Economic Survey 2025: আর্থিক সমীক্ষায় দেশের বৃদ্ধি নিয়ে বড় দাবি কেন্দ্রের, পড়ুন ১০ পয়েন্টে

২০২৪-২৫ আর্থিক বছরের অর্থনৈতিক সমীক্ষায় এবার ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৩% থেকে ৬.৮%-এর মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। এই সমীক্ষায় নীতিগত সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে সরকারের চেষ্টার কথাও তুলে ধরা হয়েছে।

Advertisement
আর্থিক সমীক্ষায় দেশের বৃদ্ধি নিয়ে বড় দাবি কেন্দ্রের, পড়ুন ১০ পয়েন্টেবাজেট ২০২৫
হাইলাইটস
  • ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৩% থেকে ৬.৮%-এর মধ্যে থাকতে পারে বলে অনুমান।
  • ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে বাজেট।

আগামিকাল অর্থাৎ ১ ফেব্রুয়ারি পেশ হতে চলেছে বাজেট। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন সরকারের বাজেট পেশ করবেন। এই বাজেটে একাধিক ঘোষণা হতে পারে। করদাতা থেকে শুরু করে কৃষক, মহিলা এবং যুবক-যুবতী সকলের জন্য বাজেটে কী থাকবে তা স্পষ্ট হয়ে যাবে শনিবার। বাজেট পেশের ঠিক একদিন আগে ৩১ জানুয়ারি অর্থনৈতিক সমীক্ষা রিপোর্ট ২০২৪-২৫ পেশ করল কেন্দ্রীয় সরকার।

২০২৪-২৫ আর্থিক বছরের অর্থনৈতিক সমীক্ষায় এবার ভারতের জিডিপি বৃদ্ধির হার ৬.৩% থেকে ৬.৮%-এর মধ্যে থাকতে পারে বলে অনুমান করা হয়েছে। এই সমীক্ষায় নীতিগত সংস্কার এবং অর্থনৈতিক স্থিতিশীলতার দিকে সরকারের চেষ্টার কথাও তুলে ধরা হয়েছে। বলে রাখি, ৬.৫% জিডিপি বৃদ্ধির অনুমান করেছে আন্তর্জাতিক মুদ্রা ভাণ্ডার (IMF)। আর বিশ্ব ব্যাঙ্কের পূর্বাভাস ৬.৭%। সমীক্ষায় আরও বলা হয়েছে, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারত হতে হলে ৮% বৃদ্ধির হার দরকার।

১। ২০২৬ অর্থবর্ষে আর্থিক বৃদ্ধির হার থাকতে পারে ৬.৩% থেকে ৬.৮%। ২০২৪ অর্থবছরে জিডিপি বৃদ্ধির হার ৫.৪ শতাংশ থেকে কমে ২০২৫ অর্থবছরে (এপ্রিল থেকে ডিসেম্বর) ৪.৯ শতাংশে দাঁড়িয়েছে।

২। জিএসটি আদায় ১১ শতাংশ বৃদ্ধি পেতে পারে। তা পৌঁছতে পারে ১০.৬২ লক্ষ কোটি টাকায়।

৩। অর্থনৈতিক সমীক্ষা বলছে, বিদেশি ও দেশীয় বিনিয়োগের কারণে ভারতীয় অর্থনীতির মৌলিক ভিত্তি পোক্ত।

৪। পরিকাঠামোয় খরচ করেছে সরকার। ব্যবসা-বাণিজ্যে উন্নতি টেনে আনবে বিনিয়োগ। 

৫। মরসুমি সবজির দাম কমেছে। খারিফ ফসলের উৎসাদন ভালো হওয়ায় চলতি আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে খাবারের মূল্যবৃদ্ধি কমতে পারে বলে আশা করা হচ্ছে। অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে যে, খাদ্যদ্রব্যের বাফার স্টক বেড়েছে। খোলা বাজারে বেড়েছে জোগান। ঘাটতির ক্ষেত্রে আমদানি সরলীকরণ করায় সরকারের প্রশাসনিক পদক্ষেপগুলি মূল্যবৃদ্ধিতে লাগাম টানতে সহায়ক হয়েছে। 

৬। ২০২৬ অর্থবছরের জন্য ভারতের অর্থনৈতিক সম্ভাবনা ভারসাম্যপূর্ণ। বৃদ্ধির পথে প্রতিবন্ধকতা তৈরি করতে পারে ভূ-রাজনৈতিক পরিস্থিতি ও ব্যবসায় অনিশ্চয়তা। বিশ্বজুড়ে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলার জন্য কৌশলগত, সরকারি নীতি এবং দেশের মৌলিক বিষয়গুলিকে শক্তিশালী করার প্রয়োজন হবে।

Advertisement

৭।  ২০২৪-২৫ সালের অর্থনৈতিক সমীক্ষায় বলা হয়েছে, ব্রাজিল, ভারত এবং চিনের মতো উন্নয়নশীল অর্থনীতির দেশগুলিতে দানাশস্যের উৎপাদন বাড়ায় মূল্যবৃদ্ধি রয়েছে নিয়ন্ত্রণে। 

৮। ২০২৬ আর্থিক বছরে মূল্যবৃদ্ধির ঝুঁকি সীমিত। তবে ভূ-রাজনৈতিক উত্তেজনা ঝুঁকি তৈরি করতে পারে।

৯। অর্থনৈতিক সমীক্ষায় পরামর্শ দেওয়া হয়েছে, ডাল, তৈলবীজ, টমেটো এবং পেঁয়াজের উৎপাদন বৃদ্ধির জন্য জলবায়ু-সহনশীল জাতের উদ্ভাবনের জন্য গবেষণা প্রয়োজন। কৃষকদের উন্নত কৃষি প্রশিক্ষণ এবং খাদ্যপণ্যের ক্রমবর্ধমান দাম পর্যবেক্ষণের কথাও বলা হয়েছে।

১০। ভারতের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার ২০২৪ সালের জানুয়ারির শেষে ছিল ৬১৬.৭ বিলিয়ন মার্কিন ডলার। তা ২০২৪ সালের সেপ্টেম্বরে বেড়ে হয়েছিল ৭০৪.৯ বিলিয়ন মার্কিন ডলার। ৩ জানুয়ারিতে তা কমে হয়েছে ৬৩৪.৬ বিলিয়ন।

POST A COMMENT
Advertisement