ফের নয়া চাল চিনের, iPhone 17 লঞ্চের আগেই ভারত থেকে ফেরত গেল ৩০০ ইঞ্জিনিয়ার

আইফোন ১৭ লঞ্চ হতে এখনও অনেকটা সময় বাকি। কিন্তু তার আগেই ভারত থেকে ৩০০ ইঞ্জিনিয়ারকে ফেরার নির্দেশ দিন শি জিনপিংয়ের দেশ। ভারতে বাজার থাকা সত্ত্বেও কেন অ্যাপেলের সংস্থা ফক্সকন এই সিদ্ধান্ত নিল তা নিয়ে ধোঁয়াশা রয়েছে গিয়েছে।

Advertisement
ফের নয়া চাল চিনের, iPhone 17 লঞ্চের আগেই ভারত থেকে ফেরত গেল ৩০০ ইঞ্জিনিয়ার
হাইলাইটস
  • ভারত থেকে ৩০০ ইঞ্জিনিয়ারকে ফেরার নির্দেশ
  • আইফোন ১৭ লঞ্চের আগেই বড় সিদ্ধান্ত
  • অ্যাপেলের সিদ্ধান্ত ঘিরে ধোঁয়াশা

অ্যাপেলের সংস্থা ফক্সকন টেকনোলজি গ্রুপ তামিলনাড়ুর একটি কারখানা থেকে প্রায় ৩০০ চিনা ইঞ্জিনিয়ারকে ডেকে পাঠাল। এই ইঞ্জিনিয়াররা চিনের ইউহান টেকনোলজি ইুনিটে কর্মর ছিলেন। যারা পুরনো আইফোন মডেলের ডিসপ্লে মডিউল তৈরি করেন। ব্লুমবার্গ রবিবার একটি রিপোর্টে জানিয়েছে, ভারতে অ্যাপলের ব্যবসা বিস্তারের গতিতে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। এই ইঞ্জিনিয়ারদের তামিলনাড়ুর কারখানা থেকে ফেরত পাঠিয়ে তাদের জায়গায় তাইওয়ানের ইঞ্জিনিয়ার পাঠানো হচ্ছে। সাম্প্রতিককালে এটি দ্বিতীয় এমন ঘটনা। ফলে ভারতে অ্যাপলের পণ্য উৎপাদন ব্যাহত হতে পারে বলে আশঙ্কা। নেপথ্যে কী কারণ?

কেন এমন সিদ্ধান্ত চিনের?
ব্লুমবার্গের রিপোর্ট অনুসারে, চলতি বছরের শুরু থেকেই ফক্সকন ভারতে iPhone উৎপাদনকারী কারখানা থেকে ইঞ্জিনিয়ার এবং টেকনিশিয়ানদের ধাপে ধাপে দেশে ফেরত আসার নির্দেশ দিয়েছিল।  

আইফোন ১৭
রিপোর্টে আরও জানা গিয়েছে, ইউহানের প্ল্যান্টে কয়েকমাস আগে আইফোনের উৎপাদন শুরু হয়েছে। এখনও পর্যন্ত অ্যাপেলের নতুন iPhone 17 নিয়েই কাজ চলছে সেখানে। অ্যাপেল তাদের বেশিরভাগ আইফোন বিদেশেই উৎপাদন করে, সেক্ষেত্রে ভারতের বাজার থেকে চিনা ইঞ্জিনিয়ারদের ফেরত নিয়ে যাওযার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এই পদক্ষেপের জেরে আইফোনের উৎপাদন ধাক্কা খাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

তবে এতদিন পর্যন্ত অ্যাপেল ভারতের বাজারে ভাল ব্যবসা করেছে। স্থানীয় বাজার ধরতে টাটা সংস্থার সঙ্গে চুক্তিবদ্ধও হয়েছে তারা। ভারতে আইফোন অ্যাসেম্বলও করা হয়। ব্লুমবার্গের রিপোর্ট অনুযায়ী, চিনা ইঞ্জিনিয়াররা ভারতে প্রায় ২ দশকেরও বেশি সময় ধরে আইফোন প্রস্তুত করছেন, সেখানে আচমকা ভারত থেকে ইঞ্জিনিয়ারদের ফেরত ডেকে নেওয়া নিয়ে একাধিক সমস্যা তৈরি হতে পারে। 

 

POST A COMMENT
Advertisement