scorecardresearch
 

7th Pay Commission: বাড়বে সরকারি কর্মীদের বেতন? ৩% DA বৃদ্ধি? মধ্যবিত্তের বাজেটে ইঙ্গিত!

সরকারি কর্মীদের মাস-মাইনে নির্ধারণের জন্য প্রতি ১০ বছর অন্তর গঠন করা হয় বেতন কমিশন। ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। ফলে এখনও এক বছর বাকি। তবে দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্য্যাক্টর বাড়ানোর দাবি করছেন সরকারি কর্মীরা। সূত্রের খবর,লোকসভা ভোটের আগে কর্মচারীদের বেতন সংশোধনের জন্য সরকার নতুন ফর্মুলা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

Advertisement
সপ্তম বেতন কমিশন। সপ্তম বেতন কমিশন।
হাইলাইটস
  • সরকারি কর্মীদের বেতন কি বাড়বে?
  • ডিএ ঘোষণা কবে?

আগামী লোকসভার ভোটের আগে শেষ পূর্ণাঙ্গ বাজেটে মধ্যবিত্ত শ্রেণিকে স্বস্তি দিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর দিতে হবে না। সরকারি কর্মীরাও বড় সিদ্ধান্তের আশায় ছিলেন। তবে সেই আশা পূরণ হয়নি। ফিটমেন্ট ফ্যাক্টর নিয়ে কোনও ঘোষণা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ডিএ নিয়েও সিদ্ধান্ত নেওয়ার কথা কেন্দ্রের। যদিও ডিএ সংক্রান্ত কোনও ঘোষণা বাজেটে করা হয় না। তবে বাজেটে যে ধরনের ঘোষণা করেছেন অর্থমন্ত্রী তাতে মনে করা হচ্ছে, শীঘ্রই সরকারি কর্মীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হতে পারে। 

সরকারি কর্মীদের মাস-মাইনে নির্ধারণের জন্য প্রতি ১০ বছর অন্তর গঠন করা হয় বেতন কমিশন। ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। ফলে এখনও এক বছর বাকি। তবে দীর্ঘদিন ধরেই ফিটমেন্ট ফ্য্যাক্টর বাড়ানোর দাবি করছেন সরকারি কর্মীরা। সূত্রের খবর,লোকসভা ভোটের আগে কর্মচারীদের বেতন সংশোধনের জন্য সরকার নতুন ফর্মুলা ঘোষণা করতে পারে কেন্দ্রীয় সরকার।

বেতন বাড়ানোর নতুন ফর্মুলা কী?

রতি ১০ বছরে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য একটি বেতন কমিশন গঠন করা হয়। ২০১৪ সালে সপ্তম বেতন কমিশন গঠিত হয়েছিল। এতে ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে মূল বেতন বাড়ানো হয়েছিল কর্মচারীদের। কর্মীদের দাবি, এই ফর্মুলায় আমলারই উপকৃত হয়েছেন। তাঁরা লাভবান হননি। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর জন্য তাঁরা সরকারের কাছে আবেদনও করেছেন।

বর্তমানে সরকারি কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর ২.৫৭। তা বাড়িয়ে ৩.৬৮ শতাংশ করার দাবি করেছেন সরকারি কর্মীরা। সেই হিসেবে বেতন হবে, বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ন্যূনতম মাইনে ১৮ হাজার টাকা। ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর পর ২৬,০০০ টাকা। সরকারি কর্মীরা পান ১৮,০০০ X ২.৫৭ = ৪৬,২৬০। ৩.৬৮ শতাংশ হলে ফিটমেন্ট ফ্যাক্টর এবং ন্যূনতম বেতন ২৬ হাজার টাকা। বেতন বৃদ্ধি হয়ে দাঁড়াবে- ২৬,০০০ X ৩.৬৮ = ৯৫৬৮০ টাকা।

Advertisement

অগ্রিম ভাতা ৩০ লক্ষ

হাউস বিল্ডিং ভাতাও বাড়ানো হতে পারে বলে খবর। বাড়ি নির্মাণ বা মেরামতের জন্য সরকার অগ্রিম হিসাবে অর্থপ্রদান করে। এটাই এইচবিএ। সুদের হার ৭.১%। এখন কর্মচারীরা ২৫ লক্ষ পর্যন্ত অগ্রিম নিতে পারে। সেটা বাড়িয়ে ৩০ লক্ষ করা হতে পারে বলে খবর।

মহার্ঘ ভাতা

জানুয়ারি মাসে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতা বাড়ার কথা। তবে সরকার এখনও কোনও ঘোষণা করেনি। সূত্রের খবর, দোলের আগেই আসতে পারে সুখবর। কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে ৩ শতাংশ ডিএ বাড়ানোর সিদ্ধান্ত পড়তে পারে অনুমোদন। সেক্ষেত্রে সরকারি কর্মীদের মহার্ঘ ভাতার পরিমাণ দাঁড়াবে ৪১ শতাংশ। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হবে। 

আরও পড়ুন- ৭ লক্ষ টাকা আয়ে কোনও কর লাগবে না, বদল ট্যাক্স স্ল্যাবেও

Advertisement