scorecardresearch
 

Adani Bumper Return Stock: বেড়েই চলেছে আদানির এই শেয়ার, এক বছরে দ্বিগুণ

সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ০.৩৭ শতাংশ কমে ৩,৪৫০ টাকায় বন্ধ হয়েছে। বিএসইতে আদানি এন্টারপ্রাইজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৩.৯৩ লক্ষ কোটি টাকা। সংস্থার মোট ০.৫৯ লাখ শেয়ারে ২৯.৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে।

Advertisement
আদানির স্টকে বাম্পার রিটার্ন। আদানির স্টকে বাম্পার রিটার্ন।
হাইলাইটস
  • বেড়েই চলেছে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম।
  • এক বছরে আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর বেড়েছে ১২৩ শতাংশ।

বেড়েই চলেছে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম। শুক্রবার আদানি এন্টারপ্রাইজের শেয়ার সর্বকালের সর্বোচ্চে দরে পৌঁছেছে। বম্বে স্টক এক্সচেঞ্চে আদানি এন্টারপ্রাইজের শেয়ারের দাম ছুঁয়েছে  ৩,৫০০ টাকা। এক বছরে আদানি এন্টারপ্রাইজের শেয়ারদর বেড়েছে ১২৩ শতাংশ। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত তা বেড়েছে ১০২ শতাংশ।

বাজার বন্ধ হওয়ার সময় লাভ তোলায় কমেছে শেয়ারদর। সপ্তাহের শেষ ট্রেডিং দিনে ০.৩৭ শতাংশ কমে ৩,৪৫০ টাকায় বন্ধ হয়েছে। বিএসইতে আদানি এন্টারপ্রাইজের বাজার মূলধন দাঁড়িয়েছে ৩.৯৩ লক্ষ কোটি টাকা। সংস্থার মোট ০.৫৯ লাখ শেয়ারে ২৯.৩৯ কোটি টাকার লেনদেন হয়েছে। আদানি এন্টারপ্রাইজের শেয়ার গতবছর ২৮ অক্টোবর ৫২ সপ্তাহের সর্বনিম্ন ১,৩৪৪.৬০ টাকায় পৌঁছেছিল। 

এ মাসের শুরুর দিকে ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ঘোষণা করেছিল যে আদানি গ্রুপকে ৩০ সেপ্টেম্বর থেকে শ্রী সিমেন্টের জায়গায় নিফটি ৫০ সূচকে অন্তর্ভুক্ত করা হবে। সেক্ষেত্রে এটি হবে ধনকুবের গৌতম আদানির নেতৃত্বাধীন দ্বিতীয় সংস্থা। আগে থেকেই রয়েছে আদানি পোর্টস। 

দেশীয় ব্রোকারেজ এবং গবেষণা সংস্থা এডেলওয়েজের মতে,নিফটি ৫০ সূচকে আদানি গোষ্ঠীর সংস্থা  আদানি এন্টারপ্রাইজের অন্তর্ভুক্তিতে এ মাসের শেষে প্রায় ২৮.৫ মিলিয়ন ডলার আয়ের সম্ভাবনা তৈরি হয়েছে। বর্তমানে বিশ্বের তৃতীয় ধনী ব্যক্তি আদানি গোষ্ঠীর চেয়ারম্যান গৌতম আদানি সাতটি তালিকাভুক্ত কোম্পানির মালিক। এর মধ্যে রয়েছে আদানি এন্টারপ্রাইজ, আদানি গ্রিন এনার্জি, আদানি পোর্টস, আদানি পাওয়ার, আদানি টোটাল গ্যাস, আদানি ট্রান্সমিশন এবং আদানি উইলমার৷

গত জুনের ত্রৈমাসিকে আদানি এন্টারপ্রাইজের মুনাফা ৭৩ শতাংশ বৃদ্ধি পেয়েছে৷ আদানি এন্টারপ্রাইজ আদানি গ্রুপের ফ্ল্যাগশিপ কোম্পানি। চলতি মাসের গোড়ায় ভারতের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (NSE) ঘোষণা করেছে, আদানি এন্টারপ্রাইজকে ৩০ সেপ্টেম্বর থেকে শ্রী সিমেন্টের জায়গায় নিফটি ৫০ সূচকে অন্তর্ভুক্ত করা হবে। বিলিয়নেয়ার গৌতম আদানির নেতৃত্বে আদানি গ্রুপে এটি হবে দ্বিতীয় স্টক। এর আগে আদানি পোর্টস এই সূচকে অন্তর্ভুক্ত হয়েছে।

Advertisement

আরও পড়ুন- আচমকা সস্তা সোনা, সপ্তাহ শেষে কত টাকায় বিকোচ্ছে?

 

Advertisement