scorecardresearch
 

DA Protest- Firhad Hakim : 'ববি হাকিম আপনি এই সরকারকে নিয়ে অন্য রাজ্যে চলে যান', ডিএ আন্দোলনকারীদের রাজ্যকে আক্রমণ

ডিএ আন্দোলনের ঝাঁঝ আগেই বাড়িয়েছেন আন্দোলনকারীরা। তা নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আন্দোলনকারীদের আক্রমণ করেন। তাঁদের এবার পাল্টা দিলেন সরকারি কর্মীরা।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • ডিএ আন্দোলনের ঝাঁঝ আগেই বাড়িয়েছেন আন্দোলনকারীরা
  • তা নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আন্দোলনকারীদের আক্রমণ করেন
  • পাল্টা দিলেন আন্দোলনকারীরা

ডিএ আন্দোলনের ঝাঁঝ আগেই বাড়িয়েছেন আন্দোলনকারীরা। তা নিয়ে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম আন্দোলনকারীদের আক্রমণ করেন। তাঁদের এবার পাল্টা দিলেন সরকারি কর্মীরা। সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম আহ্বায়ক ভাস্কর ঘোষের মন্তব্য, 'এই সরকারটার রাজ্যে ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই। তাঁদের মন্ত্রী ববি হাকিম ডিএ আন্দোলনকারীদের আক্রমণ করছেন। আসলে ববি হাকিম বিভ্রান্ত।' 

মঙ্গলবার ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের দাবিকে আক্রমণ করেন ফিরহাদ। তিনি বলেন, ‘যারা অনেক পায়, তাদের আরও পাইয়ে দেওয়া আমার কাছে পাপ বলে মনে হয়। আমি বলছি, না পোষায় ছেড়ে দিন না। সেন্ট্রাল গভর্নমেন্ট  যখন অনেক টাকা দিচ্ছে, সেখানে গিয়ে কাজে যোগ দিন। আমি কোন মাল্টিন্যাশনাল (বহুজাতিক সংস্থা)-এর ক্লার্ক নই। মাল্টিন্যাশনালের কোনও বাবু নই, এগ্‌জিকিউটিভ নই। ট্যাক্সের টাকা দিয়ে আমার মাইনে হয়, আমি মানুষের সেবা করি। সেই ব্রতটা সবার আগে দরকার।’

আরও পড়ুন :  নিজের বাড়ি ছেড়ে পালালেন 'কাঁচা বাদাম'-এর ভুবন, ভুগছেন অভাবেও

ফিরহাদ হাকিমের এই মন্তব্যেই আপত্তি সরকারি কর্মী তথা সংগ্রামী যৌথ মঞ্চের। তাঁদের অভিযোগ, সরকারি কর্মীরা রাজ্যের দফতরে দফতরে কাজ করেন। তাঁরা সরকারকে সবরকম সহযোগিতা করছেন। অথচ তাঁদেরই প্রাপ্য মেটানো হচ্ছে না। 

ফিরহাদ হাকিমের মন্তব্য নিয়ে সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'ফিরহাদ হাকিম বিভ্রান্ত। তিনি সরকারি কর্মীদের আক্রমণ করছেন। আগে বলেছিলেন, দেশ ছেড়ে চলে যেতে। এখন বলছেন অন্য রাজ্যে যেতে, কেন্দ্রের চাকরি করতে। আমরা মনে করি, এই সরকারটারই চলে যাওয়া উচিত ভিন রাজ্যে। কারণ এরা সরকারি কর্মীদেরই অধিকার থেকে বঞ্চিত করছে।' 

প্রসঙ্গত, ডিএ-আন্দোলন নিয়ে বিভিন্ন সময় মন্তব্য করেছেন ফিরহাদ হাকিম। তা নিয়ে ক্ষুব্ধ সরকারি কর্মীরা। এই নিয়ে ভাস্কর ঘোষ বলেন, 'ফিরহাদ হাকিম নিজে থেকে কিছু বলছেন না। তাঁকে বলানো হচ্ছে। সরকারি কর্মীদের আন্দোলনে ভয় পেয়েছে এই সরকার। তাই বারবার আক্রমণ করা হচ্ছে।' 

Advertisement

 

Advertisement