scorecardresearch
 
Advertisement
অর্থনীতি

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 1/10

আপনি কি সোনায় বিনিয়োগের কথা ভাবছেন? তাহলে এটাই সোনায় বিনিয়োগের সেরা সময়! কারণ, কারণ, এক বছরে প্রতি ১০ গ্রামে প্রায় ৯০০০ টাকা দাম পড়েছে সোনার!

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 2/10

আজ সপ্তম কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে সাবস্ক্রিপশনের সুযোগ রয়েছে আপনার কাছে। বাজার দরের চেয়ে অনেকটাই সস্তায় সোনা কেনার সুযোগ পাবেন SBI গ্রাহকরাও। পাশাপাশি এই বিনিয়োগে মিলবে কর ছাড়ের বিশেষ সুবিধাও!

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 3/10

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে ১০ গ্রাম সোনায় ৫০০ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা নিতে পারেন। ২৫ অক্টোবর, অর্থাৎ আজ থেকেই এই প্রকল্পে বিনিয়োগ করা যাচ্ছে। SBI গ্রাহকরা e-services-এর আওতায় http://onlinesbi.com থেকে অনলাইনেও বিনিয়োগের জন্য আবেদন করতে পারেন। জেনে নিন Sovereign Gold Bond সম্পর্কিত কয়েকটি জরুরি তথ্য...

Advertisement
Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 4/10

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (RBI) পরিচালিত এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্প ২০১৫ সালে শুরু হয়েছিল। এই প্রকল্পে কমপক্ষে এক গ্রাম সোনা কেনা যায়। বিনিয়োগকারীরা এটি অনলাইনে বা নগদে কিনতে পারেন। এর পরিবর্তে সমান মূল্যের একটি সার্বভৌম সোনার বন্ড তাঁদেরকে দেওয়া হয়।

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 5/10

সপ্তম কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে প্রতি ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনায় প্রায় ৫০০ টাকা কমে কেনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। সার্বভৌম স্বর্ণের বন্ডগুলি গত মে মাস থেকে অক্টোবরের মধ্যে মোট ছয়টি কিস্তিতে জারি করা হবে।

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 6/10

পঞ্চম কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) ২৪ ক্যারেট সোনার প্রতি ১ গ্রামের দাম ৪,৭৯০ টাকা ছিল। ষষ্ঠ কিস্তির সার্বভৌম স্বর্ণবন্ডের দাম ৪,৭৩২ টাকা ছিল। সপ্তম কিস্তিতে সার্বভৌম স্বর্ণবন্ডের দাম ৪,৭৬৫ টাকা ধার্য করা হয়।

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 7/10

অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের দাম আরও কম। প্রতিবারের মতো এ বারেও অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের বন্ডের নির্ধারিত দামের উপর প্রতি গ্রামে ৫০ টাকা ছাড় দেওয়া হবে। অর্থাৎ, অনলাইনে আবেদন করা বিনিয়োগকারীদের জন্য এই বন্ডের মূল্য হবে প্রতি গ্রামে ৪,৭১৫ টাকা।

Advertisement
Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 8/10

এই প্রকল্পের আওতায় ১ গ্রাম থেকে ৪ কেজি পর্যন্ত সোনার বন্ড বাজার দরের তুলনায় কম দামে কেনার সুযোগ পাবেন বিনিয়োগকারীরা। সস্তায় সোনা কেনার পাশাপাশি এই সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) প্রকল্পে মিলবে ২.৫ শতাংশের নিশ্চিত রিটার্ন!

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 9/10

ম্যাচিউরিটিতে সার্বভৌম স্বর্ণবন্ড (Sovereign Gold Bond) করমুক্ত হয়ে থাকে। এই বিনিয়োগে ডিফল্ট হওয়ার ঝুঁকি কম। তাছাড়া এই বিনিয়োগে ঋণের সুবিধাও পাওয়া যায়। এই বন্ড ৮ বছর পর ম্যাচিওর হয়। অর্থাৎ, ৮ বছর পর এর থেকে টাকা পাওয়া যেতে পারে। তবে ৫ বছর পরেও এর থেকে টাকা তোলা যেতে পারে।

Sovereign Gold Bond: সোনায় সোহাগা! আজ থেকে ৫ দিন সোনা কিনুন বাজার দরের চেয়ে সস্তায়
  • 10/10

এই স্বর্ণ বন্ড কেনার জন্য বিনিয়োগকারীদের ব্যাঙ্ক, বিএসই, এনএসই ওয়েবসাইট বা পোস্ট অফিসের সঙ্গে যোগাযোগ করতে হবে। এদের ওয়েবসাইটের মাধ্যমে স্বর্ণ বন্ডে অনলাইনে বিনিয়োগ করা যাবে। এটি অত্যন্ত সুরক্ষিত বিনিয়োগ। সার্বভৌম স্বর্ণবন্ডে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীর PAN থাকা বাধ্যতামূলক।

Advertisement