চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ল প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার। এই প্রকল্পে বিনামূল্যে রেশন দেওয়া হয় দেশবাসীকে। শনিবার প্রধানমন্ত্রীর নেতৃত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নরেন্দ্র মোদী টুইট করে দাবি করেছেন, এর ফলে উপকৃত হবেন ৮০ কোটির বেশি ভারতীয়।
মার্চেই শেষ হওয়ার কথা ছিল বিনামূল্যে রেশন দেওয়ার এই প্রকল্পের। এখনও পর্যন্ত ২.৫০ লক্ষ কোটি টাকা খরচ করেছে কেন্দ্রীয় সরকার। ৬ মাসের মেয়াদবৃদ্ধির জেরে আরও ৮০ হাজার কোটি টাকা খরচ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করেছেন,'দেশের প্রতিটি নাগরিকের শক্তির সমষ্টি ভারত। এই শক্তিকে আরও মজবুত করতে গরিব কল্যাণ অন্ন যোজনা আরও ৬ মাস বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এতে লাভবান হবেন ৮০ কোটির বেশি মানুষ।'
भारतवर्ष का सामर्थ्य देश के एक-एक नागरिक की शक्ति में समाहित है। इस शक्ति को और मजबूती देने के लिए सरकार ने प्रधानमंत्री गरीब कल्याण अन्न योजना को छह महीने और बढ़ाकर सितंबर 2022 तक जारी रखने का निर्णय लिया है। देश के 80 करोड़ से अधिक लोग पहले की तरह इसका लाभ उठा सकेंगे। pic.twitter.com/gasprUJIhK
— Narendra Modi (@narendramodi) March 26, 2022
২০২০ সালে মার্চের শেষে লকডাউন ঘোষণা করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তখন 'প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা' চালু করে কেন্দ্র। এই প্রকল্পে ৮০ কোটি ভারতীয়র জন্য মাথা পিছু ৫ কেজি করে চাল বা গম বিনামূল্যে দেওয়া হয়। ওই বছর নভেম্বরে বন্ধ হয় পরিষেবা। ফের শুরু হয় ২০২১ সালের জুন মাসে। মেয়াদ শেষ হওয়ার কথা ছিল নভেম্বরে। তবে ২৫ নভেম্বর ১ ডিসেম্বর ৪ মাস অর্থাৎ ২০২২ সালের মার্চ পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়ার সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় মন্ত্রিসভা। তা আরও ৬ মাস বাড়ানো হল।
পাঁচ দফায় এই প্রকল্পে ৭৫৯ লক্ষ মেট্রিক টন খাদ্যশস্য বণ্টন করেছে কেন্দ্রীয় সরকার। ষষ্ঠ দফায় আরও ২৪৪ মেট্রিক টন খাদ্যশস্যের বিলি করা হবে। সবমিলিয়ে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনায় বরাদ্দ খাদ্যশস্য ১০০৩ লক্ষ মেট্রিক টন।
আরও পড়ুন- 'চৈত্র সেলে' রাশিয়া থেকে ফের তেল ক্রয়, সস্তায় পেট্রোল-ডিজেল?