scorecardresearch
 

Gold Price: টানা দাম কমছে, আরও সস্তা হল সোনা, জানুন লেটেস্ট রেট

সোনার দামে পতন। টানা দুসপ্তাহ পড়ল হলুদ ধাতুর দর। সেই সঙ্গে কমেছে রুপোর দামও। রুপোও আগের চেয়ে সস্তা।

Advertisement
আরও কমল সোনার দাম। আরও কমল সোনার দাম।
হাইলাইটস
  • সোনার দামে পতন।
  • সোনা দেড় হাজার টাকা পর্যন্ত কমল দুসপ্তাহে।
  • কমল রুপোর দামও।

বিবাহের মরসুম শুরু হতে চলেছে। তার আগে সস্তায় সোনা কেনার দারুণ সুযোগ। সোনার চাহিদা কমায় ১৪ থেকে ১৭ মার্চের ব্যবসায়িক সপ্তাহে পড়েছে দর। ইন্ডিয়া বুলিয়ন জুয়েলার্স অ্যাসোসিয়েশনের ওয়েবসাউটের তথ্য অনুযায়ী, হলুদ ধাতুর দাম অনেকখানি নীচে নেমেছে। গত সপ্তাহেও পড়েছিল সোনার দর। 

এক সপ্তাহে কতটা সস্তা?

টানা কমে চলেছে সোনার দাম। এই সপ্তাহের শুরুতে দাম ৫২ হাজারের নীচে নেমে গিয়েছিল।     

১৪ মার্চ, ২০২২- সপ্তাহের প্রথম দিন সোনা-রুপোর বাজার বন্ধ হওয়ার সময় প্রতি ১০ গ্রাম সোনার দাম ছিল ৫১,৯৬১ টাকা।   ১৫ মার্চ, ২০২২- মঙ্গলবার প্রতি ১০ গ্রাম সোনার দর পড়েছে ৪৪০ টাকা। ১০ গ্রাম সোনার দাম হয় ৫১,৫২১ টাকা।  
১৬ মার্চ, ২০২২- বুধবার সোনার দাম ১৭৬ টাকা পড়ে থিতু হয়েছে ৫১ হাজার ৩৪৫ টাকায়।    
১৭ মার্চ, ২০২২- বৃহস্পতিবার ১০ গ্রাম সোনার দাম বাড়ে  ২১৯ টাকা। দর দাঁড়ায় ৫১,৫৬৪ টাকা।   

এভাবে গোটা সপ্তাহে ১০ গ্রাম সোনার দাম পড়েছে ৩৯৭ টাকা। হোলি উপলক্ষে বাজার ছিল। ৭-১১ মার্চের সপ্তাহে পড়েছিল ১১৩৩ টাকা। এভাবে দুই সপ্তাহে দাম পড়েছে ১৫৩০ টাকা। অর্থাৎ এক ধাক্কায় দেড় হাজার টাকা দাম কমেছে সোনার। 

রুপোর দামেও পতন 

সোনার মতোই পড়েছে রুপোর দামও। 
 
১৪ মার্চ, ২০২২- সপ্তাহের প্রথম ১ কিলো রুপোর দাম ছিল ৬৮,৪১৪ টাকা।
১৫ মার্চ, ২০২২- মঙ্গলবার রুপোর দর পড়েছে ১২১৪ টাকা। দাম হয় ৬৭,২০০ টাকা।  
১৬ মার্চ, ২০২২- বুধবার সোনার দাম মাত্র ১৮ টাকা পড়ে। রুপো থিতু হয় ৬৭ হাজার ১৮২ টাকায়।    
১৭ মার্চ, ২০২২- বৃহস্পতিবার ১ কেজি রুপোর দাম কমে ৮২৩ টাকা। প্রতি কিলোগ্রাম দর ৬৮,০০৫ টাকা।   

Advertisement

গোটা সপ্তাহে ৪০৯ টাকা কমেছে রুপোর দর। ৭-১১ মার্চের সপ্তাহে ৮৬৭ টাকা দাম কমেছিল। দুই সপ্তাহ মিলিয়ে ১২৭৬ টাকা কমেছে প্রতি কিলোগ্রাম রুপো।  

আরও পড়ুন- রিলায়েন্সের কব্জা থেকে Big Bazaar ফেরত নেবে ফিউচার গ্রুপ?

Advertisement