scorecardresearch
 

DA 7th Pay Commission Latest Update : সরকারি কর্মীদের ডিএ ঘোষণা এই মাসেই, ফিটমেন্ট ফ্যাক্টরের টাকাও আসবে অ্যাকাউন্টে?

সরকারি কর্মীদের (Govt Employee Salary Hike) জন্য দারুণ খবর। ডিএ (Dearness Allowance) ও ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) নিয়ে এল নয়া আপডেট।

Advertisement
প্রতীকী ছবি প্রতীকী ছবি
হাইলাইটস
  • ডিএ নিয়ে বড় খবর
  • সরকারি কর্মীদের মুখে হাসি
  • ডিএ-র সঙ্গে মিলবে ফিটমেন্ট ফ্যাক্টর

সরকারি কর্মীদের (Govt Employee Salary Hike) জন্য দারুণ খবর। ডিএ (Dearness Allowance) ও ফিটমেন্ট ফ্যাক্টর (Fitment Factor) নিয়ে এল নয়া আপডেট। চলতি মাস অর্থাৎ জানুয়ারিতেই  ডিএ (Dearness Allowance) ঘোষণা হতে পারে। সঙ্গে মিলতে পারে ফিটম্যান্ট ফ্যাক্টরও। 

এই ডিএ বৃদ্ধির ফলে ৬৫ লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী (7th pay commission) সুখবর পাবেন। গত নভেম্বরেই AICPI সূচকের পরিসংখ্যান প্রকাশ করেছিল শ্রম মন্ত্রক। তবে ডিসেম্বরের AICPI সূচক এখনও সামনে আসেনি। কিন্তু জুলাই থেকে নভেম্বরের পরিসংখ্যানের ভিত্তিতে এটা স্পষ্ট যে সরকার চলতি মাসে মহার্ঘ্য ভাতা বাড়াতে পারে। তা নিয়ে বিভিন্ন প্রতিবেদনও সামনে এসেছে। 

সেই সব প্রতিবেদনে দাবি করা হয়েছে, নতুন করে ফের ৪ শতাংশ ডিএ বাড়তে পারে কেন্দ্রীয় কর্মীদের। ফলে এবার থেকে তাঁরা ৪২ শতাংশ ডিএ পাবেন। 

আরও পড়ুন : 'জানুয়ারিতেও ডিএ দেয়নি রাজ্য', এবার বড় সিদ্ধান্ত নিলেন সরকারি কর্মী-শিক্ষকরা

সুখবর আরও আছে। কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা আশাবাদী যে, সরকার শীঘ্রই ফিটমেন্ট ফ্যাক্টরের সংশোধন ঘোষণা করতে পারে। কর্মচারীরা এই সংক্রান্ত দাবি দীর্ঘদিন ধরে করে আসছেন। কর্মচারীদের এই দাবি নিয়ে কয়েক দফায় বৈঠকও হয়েছে। সূত্রের খবর, সরকার ২০২৩ সালের মার্চ মাসে এই ফ্যাক্টর বাড়ানোর ঘোষণা দিতে পারে। ফলে কেন্দ্রীয় কর্মচারীদের বেতন ব্যাপকভাবে বৃদ্ধি পাবে। 

আরও পড়ুন : নতুন বছরে পেনশনারদের বড় উপহার, অ্যাকাউন্টে ঢুকবে বেশি টাকা

মার্চে এই ফিটমেন্ট ফ্যাক্টর ঘোষণা হতে পারে তার কারণ সরকারের বাজেট। ফেব্রুয়ারি মাসে বাজেট ঘোষণা হতে পারে। সেখানেই কেন্দ্রীয় কর্মীদের ফিটমেন্ট ফ্যাক্টর বাড়ানোর ঘোষণা হতে পারে। 

আরও পড়ুন : রাজ্যে আবহাওয়ার বিরাট বদল, ৮ ডিগ্রিতে নামবে তাপমাত্রা?

কেন্দ্রীয় কর্মচারীদের প্রাপ্ত বেতনে ফিটমেন্ট ফ্যাক্টরের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। কর্মীদের বেতন ভাতা ছাড়াও তার মূল বেতন এবং ফিটমেন্ট ফ্যাক্টরের ভিত্তিতে নির্ধারিত হয়। বর্তমানে, ২০১৬ সাল থেকে ২.৫৭ বার দেওয়া হচ্ছে। তবে কেন্দ্রীয় কর্মীরা তা বাড়িয়ে ৩.৬৮ গুণ করার দাবি করছেন।

Advertisement

Advertisement