scorecardresearch
 

75 Rupees Coin: বাজারে আসছে ৭৫ টাকার কয়েন, রবিবার উদ্বোধন করবেন মোদী

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া শুরু হয়েছে। অন্যদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হচ্ছে। ৪৪ মিলিমিটার ব্যাসযুক্ত সেই মুদ্রার একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ডান দিকে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই কয়েনের সূচনা করা হবে।

Advertisement
ফাইল ছবি। ফাইল ছবি।
হাইলাইটস
  • বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া শুরু হয়েছে।
  • অন্যদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হচ্ছে।

বাজার থেকে ২০০০ টাকার নোট তুলে নেওয়া শুরু হয়েছে। অন্যদিকে, নতুন সংসদ ভবনের উদ্বোধন উপলক্ষে ৭৫ টাকার একটি বিশেষ মুদ্রা চালু করা হচ্ছে। ৪৪ মিলিমিটার ব্যাসযুক্ত সেই মুদ্রার একপাশে থাকবে অশোক স্তম্ভের চিহ্ন। নিচে লেখা থাকবে ‘সত্যমেব জয়তে’। অশোক স্তম্ভের বাঁ দিকে দেবনাগরী লিপিতে ‘ভারত’ এবং ডান দিকে ইংরেজিতে ‘ইন্ডিয়া’ লেখা থাকবে। রবিবারই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত দিয়ে এই কয়েনের সূচনা করা হবে।

বাজারে এখন পঞ্চাশ পয়সা, এক টাকা, দু টাকা, পাঁচ টাকা, দশ টাকা ও কুড়ি টাকার কয়েন চালু আছে। পঞ্চাশ পয়সার কয়েন অবশ্য ২০১৬-র আর বাজারে ছাড়া হয়নি। তবে যেগুলি আছে তা বাতিল হয়নি। কুড়ি টাকার কয়েনও বাজারে কম। চালু কয়েন হল এক, দুই, পাঁচ ও দশ টাকার কয়েন। তবে রবিবার ৭৫ টাকার যে বিশেষ কয়েন চালু করা হবে তা আপাতত অল্পই বাজারে আসবে। সরকার দেখে নিতে চায় নতুন কয়েন নাগরিকেরা স্মারক হিসাবে সংগ্রহে রাখেন নাকি লেনদেনে ব্যবহার করছেন সেটা বুঝে আগামী দিনে লেনদেনের জন্যও ছাড়া হতে পারে এই কয়েন, এমনটাই আভাস মিলেছে। 

৭৫ টাকার এই বিশেষ মুদ্রাটির ওজন ৩৫ গ্রাম। তৈরি করা হয়েছে ৫০ শতাংশ রুপো, ৪০ শতাংশ তামা, ৫ শতাংশ নিকেল এবং ৫ শতাংশ দস্তা দিয়ে। ২৮ মে, রবিবার নতুন সংসদ ভবনের উদ্বোধনের দিন প্রকাশ্যে আনা হবে এই বিশেষ মুদ্রা।

আরও পড়ুন-উত্তরাখণ্ডে সীমান্ত ঘেঁষে ৪০০ গ্রাম গড়েছে চিন, কী মতলব?

 

Advertisement