scorecardresearch
 

DA Case Hearing In Supreme Court: রাজ্যের DA নিয়ে বড় আপডেট, ১১ তারিখেই মামলার নিষ্পত্তি?

ওইদিন মামলার তালিকায় ৩৭ নম্বরে রয়েছে এই মামলা। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি (DA Case Hearing In Supreme Court) হওয়ার কথা।

Advertisement
সুপ্রিম কোর্টে ডিএ মামলা সুপ্রিম কোর্টে ডিএ মামলা
হাইলাইটস
  • মামলার তালিকায় ৩৭ নম্বরে রয়েছে এই ডিএ মামলা
  • বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি

সুপ্রিম কোর্টে ডিএ মামলার (DA Case In Supreme Court) শুনানি হবে ১১ এপ্রিল। ওইদিন মামলার তালিকায় ৩৭ নম্বরে রয়েছে এই মামলা। বিচারপতি দীনেশ মাহেশ্বরী এবং সঞ্জয় কুমারের বেঞ্চে মামলার শুনানি (DA Case Hearing In Supreme Court) হওয়ার কথা। ২০২২ সালে কলকাতা হাইকোর্ট রাজ্যের সরকারি কর্মচারীদের ৩১ শতাংশ হারে ডিএ (Dearness allowance) দেওয়ার নির্দেশ দেয়। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। আদালত সরকার ও মামলাকারী সবপক্ষের কাছে শর্টনোট ও হলফনামা চায়। সেই মতো জমাও দেন সরকারি কর্মীরা।

২০২২ সালের ৫ ডিসেম্বর ডিএ মামলার প্রথম শুনানির দিন ছিল। কিন্তু ওইদিন শুনানি হয়নি। এর পর আরও তিনবার শুনানির দিন পিছিয়ে যায়। অবশেষে চলতি বছরের ২১ মার্চ শুনানি হবে বলেও জানানো হয়। মহামান্য সুপ্রিম কোর্ট আগেই জানিয়ে দিয়েছিল যে ওইদিনই মামলার চূড়ান্ত নিষ্পত্তি হবে। কিন্তু সময়ের অভাবে ওইদিনও শুনানি হয়নি। পরবর্তী শুনানির দিন ঠিক হয় ১১ এপ্রিল।

আরও পড়ুন: DA Movement West Bengal: চিঠি পাঠানো হচ্ছে,' DA ইস্যুতে হাইকোর্টের নির্দেশে তত্‍পর যৌথ মঞ্চ

১১ এপ্রিল ডিএ মামলার চূড়ান্ত শুনানির দিকে তাকিয়ে রয়েছেন রাজ্যের লাখ লাখ সরকারি কর্মচারী। সরকারি কর্মচারী সংগঠনগুলি আশা করছে, মঙ্গলবারই মামলার নিষ্পত্তি হয়ে যাবে। রাজ্য সরকারের দায়ের করা স্পেশাল লিভ পিটিশন বা এসএলপি খারিজ করে দেবে শীর্ষ আদালত।

এই প্রসঙ্গে কনফেডারেশন অফ স্টেট গর্ভনমেন্ট এমপ্লয়িজ (Confederation of State Government Employees)-র মলয় মুখোপাধ্য়ায় (Moloy Mukherjee) বলেন, 'আমরা আশা করছি যে মামলাটি সেদিন সুপ্রিম কোর্ট শুনবে ও চূড়ান্ত নিষ্পত্তি হবে। রায় ঘোষণা হবে বলেই আমরা মনে করছি। সরকার মামলার শুনানি পিছিয়ে দেওয়ার চষ্টা করতে পারে। আগেও একবার পিছিয়ে দিয়েছিল। এবার করলে আমরা কড়া সমালোচনা করব। শীর্ষ আদালত আমাদের পক্ষেই রায় দেবে বলে আশা করছি। সরকারকে ডিএ দিতেই হবে। সর্বোচ্চ আলাদত যখন বলে দেবে, তখন দিতেই হবে। আদালতের রায় না মানলে সরকারকে আদালত অবমাননার দায়ে পড়তে হবে।' 

Advertisement

Advertisement