বকেয়া ডিএ নিয়ে ধাক্কা খেয়েছেন সরকারি কর্মচারীরা। কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে, বকেয়া ডিএ এই মুহূর্তে দেওয়ার কোনও ভাবনাচিন্তা নেই। তবে নতুন বছরে ডিএ উপহার দিতে চলেছে কেন্দ্র। অন্তত সূত্রের খবর এমনটাই। জানা গিয়েছে, জানুয়ারি থেকেই বর্ধিত ডিএ পাবেন সরকারি কর্মীরা।
কোভিডের কারণে ১৮ মাস ডিএ বন্ধ রেখেছিল কেন্দ্রীয় সরকার। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের জুন পর্যন্ত মহার্ঘ ভাতা পাননি র কর্মীরা। কোভিড পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর শুরু হয়েছে মহার্ঘ ভাতা দেওয়া। চলতি বছরেই দুদফায় ৪ শতাংশ করে মোট ৮ শতাংশ বেড়েছে ডিএ। এবার প্রশ্ন হচ্ছে, বকেয়া ডিএ কবে মিলবে? সংসদে বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে প্রশ্ন করেছিলেন কংগ্রেস সাংসদ নারনভাই রাঠওয়া। তার জবাবে লিখিত বিবৃতি দিয়ে কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী জানিয়ে দেন,'সরকারি কর্মচারী ও পেনশনপ্রাপকদের ১৮ মাসের বকেয়া মিটিয়ে দেওয়ার দাবি করেছে বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন। কোভিডের সময় সরকারের আর্থিক বোঝা কমাতে ডিএ বন্ধ রাখা হয়েছিল। অতিমারির সময় সামাজিক উন্নয়ন খাতে যে খরচ হয়েছিল তার আর্থিক চাপ ২০২০-২১ অর্থবর্ষেই আটকে থাকেনি। ফলে এখনই ডিএ দেওয়ার সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়।'
কোভিডের কারণে ডিএ সংক্রান্ত খরচ না করায় ৩৪ হাজার কোটি টাকা সাশ্রয় করেছিল কেন্দ্রীয় সরকার। এদিকে কর্মীদের মধ্য়ে দেখা দিয়েছে অসন্তোষ। সরকারি কর্মচারী সংগঠনগুলি চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তাতে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার দাবি করেছে তারা। সরকার একই অবস্থানে অনড় থাকলে আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছে সংগঠনগুলি। এমতাবস্থায় কর্মীদের ক্ষোভ প্রশমনে ডিএ বৃদ্ধি করতে পারে কেন্দ্রীয় সরকার।
আরও পড়ুন- রাজ্য সরকারি কর্মীদের ডিএ-র নতুন UPDATE, মামলা নিয়ে বড় খবর
শোনা যাচ্ছে নতুন বছরেই হতে পারে ডিএ বৃদ্ধির ঘোষণা। ৪ থেকে ৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে মহার্ঘ ভাতা। বর্তমানে ৩৮ শতাংশ হারে ডিএ পান কর্মীরা। সেটা ৪ শতাংশ বাড়লে হবে ৪২ শতাংশ। বলে রাখি, পুজোর আগেই ৪ শতাংশ বাড়ানো হয়েছিল মহার্ঘ। নিয়ম অনুযায়ী প্রতিবছর জানুয়ারি মাসে ডিএ পর্যালোচনা করার কথা। সূত্রের খবর, জানুয়ারি সিদ্ধান্ত না-ও হতে পারে। সেক্ষেত্রে মার্চে বাড়তে পারে ডিএ। তবে জানুয়ারি থেকেই কার্যকর হবে সেই বর্ধিত ডিএ।
আরও পড়ুন- মাত্র ৬ টাকার স্টক পৌঁছে গেল ২১৬-তে, দিচ্ছে বোনাস শেয়ারও