scorecardresearch
 

DA Hikes 3%: ৩ শতাংশ ডিএ বাড়ল এই রাজ্যের সরকারি কর্মীদের, সঙ্গে দীপাবলি বোনাস

১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার টাকা দেওয়া হবে নগদে। অক্টোবরের বেতনের সঙ্গে জুড়ে যাবে ডিএ।  

Advertisement
ডিএ বৃদ্ধি ডিএ বৃদ্ধি
হাইলাইটস
  • ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা।
  • ঘোষণা করা হল দীপাবলি বোনাসও।

রাজ্য সরকারি কর্মীদের জন্য দীপাবলির উপহার দিল এই রাজ্যের সরকার। জুলাই মাস থেকে সরকারি কর্মচারীদের বেতন বাড়ল। অক্টোবর মাসের বেতনের সঙ্গে ওই বকেয়াও যোগ হবে। ফলে অক্টোবর মাসে সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে আসতে চলেছে মোটা টাকা। আসলে মহার্ঘ ভাতা (DA) বাড়ানো হয়েছে ৩ শতাংশ। এই বিজেপি শাসিত রাজ্যে মহার্ঘভাতা বেড়ে হল ৫৩ শতাংশ। বর্ধিত মহার্ঘ ভাতা ১ জুলাই থেকে কার্যকর হতে চলেছে।

সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা বাড়ানোর কথা ঘোষণা করল উত্তরাখণ্ড সরকার। ১ জুলাই থেকে বর্ধিত মহার্ঘ ভাতা পাবেন কর্মীরা। সেপ্টেম্বর পর্যন্ত বকেয়া মহার্ঘ ভাতার টাকা দেওয়া হবে নগদে। অক্টোবরের বেতনের সঙ্গে জুড়ে যাবে ডিএ।  সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী, হাইকোর্টের বিচারক, উত্তরাখণ্ড পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান এবং সদস্য এবং অন্যান্য কিছু বিভাগের কর্মচারীদের ক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না। এই সব বিভাগের জন্য আলাদা নির্দেশিকা জারি করা হবে।

২০২৩-২৪ আর্থিক বছরের বোনাসও ঘোষণা করেছে উত্তরাখণ্ড সরকার। রাজ্য সরকার কর্তৃক সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠান,স্থানীয় সংস্থা, জেলা পঞ্চায়েতগুলির নন-গেজেটেড কর্মচারীরা বোনাসের জন্য যোগ্য বলে বিবেচিত হবে। ভারত সরকারের নির্দেশিকা অনুযায়ী, সর্বাধিক ৭০০০ হাজার টাকা হিসেবে ৩০ দিনের বোনাস দেওয়া হবে। 

আরও পড়ুন

কত বোনাস পাবেন? 

এই বোনাসটি সেই সমস্ত কর্মচারীদের জন্য প্রযোজ্য যাঁরা ৩১ মার্চ পর্যন্ত চাকরিতে কর্মরত ছিলেন। যাঁদের চাকরির মেয়াদ কমপক্ষে ছয় মাস। ছয় মাস থেকে এক বছর পর্যন্ত চাকরিরত কর্মচারীদের চাকরির মেয়াদের উপর নির্ভর করে বোনাস দেওয়া হবে। বোনাসের পরিমাণ গড় বার্ষিক আয়ের ভিত্তিতে গণনা করা হবে। যার সর্বোচ্চ সীমা ₹৭,০০০। উদাহরণ হিসেবে ৩০ দিনের সময়ের জন্য এই পরিমাণ হবে ₹৬,৯০৮।

দৈনিক মজুরি পান যে সব কর্মীরা তাঁরা গত তিন বছরে প্রতি বছর ন্যূনতম ২৪০ দিন কাজ করে থাকলে (অফিসগুলিতে সপ্তাহে ছয় দিন কাজ করেন) বোনাস পাবেন। তাঁদের দেওয়া হবে ১,১৮৪ টাকা। বিভাগীয় শৃঙ্খলাভঙ্গে দোষী বা ফৌজদারি মামলায় জড়িত কর্মচারীরা বোনাস পাওয়ার যোগ্য হবেন না। স্থগিতাদেশের পরে পুনর্বহাল করা কর্মচারীরা বোনাসের জন্য যোগ্য হবেন।

Advertisement

Advertisement