scorecardresearch
 

DA 7th pay Commission : সরকারি কর্মীদের ডিএ ফের বাড়তে চলেছে, সঙ্গে আরও বড় উপহার

সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় খবর (7th Pay Commission)। ফের তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। তাঁদের বেতন বাড়তে চলেছে (Salary Hike)। এমনিতেই দীপাবলির আগেই সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে সরকার। আর ফের বেতন বৃদ্ধির খবরে উচ্ছ্বসিত তারা।

Advertisement
Dearness Allowance Dearness Allowance
হাইলাইটস
  • সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় খবর
  • ফের বাড়তে চলেছে বেতন

সরকারি কর্মচারীদের বেতন নিয়ে বড় খবর (7th Pay Commission)। ফের তাঁদের অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। তাঁদের বেতন বাড়তে চলেছে (Salary Hike)। এমনিতেই দীপাবলির আগেই সরকারি কর্মীদের ডিএ (Dearness Allowance) বৃদ্ধি করেছে সরকার। আর ফের বেতন বৃদ্ধির খবরে উচ্ছ্বসিত তারা। 

প্রসঙ্গত, সরকার সম্প্রতি কেন্দ্রীয় কর্মচারীদের মহার্ঘ ভাতা ৪২ থেকে বাড়িয়ে ৪৬% করেছে। ফলে তাঁদের বেতন বেড়েছে অনেকটাই। আর বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ, ফের তাঁদের ডিএ বা মহার্ঘ ভাতা বাড়তে পারে। সূত্রের দাবি, নতুন বছরেও অর্থাৎ মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে কেন্দ্রীয় কর্মচারীদের বড় উপহার দিতে পারে সরকার।

মনে করা হচ্ছে, নতুন বছরে সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা আরও বাড়তে পারে সরকার। বাড়ি ভাড়া ভাতা (HRA)ও বাড়তে চলেছে। নিয়ম অনুযায়ী, সরকার কর্মচারীদের হাউজ রেন্ট অ্যালাউন্সে সংশোধন করা হয় মহার্ঘ ভাতার ভিত্তিতে। বর্তমানে ২৭, ১৮, ৯ শতাংশ হারে এইচআরএ পান সরকারি কর্মীরা। খবরে প্রকাশ, বাড়ি ভাড়া ভাতার পরবর্তী সংশোধনীতে সর্বোচ্চ ৩ শতাংশ বৃদ্ধি হতে পারে। সর্বাধিক এইচআরএ হার ২৭ শতাংশ থেকে বাড়িয়ে ৩০ শতাংশ করা হতে পারে। যাদের ভাতা ১৮ শতাংশ তারা ২০ শতাংশ হারে এইচআরএ পাবেন। এবং যাদের এইচআরএ ৯ শতাংশ থেকে বেড়ে ১০ শতাংশ হবে।    

আরও পড়ুন

আগের বছরগুলির ট্রেন্ড অনুসারে কেন্দ্রীয় সরকার ২০২৪ সালের মার্চ বা এপ্রিলের মধ্যে মহার্ঘ ভাতা বাড়ানোর ঘোষণা দিতে পারে। সরকার যদি ৪ হারে মহার্ঘ ভাতা বাড়ানোর কথা বিবেচনা করে তবে কর্মচারীরা ৫০ শতাংশ হারে মহার্ঘ ভাতা পেতে শুরু করবে। 

উল্লেখ্য, HRA-এর ক্ষেত্রে তিনটি ভাগে শহরগুলিকে ভাগ করা হয়েছে। এই ক্যাটেগোরির নিরিখে এইচআরএ দেওয়া হয়। X ক্যাটাগরির শহরের বাসিন্দা কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য ২৭ শতাংশ এইচআরএ, Y ক্যাটাগরির জন্য ১৮ শতাংশ ও Z ক্যাটেগোরির জন্য ৯ শতাংশ এইচআরএ দেওয়া হয়ে থাকে।  

Advertisement

উল্লেখ্য কেন্দ্রীয় সরকার AICPI অনুযায়ী মহার্ঘ ভাতা বাড়ালেও রাজ্য সরকার এখনও বাড়ায়নি। যা নিয়ে ক্ষুব্ধ রাজ্যের সরকারি কর্মীরা। শহিদ মিনার চত্বরে এই নিয়ে আন্দোলন চলছে। বিক্ষিপ্তভাবে একাধিক সংগঠন রাস্তায়ও নেমেছে। তবে সরকারের তরফে সদুত্তর মেলেনি। 

তবে শুধু কেন্দ্রীয় সরকারই নয়। উত্তরপ্রদেশ, অসম, চণ্ডীগড়, কর্ণাটক ও তামিলনাড়ুতেও বেড়েছে ডিএ। সঙ্গে ডিআরও। সেখানে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বর্তমান ডিএ মাত্র ৬ শতাংশ। অর্থাৎ কেন্দ্রের সরকারি কর্মীদের সঙ্গে রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-র ফারাক রয়েছে ৪০ শতাংশ। 
 

Advertisement