scorecardresearch
 

7th Pay Commission: ডিএ বাড়ানো-সহ ৩ উপহার সরকারি কর্মীদের! তৃতীয়াতে বড় ঘোষণা কেন্দ্রের?

শোনা যাচ্ছে, দুর্গাপুজোর আগে তিন-তিনটি সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। ৪ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকেই এ ব্যাপারে অনুমোদন দেওয়া হতে পারে বলে খবর। সেই সঙ্গে মিটিয়ে দেওয়া হতে পারে বকেয়া। পাশাপাশি বাড়তে ফিটমেন্ট ফ্যাক্টরও। 

Advertisement
পুজোর আগে বাড়ছে ডিএ? পুজোর আগে বাড়ছে ডিএ?
হাইলাইটস
  • পুজোর আগে বড় ঘোষণার সম্ভাবনা।
  • ৪ শতাংশ বাড়তে পারে ডিএ।

আর ক'দিন পরেই সুখবর পেতে পারেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা। মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা করতে পারে কেন্দ্র। শেষবার ডিএ বৃদ্ধি পর কেটে গিয়েছে ৬ মাস। এর মধ্যে অগাস্টে মূল্যবৃদ্ধি ফের ৭ শতাংশে পৌঁছে গিয়েছে। ফলে উৎসবের আগে বর্ধিত ডিএ-র অপেক্ষা করছেন সরকারি কর্মীরা। মনে করা হচ্ছে, দুর্গাপুজোর আগেই এ সংক্রান্ত ঘোষণা করতে পারে সরকার। চলতি মাসের শেষে মন্ত্রিসভার বৈঠকে ডিএ বৃদ্ধি সংক্রান্ত প্রস্তাবে শিলমোহর দেওয়া হতে পারে। যদিও সরকারের তরফে এনিয়ে কোনও প্রতিক্রিয়া এখনও মেলেনি। 

শোনা যাচ্ছে, দুর্গাপুজোর আগে তিন-তিনটি সুখবর পেতে পারেন কেন্দ্রীয় কর্মীরা। ৪ শতাংশ পর্যন্ত মহার্ঘ ভাতা বাড়াতে পারে কেন্দ্র। ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন মন্ত্রিসভার বৈঠকেই এ ব্যাপারে অনুমোদন দেওয়া হতে পারে বলে খবর। সেই সঙ্গে মিটিয়ে দেওয়া হতে পারে বকেয়া। পাশাপাশি বাড়তে ফিটমেন্ট ফ্যাক্টরও। 

২৮ সেপ্টেম্বর কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪ শতাংশ বাড়তে পারে বলে খবর। গত মার্চে ৩ শতাংশ বাড়ানো হয়েছিল। জুলাইয়ের শেষে ডিএ বাড়ানোর সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছিল। তা হয়নি। সূত্রের খবর,২৭ তারিখেই বড় ঘোষণা হতে পারে। ৪ শতাংশ বাড়তে পারে ডিএ। কেন্দ্রীয় সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা ৩৪ শতাংশ থেকে বেড়ে হবে ৩৮ শতাংশ। 

মহার্ঘ ভাতা বৃদ্ধি ছাডা়ও কেন্দ্রীয় কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার কথাও এ মাসে ঘোষণা করতে পারে মোদী সরকার। কোভিড অতিমারির জেরে ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত কর্মচারীদের ডিএ দেওয়া হয়নি। ওই বকেয়া টাকা মেটানোর দাবি করছেন কর্মচারীরা। কেন্দ্র যদি এই ১৮ মাসের বকেয়া ডিএ প্রদানের ঘোষণা করে তাহলে মোটা টাকা পাবেন সরকারি কর্মীরা। উপকৃত হবেন দেশের ৫০ লক্ষ কর্মচারী ও ৬৫ লক্ষ পেনশনভোগী।

Advertisement

ডিএ বৃদ্ধির পাশাপাশি কেন্দ্রীয় কর্মীরা দীর্ঘদিন ধরে দাবি করে আসছেন যে তাঁদের ফিটমেন্ট ফ্যাক্টরও বৃদ্ধি করা হোক। বর্তমানে সেটা ২.৫৭ শতাংশ। যা বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার দাবি করছেন কর্মীরা। ফলে ফিটমেন্ট ফ্যাক্টর নিয়েও সিদ্ধান্ত নিতে পারে কেন্দ্রীয় সরকার। সেটা পুজোর আগেই। কর্মচারীদের বেসিক বেতন ঠিক করে ফিটমেন্ট ফ্যাক্টর। কেন্দ্রীয় সরকার কর্মচারীদের দাবি মেনে নিলে বেতন আড়াই গুণেরও বেশি বেড়ে যেতে পারে। ২০১৬ সালে শেষবার ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানো হয়েছিল।

কতটা বাড়বে বেতন? বর্তমানে ৩৪ শতাংশ ডিএ। ৪ শতাংশ বাড়লে সেটা হবে ৩৮ শতাংশ। সেই হিসেবে কারও বেসিক বেতন ১৮ হাজার টাকা হলে ৪ শতাংশ ডিএ বৃদ্ধিতে কর্মীরা পাবেন ৬৮৪০ টাকা।        

আরও পড়ুন- নতুন ব্যবসা কিনেই বড় ছেলেকে দিলেন আদানি, করণ হলেন চেয়ারম্যান

Advertisement