Costlier and cheaper in budget 2025 Full List: মোবাইল-TV থেকে লেদার প্রডাক্ট, বাজেটে কীসের দাম কমল ও বাড়ল, পুরো লিস্ট
Costlier and cheaper in budget 2025 Full List: আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট ২০২৫ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। এবারের বাজেটে যুবসমাজ ও মহিলাদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে আর্থিকভাবে দুর্বল, মধ্যবিত্ত ও কৃষকদের জন্যও বিশেষ উপহার দেওয়া হয়েছে।
এবারের বাজেটে যুবসমাজ ও মহিলাদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে।
বাজেটে আর্থিকভাবে দুর্বল, মধ্যবিত্ত ও কৃষকদের জন্যও বিশেষ উপহার দেওয়া হয়েছে।
Costlier and cheaper in budget 2025 Full List: আজ লোকসভায় কেন্দ্রীয় বাজেট ২০২৫ পেশ করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন(Nirmala Sitharaman)। এবারের বাজেটে যুবসমাজ ও মহিলাদের বিষয়ে বাড়তি গুরুত্ব দেওয়া হয়েছে। বাজেটে আর্থিকভাবে দুর্বল, মধ্যবিত্ত ও কৃষকদের জন্যও বিশেষ উপহার দেওয়া হয়েছে। এবারের বাজেটে আয়করেও আমজনতাকে ছাড় দেওয়ার চেষ্টা করা হয়েছে। উল্লেখ্য, বাজেটের আগেই বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমানো হয়েছে। আসুন জেনে নেওয়া যাক, বাজেটে কী কী সস্তা হল, আর কোন কোন দ্রব্যের দাম বাড়ল?
কী কী সস্তা হয়েছে?
৩৬ জীবনদায়ী ওষুধ থেকে বেসিক কাস্টম ডিউটি সম্পূর্ণ তুলে দেওয়া হল।
ইলেকট্রনিক পণ্য - ওপেন সেল এবং অন্যান্য দ্রব্যেও BCD (বেসিক শুল্ক) ৫ শতাংশে নামানোর করার ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি কোবাল্ট পাউডার এবং বর্জ্য, লিথিয়াম-আয়ন ব্যাটারির স্ক্র্যাপ, সীসা, জিঙ্ক এবং আরও ১২টি গুরুত্বপূর্ণ খনিজে বেসিক কাস্টম ডিউটি (BCD) ছাড় দেওয়া হবে।
EVs – EV ব্যাটারি তৈরির ৩৫টি উপাদান এবং মোবাইল ফোনের ব্যাটারি তৈরির ২৮টি উপাদানে ছাড় দেওয়া হবে।
সুরিমি: হিমায়িত মাছের পেস্ট (সুরিমি) তৈরি এবং রফতানিতে বেসিক কাস্টম ডিউটি ৩০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হবে।
কোন দ্রব্যের দাম বাড়ছে?
মেক ইন ইন্ডিয়া উদ্যোগে জোর দিয়ে এদিন 'ইন্টারেক্টিভ ফ্ল্যাট প্যানেল ডিসপ্লে'তে বেসিক কাস্টম ডিউটি ১০% থেকে বাড়িয়ে ২০% করা হবে। এর ফলে দেশের অভ্যন্তরে উৎপাদনের প্রবণতা বাড়বে বলে মনে করা হচ্ছে।
বাজেট পেশ করছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন
এদিন ছোট ব্যবসা, সংস্থাদের উৎসাহ প্রদান করতে একাধিক স্কিমের ঘোষণা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ক্রেডিট গ্যারান্টি ৫ কোটি টাকা থেকে বাড়িয়ে ১০ কোটি টাকা করা হল। ছোট উদ্যোগপতি বা উদ্যোগের জন্য বাড়তি ১.৫ লক্ষ কোটি টাকা লোন দেওয়া হবে আগামী ৫ বছরে।
এবারের বাজেট ঘোষণায় নির্মলা সীতারামন জানান, ১২ লাখ আয়ে পর্যন্ত কোনও আয়কর দিতে হবে না। বড় ঘোষণা করল বাজেটে। যার মাসে ১ লক্ষ টাকা আয়, তাদের কোনও কর দিতে হবে না। স্ল্যাবও চেঞ্জ করা হচ্ছে। যাতে মধ্যবিত্তদের হাতে টাকা থাকে ও খরচ করতে পারেন।