আগামী মাসে কেন্দ্রীয় সরকারি কর্মীদের বড় উপহার দিতে পারে মোদী সরকার। জুলাই মাসে কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়া হতে পারে বলে খবর। সেই সঙ্গে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ বৃদ্ধির ঘোষণাও করতে পারে কেন্দ্র। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত সরকারি কর্মচারীরা মহার্ঘ ভাতা পাননি। তাঁরা বকেয়া পরিশোধের দাবি করছেন। কোভিডের কারণে ডিএ আটকে রেখেছিল সরকার। জানা গিয়েছে, শীঘ্রই ১৮ মাসের বকেয়া ডিএ পরিশোধ করা হতে পারে।
জানা গিয়েছে, সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে একবার ২ লক্ষ টাকা পাঠাতে পারে কেন্দ্র। কর্মীরা তাঁদের বেতন কাঠামো অনুযায়ী বকেয়া টাকা পাবেন। ডিএ বকেয়া পরিশোধে লেভেল ১ কর্মচারীদের ১১,৮৮০ থেকে ৩৭,০০০ টাকা দেওয়া হতে পারে। লেভেল ১৩ কর্মীরা বকেয়া ডিএ বাবদ ১,৪৪,২০০ থেকে ২,১৮,২০০ টাকা পেতে পারেন।
জুলাই মাসে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ৪ থেকে ৫ শতাংশ বাড়াতে পারে সরকার। যদিও এ বিষয়ে এখনো কোনও আনুষ্ঠানিক বিবৃতি মেলেনি। তবে ক্রমবর্ধমান মূল্যস্ফীতির পরিপ্রেক্ষিতে সরকার কর্মচারীদের ডিএ বাড়িয়ে স্বস্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে কর্মচারীরা ৩৪ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। মার্চ মাসে ৩ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র।
উপকৃত হবেন কর্মচারীরা
মূল্যস্ফীতির পরিসংখ্যান মাথায় রেখে সরকার কর্মচারীদের ডিএ ৪ শতাংশ বাড়াতে পারে বলে খবর। এতে উপকৃত হবেন ৫০ লক্ষ কর্মচারী এবং ৬৫ লক্ষ পেনশনভোগী। সরকারি কর্মচারীদের ক্ষেত্রে ডিএ তাঁদের বেতন কাঠামোর অংশ।
আরও পড়ুন- নিজের জন্মদিনে ৬০ হাজার কোটি দান আদানির, কী ভাবে কাজে লাগবে?