scorecardresearch
 

DA West Bengal : রাজ্যের ডিএ নিয়ে বড় খবর, পুজোর আগেই বড় সিদ্ধান্ত সরকারি কর্মীদের

ডিএ নিয়ে বড় খবর। রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র দিকে চেয়ে আছেন। সামনেই দুর্গাপুজো। তাই সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীদের আশা করছেন, পুজোর আগে তাঁদের মহার্ঘ ভাতা বাড়তে পারে।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ডিএ  (Dearness Allowance) নিয়ে বড় খবর
  • রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র দিকে চেয়ে আছেন

ডিএ  (Dearness Allowance) নিয়ে বড় খবর। রাজ্যের সরকারি কর্মীরা বকেয়া ডিএ-র দিকে চেয়ে আছেন। সামনেই দুর্গাপুজো। তাই সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীদের আশা করছেন, পুজোর আগে তাঁদের মহার্ঘ ভাতা বাড়তে পারে। কারণ, সূত্রের খবর কেন্দ্রীয় সরকারও ৪ শতাংশ ডিএ বাড়াতে পারে (Central Govt Dearness Allowance)। এই পরিস্থিতিতে সরকারি কর্মীদের অনেকেই মনে করছেন লোকসভা ভোটের দিকে তাকিয়ে রাজ্য সরকার ডিএ বাড়ালেও বাড়াতে পারে। 

তবে রাজ্য সরকারের তরফে এই নিয়ে এখনও কোনও বক্তব্য সামনে আসেনি। তবে সরকারি কর্মীরা পুজোর আগেই বড়সড় সিদ্ধান্ত নিয়েছেন। শিক্ষক-সরকারি কর্মীরা বিধানসভা অভিযানের ডাক দিয়েছেন। সেদিন তাঁরা বিধানসভায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে চাইবেন। 

এই কর্মসূচি নিয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ। বকেয়া ডিএ-র দাবিতে তাঁরা শহিদ মিনার চত্বরে ২০০ দিনেরও বেশি সময় ধরে অবস্থান আন্দোলন করছেন। তাঁদের দাবি AICPI অনুযায়ী ডিএ মেটাতে হবে। সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ বলেন, 'বকেয়া ডিএ-র দাবিতে আমরা সরকারের কাছে আগেও দাবি জানিয়েছি। এবার আরও বেশি সংখ্যক সরকারি কর্মী-শিক্ষক-অশিক্ষক কর্মীদের নিয়ে ২৩ অগাস্ট বিধানসভা অভিযান করব। সেদিন হাজার হাজার কর্মী এতে যোগদান করবেন। সুবোধ মল্লিক স্ক্যয়ার থেকে শুরু হবে এই মিছিল। বিধানসভায় গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করব আমরা। বকেয়া যে মহার্ঘ ভাতা আছে তা পরিশোধের আবেদন জানানো হবে।'ভাস্কর ঘোষ আরও জানান, তাঁদের তরফে প্রায় সব সরকারি কর্মী সংগঠনকে সেদিনের বিধানসভা অভিযানে আমন্ত্রণ জানানো হয়েছে।

সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আরও জানানো হয়, তাঁদের তরফে কোনও রাজনৈতিক নেতাকে এই অভিযানে আমন্ত্রণ জানানো হয়নি। তবে তাঁরা চাইবেন বিরোধী দলনেতা সহ অন্য নেতারাও যেন ডিএ-র দাবি সেদিন বিধানসভায় জানান। 

আরও পড়ুন

এই আমন্ত্রণ নিয়ে ডিএ নিয়ে সুপ্রিম কোর্টে মামলাকারী সংগঠন সরকারি কর্মচারী পরিষদের সভাপতি দেবাশিস শীল বলেন, 'সংগ্রামী যৌথ মঞ্চের তরফে আমাদের আমন্ত্রণ জানানো হয়েছে। সেদিন আমাদের প্রতিনিধিরা উপস্থিত থাকতে পারেন। ডিএ নিয়ে আমরাও আন্দোলন করেছি। কোর্টে ও মাঠে ময়দানে লড়াইয়ে আমরাও রয়েছি।'

Advertisement

কো-অর্ডিনেশন কমিটির রাজ্য সাধারণ সম্পাদক বিশ্বজিৎ গুপ্ত চৌধুরী বলেন, 'আমন্ত্রণ আমরাও পেয়েছি। তবে অংশগ্রহণ করব কি না তা এখনও ঠিক হয়নি। আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ডিএ আন্দোলন বা বিধানসভা অভিযানকে আমরা সমর্থন করছি।'

এখানেই শেয নয়, সরকারি কর্মচারী পরিষদের তরফে জানানো হয়েছে, পুজোর আগে ডিএ-র দাবি আরও জোরালো করবেন তাঁরা। সংগঠনের সভাপতি দেবাশিস শীল বলেন, '১৫ সেপ্টেম্বর বকেয়া ডিএ-র দাবিতে ওয়াই চ্যানেলে বিক্ষোভ দেখানো হবে। সেদিন সরকারি কর্মীরা সেদিন উপস্থিত থাকবেন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও কর্মসূচিতে অংশ নিতে পারেন। সেদিন অনেক শিক্ষকও আমাদের সঙ্গে থাকবেন। তাঁরা যোগ দেবেন আন্দোলনে। তাঁদের লড়াই দাবি-দাওয়া নিয়েও আন্দোলন চলবে।'   '   

 

Advertisement