scorecardresearch
 

Boycott Hyundai-এর আঁচ এবার KFC ও Pizza Hut-এ, সাফাই দিল সংস্থা

৫ ফেব্রুয়ারি 'Kashmir Solidarity Day' পালন করে পাকিস্তান। সেই দিন এই সংস্থাগুলি যে পোস্ট শেয়ার করেছিল তাতে কাশ্মীরের স্বাধীনতার বিষটি উত্থাপন করা হয়। পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। তবে সেই স্ক্রিনশট নিয়ে সংস্থাগুলিকে ট্যাগ করছেন ভারতীয় ইউজাররা। 

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • কাশ্মীর সংক্রান্ত পোস্ট ঘিরে বিতর্ক
  • সোশ্যাল মিডিয়ায় 'বয়কট' ট্রেন্ডিং
  • ক্ষমা চাইল সংস্থা

ফাস্টফুড রেস্তোরাঁ চেন KFC ও Pizza Hut-এর পাকিস্তান ট্যুইটার হ্যান্ডেল থেকে কাশ্মীর নিয়ে একটি পোস্ট করা হয়েছে, যাকে ঘিরে ছড়িয়েছে বিতর্ক। সোমবার থেকেই সেই স্ক্রিনশট নিয়ে ইউজাররা  #BoycottKFC এবং #BoycottPizzaHut ট্রেন্ডিং করতে শুরু করেছেন। এর আগে রবিবার Hyundai-এর একটি আনঅফিসিয়াল পোস্টকে ঘিরেও এই ধরনের বিতর্কের সৃষ্টি হয়। 

দক্ষিণ কোরিয়ার গাড়ি সংস্থা হুন্ডাইয়ের পরে, এবার কেএফসি এবং পিৎজা হাটের মতো সংস্থাগুলিও ভারতে 'বয়কট'- আঁচের মুখে পড়েছে। প্রসঙ্গত বিষয়টি হল, কাশ্মীর সংক্রান্ত একটি পোস্টকে ঘিরে। সেটি এই সংস্থাগুলির পাকিস্তান সোশ্যাল মিডিয়া হ্য়ান্ডেল থেকে শেয়ার করা হয়। তার জেরেই  ভারতে বিরোধিতার মুখে পড়তে হচ্ছে সংস্থাগুলিকে। 

৫ ফেব্রুয়ারি 'Kashmir Solidarity Day' পালন করে পাকিস্তান। সেই দিন এই সংস্থাগুলি যে পোস্ট শেয়ার করেছিল তাতে কাশ্মীরের স্বাধীনতার বিষটি উত্থাপন করা হয়। পরে অবশ্য সেই পোস্ট ডিলিট করে দেওয়া হয়। তবে সেই স্ক্রিনশট নিয়ে সংস্থাগুলিকে ট্যাগ করছেন ভারতীয় ইউজাররা। 

ক্ষমা চেয়েছে KFC 
সোশ্যাল মিডিয়ায় বয়কট ট্রেন্ড হওযার পর ঘটনায় ক্ষমতা চেয়ে নেয় KFC। সাফাই দিয়েছে Pizza Hut-ও। KFC India লিখেছে, "দেশের বাইরে KFC-র কিছু সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শেয়ার করা পোস্ট নিয়ে আমরা ক্ষমা চাইছি। আমরা ভারতকে সম্মান করি এবং গর্বের সঙ্গে ভারতীয়দের পরিষেবা দিতে দায়বদ্ধ।"

সাফাই দিয়েছে Pizza Hut
Pizza Hut একটি বিবৃতি জারি করে জানায়, সোশ্যাল মিডিয়ায় সার্কুলেট হওয়া কোনও পোস্টের বিষয়ে তারা নিন্দা, সমর্থন বা সহমত পোষণ করছে না। তারা আরও জানায়, "আমরা আমাদের সমস্ত ভাই বোনেদের গর্বের সঙ্গে পরিষেবা দিতে প্রতিজ্ঞাবদ্ধ।"

Advertisement

প্রতিবাদের মুখে পড়তে হয় Hyundai-কেও
এর আগে Hyundai Pakistan-এর অনভরিফায়েড ট্যুইটার অ্যাকাউন্ট থেকে কাশ্মীর সংক্রান্ত পোস্ট নিয়ে বিতর্কের সৃষ্টি হয়। এরপর Hyundai Motor India বিবৃতি জিয়ে জানায় যে তারা ভারতীয় বাজারের জন্য দীর্ঘদিন ধরেই প্রতিশ্রুতিবদ্ধ। সংস্থা আরও জানায়, ২৫ বছরেরও বেশি সময় ধরে তারা ভারতীয় বাজারের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এবং জাতীয়তাবাদের ভাবনার সঙ্গে সহমত। সোশ্যাল মিডিয়ার ওই পোস্টটির সঙ্গে তাদের কোনও সম্পর্ক নেই বলেও জানায় হুন্ডাই।

আরও পড়ুনদশম পাশেই রেলে চাকরি, আড়াই হাজার শূন্যপদ, কীভাবে আবেদন?

 

Advertisement