scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!

Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 1/8

২০০১ সালে এই শেয়ারের দাম ছিল মাত্র ১ টাকা ৫১ পয়সা যা বর্তমানে বেড়ে ৯৭২ টাকা ২০ পয়সা হয়েছে। অর্থাৎ, ২০ বছরে এই শেয়ার বিনিয়োগকারীদের প্রায় ৬৫০ গুণ রিটার্ন দিয়েছে।

Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 2/8

সেই হিসাবে যাঁরা ২০০১ সালে এই শেয়ারে ১৫,১০০ টাকা বিনিয়োগ করেছিলেন, তাঁদের পুঁজি এখন বেড়ে ৯৭ লক্ষ ২২ হাজার টাকা হয়ে গিয়েছে। অর্থাৎ, মাত্র ১৫,১০০ টাকা বিনিয়োগে প্রায় ১ কোটি টাকা রিটার্ন দিয়েছে এই শেয়ার।

Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 3/8

Aarti Industries-এর শেয়ার তার বিনিয়োগকারীদের অবিশ্বাস্য রিটার্ন দিয়েছে। এই রাসায়নিক সংস্থার স্টকটি সেই মাল্টিব্যাগার স্টকগুলির মধ্যে একটি, যা বছরের পর বছর ধরে তার শেয়ারহোল্ডারদের চমৎকার রিটার্ন দিয়ে আসছে।

Advertisement
Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 4/8

২৮ নভেম্বর, ২০০১-এ এই স্টকের দাম ছিল ১ টাকা ৫১ পয়সা। গত ১৮ নভেম্বর, ২০২১-এ ২০ বছরে এই স্টকের দাম ৯৭২ টাকা ২০ পয়সায় বন্ধ হয়। এই ২০ বছরে এই স্টকের দাম বেড়েছে প্রায় ৬৫০ গুণ।

Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 5/8

আরতি ইন্ডাস্ট্রিজের শেয়ার বিনিয়োগকারীদের ধনী করেছে। একজন বিনিয়োগকারী যদি ১৮ নভেম্বর ২০০১-এ এই কোম্পানির স্টকে ২০ হাজার টাকা বিনিয়োগ করতেন, তাহলে আজ তাঁর কাছে ১ কোটি ৩০ লক্ষ টাকা থাকত।

Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 6/8

তবে গত ৬ মাসে, আরতি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর মাত্র ১৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। এই ৬ মাসে এই শেয়ারের দাম ৮৩২ টাকা থেকে বেড়ে ৯৭২ টাকা ২০ পয়সা হয়েছে।

Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 7/8

বিগত এক বছরে এই স্টক তার শেয়ারহোল্ডারদের প্রায় ৭১ শতাংশ রিটার্ন দিয়েছে। তবে এই মাল্টিব্যাগার স্টকটি গত এক মাস ধরে বেশ চাপে রয়েছে।

Advertisement
Multibagger Stock: ৬৫০ গুণ রিটার্ন! মাত্র ১৬ হাজার টাকা বিনিয়োগেই কোটিপতি!
  • 8/8

গত এক মাসে, আরতি ইন্ডাস্ট্রিজের শেয়ার দর ১০২১ টাকা থেকে কমে ৯৭২ টাকা ২০ পয়সায় নেমে এসেছে। এই সময়ের মধ্যে এই শেয়ারের দর প্রায় ৫ শতাংশ কমেছে।

Advertisement