8th Pay Commission-Dearness Allowance : অষ্টম পে কমিশন গঠনের অনুমতি সরকারের, আরও বেতন বাড়বে সরকারি কর্মীদের

সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত ৫৩ শতাংশ হারে ডিএ পেয়ে আসছেন সরকারি কর্মীরা। তবে অষ্টম বেতন কমিশন গঠিত হলে সেই হার আরও বেড়ে যাবে।

Advertisement
অষ্টম পে কমিশন গঠনের অনুমতি সরকারের, আরও বেতন বাড়বে সরকারি কর্মীদের 8Th pay Commission
হাইলাইটস
  • সরকারি কর্মচারীদের জন্য বড় খবর
  • অষ্টম বেতন কমিশনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার

সরকারি কর্মচারীদের জন্য বড় খবর। ১ ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট। তার আগে অষ্টম বেতন কমিশন গঠনের ঘোষণা করল কেন্দ্রীয় সরকার। এতদিন পর্যন্ত ৫৩ শতাংশ হারে ডিএ পেয়ে আসছেন সরকারি কর্মীরা। তবে অষ্টম বেতন কমিশন গঠিত হওয়ায় সেই হার আরও বেড়ে যাবে। 

আজই অষ্টম বেতন কমিশন গঠনের অনুমোদন দিয়েছে মোদী সরকার। কেন্দ্রীয় কর্মচারী ও পেনশনভোগীরা দীর্ঘদিন ধরে অষ্টম বেতন কমিশনের দাবি করে আসছিলেন। সেই দাবি মেনে নিল সরকার। যদিও এর আগে সংসদে এই সম্পর্কিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় সরকার জানিয়েছিল, অষ্টম বেতন কমিশন সংক্রান্ত কোনও প্রস্তাব নিয়ে তাঁরা ভাবনাচিন্তা করছেন না। 

নিয়ম হল কোনও বেতন কমিশন গঠিত হলে পূর্বের ডিএ মূল বেতনের সঙ্গে যুক্ত হয়ে যায়। এখন কেন্দ্রীয় সরকারি কর্মীরা ৫৩ শতাংশ হারে ডিএ পাচ্ছেন। নিয়ম অনুযায়ী, সেই ৫৩ শতাংশ ডিএ এখন মূল বেতনের সঙ্গে যুক্ত হবে। অর্থাৎ অষ্টম বেতন কমিশনে যদি ৪ শতাংশ ডিএ ঘোষণা করে কেন্দ্র সরকার তাহলে অষ্টম বেতন কমিশনের অধীনে ওই শতাংশ ডিএ মিলবে। সেখানে সপ্তম বেতন কমিশনের ৫৩ শতাংশ মূল বেতনের সঙ্গে জুড়ে যাবে। 

প্রসঙ্গত, প্রতি ১০ বছর অন্তর বেতন কমিশন গঠিত হয়। সপ্তম বেতন কমিশনের আগে যে সব কমিশন গঠিত হয়েছিল সেই সবের মেয়াদ ছিল ১০ বছর করেই। সপ্তম বেতন কমিশন ২০১৬ সালে কার্যকর হয়েছিল। গঠিত হয়েছিল ২০১৪ সালে।  তার ঠিক ১০ বছরের মধ্যে আরও একটি পে কমিশন গড়ে ওঠার অনুমোদন দিল সরকার। 

নয়া পে কমিশন নিয়ে কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আজ বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে মন্ত্রিসভা পে কমিশন নিয়ে বৈঠক করেন। বৈষ্ণব আরও জানান, এই কমিশনকে আগামী বছর অর্থাৎ ২০২৬ সালের মধ্যে রিপোর্ট জমা দিতে হবে।

 

POST A COMMENT
Advertisement