch
 
Advertisement
ইউটিলিটি

All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার আপনার salary credit হবে নির্দিষ্ট দিনেই! নিয়মে বদল আনল RBI

All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 1/8

অধিকাংশ সংস্থায় হয় প্রতি মাসের শেষ দিনে অথবা নতুন মাসের প্রথম দিনেই কর্মীদের বেতন তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়ে যায়।

All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 2/8

কিন্তু এই নির্দিষ্ট নিয়ম মেনে কর্মীদের বেতন তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ার ক্ষেত্রে সমস্যা হয় তখন, যখন মাসের ৩০, ৩১ বা ১ তারিখ শনিবার, রবিবার বা অন্য কোনও উপলক্ষে ব্যাঙ্ক বন্ধ থাকে।

All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 3/8

উল্লেখিত কারণে বছরের কোনও কোনও মাসে বেতনভোগী কর্মচারিদের ‘মাস মাইনে’ হাতে পেতে ক’টা দিন অপেক্ষা করতে হয়। মাসের শেষে ব্যাঙ্কের ছুটি, শনিবার, রবিবার পড়ে গেলেই মাইনে হাতে পাওয়ার দিন-ক্ষণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয় কর্মচারিদের মনে।

Advertisement
All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 4/8

কিন্তু খুব শীঘ্রই এই ঝঞ্ঝাট থেকে মুক্তি পেতে চলেছেন দেশের সমস্ত বেতনভোগী কর্মচারি যাঁদের মাইনে প্রতি মাসের নির্দিষ্ট দিনে তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ে। কারণ, ব্যাঙ্কিং পরিষেবার বাল্ক পেমেন্ট সিস্টেম NACH ব্যাঙ্কের ছুটির দিনেও সক্রিয় থাকবে।

All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 5/8

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণা অনুযায়ী, আগামী ১ আগস্ট থেকে ব্যাঙ্কের ছুটির দিনেও সক্রিয় থাকবে ব্যাঙ্কিং পরিষেবার বাল্ক পেমেন্ট সিস্টেম ‘ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস’ (NACH)।

All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 6/8

রিজার্ভ ব্যাঙ্কের ঘোষণার পর আগামী ১ আগস্ট থেকে দেশের সমস্ত বেতনভোগী কর্মচারি যাঁদের মাইনে প্রতি মাসে তাঁদের অ্যাকাউন্টে জমা পড়ে, ব্যাঙ্কের ছুটির দিনেও তার ব্যাতিক্রম হবে না। অর্থাৎ, ১ আগস্ট থেকে ব্যাঙ্ক বন্ধ থাকলেও নির্দিষ্ট দিনেই বেতনভোগী কর্মচারি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে তাঁদের ‘মাস মাইনে’।

All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 7/8

ব্যাঙ্কের ছুটির দিনেও ‘ন্যাশনাল অটোমেটেড ক্লিয়ারিং হাউস’ (NACH)-এর পরিষেবা সক্রিয় থাকায় শুধুমাত্র বেতনের প্রক্রিয়াতেই নয়, প্রভাব পড়বে pension, লোনের EMI, বিল পেমেন্টের ক্ষেত্রেও।

Advertisement
All Days NACH Availability: ব্যাঙ্ক বন্ধ থাকলেও এবার salary credit হবে নির্দিষ্ট দিনেই!
  • 8/8

এখনও পর্যন্ত ব্যাঙ্ক বন্ধ থাকলে বা ব্যাঙ্কের ছুটির দিনে লোনের EMI, বিল পেমেন্টের অটোমেটেড ক্লিয়ারিং-এর ক্ষেত্রে দিনের হেরফের হয়। কিন্তু আগামী ১ আগস্ট থেকে নির্ধারিত দিনেই লোনের EMI, বিল পেমেন্টের অটোমেটেড ক্লিয়ারিং হয়ে যাবে।

Advertisement