scorecardresearch
 

Adani Investment In Bengal: তাজপুর বন্দর তৈরি করবে আদানি, সিলমোহর নবান্নের, কত টাকার লগ্নি?

রাজ্যের কর্মসংস্থানে নতুন দিশা। শেষপর্যন্ত গতি পেল তাজপুর বন্দর নির্মাণের প্রক্রিয়া। বন্দর তৈরির দায়িত্ব পেল আদানি গোষ্ঠী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তাতে সিলমোহর পড়েছে। ফিরহাদ হাকিম বলেন,'রাজ্যের সিদ্ধান্তে খুশি আদানি গোষ্ঠী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আদানিরা।'       

Advertisement
মমতা বন্দ্যোপাধ্যায় ও গৌতম আদানি। মমতা বন্দ্যোপাধ্যায় ও গৌতম আদানি।
হাইলাইটস
  • তাজপুর বন্দরের বরাত পেল আদানি গোষ্ঠী।
  • মন্ত্রিসভার বৈঠকে সিলমোহর।

পূর্ব মেদিনীপুরের‌ তাজপুর সমুদ্র বন্দর তৈরির বরাত পেল আদানি গোষ্ঠী। সোমবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে অনুমোদন দেওয়া হয়েছে এই সিদ্ধান্তে। রাজ্যের তরফে এ কথা জানিয়েছেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। নবান্নের দাবি, ওই বন্দর তৈরি হলে রাজ্যে প্রায় ২৫ হাজার কর্মসংস্থান হবে।

রাজ্যের কর্মসংস্থানে নতুন দিশা। শেষপর্যন্ত গতি পেল তাজপুর বন্দর নির্মাণের প্রক্রিয়া। বন্দর তৈরির দায়িত্ব পেল আদানি গোষ্ঠী। সোমবার মন্ত্রিসভার বৈঠকে তাতে সিলমোহর পড়েছে। ফিরহাদ হাকিম বলেন,'রাজ্যের সিদ্ধান্তে খুশি আদানি গোষ্ঠী। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন আদানিরা।'       

হলদিয়া, তাজপুরে বন্দরে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছিলেন গৌতম আদানি। তিনি ও তাঁর ছেলে করণ আদানি নবান্নে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেন। তখনই জল্পনা চলছিল, রাজ্যে বিনিয়োগ করতে চলেছেন আদানিরা। বিশেষ করে বন্দরে লগ্নির জল্পনা। কারণ আদানি-তনয় করণ আদানি পোর্টস দেখভাল করেন। মাস কয়েক আগে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনেও গৌতম আদানি তাজপুর বন্দর নিয়ে আগ্রহ প্রকাশ করেছিলেন।

এদিন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে সর্বসম্মতিক্রমে বন্দর তৈরির দায়িত্ব আদানিকে দেওয়া হয়েছে। তাঁরাই পরিকাঠামো গড়ে তোলা থেকে আনুষঙ্গিক সব কিছু তৈরি করবে তাজপুরে। জানা গিয়েছে, সব ঠিকঠাক এগোলে ২০২৫ সালের মধ্যে তাজপুরে গভীর সমুদ্রবন্দর নির্মাণের কাজ সম্পূর্ণ হবে। বিভিন্ন ধাপে খরচ হবে প্রায় ২৫ হাজার কোটি টাকা। এই বন্দর তৈরি হলে রাজ্যে বিপুল কর্মসংস্থান তৈরি হবে। সেই সঙ্গে চাপ কমবে হলদিয়ার। আরও বড় ব্যাপার, রাজ্যে নতুন বন্দর হলে ব্যবসা-বাণিজ্যের প্রসারও ঘটবে। 

আরও পড়ুন- নতুন ব্যবসা কিনেই বড় ছেলেকে দিলেন আদানি, করণ হলেন চেয়ারম্যান

Advertisement