সরকারি এই সিদ্ধান্তে ডুবে গেল LIC-র টাকা, ২ দিনে ক্ষতি ১১ হাজার কোটি

সিগারেটের উপর শুল্ক আরোপ করেছে কেন্দ্র সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই বিভিন্ন সিগারেট প্রস্তুতকারক সংস্থার শেয়ারের দাম হু হু করে পড়ছে।

Advertisement
সরকারি এই সিদ্ধান্তে ডুবে গেল LIC-র টাকা, ২ দিনে ক্ষতি ১১ হাজার কোটিসরকারি এই সিদ্ধান্তে ডুবে গেল LIC-র টাকা
হাইলাইটস
  • ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে।
  • কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই বিভিন্ন সিগারেট প্রস্তুতকারক সংস্থার শেয়ারের দাম হু হু করে পড়ছে।
  • আইটিসি লিমিটেডের শেয়ারের দাম দুই দিনে ২০ শতাংশের বেশি কমেছে।

সিগারেটের উপর শুল্ক আরোপ করেছে কেন্দ্র সরকার। ২০২৬ সালের ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকর হবে। কেন্দ্রের এই সিদ্ধান্তের পরেই বিভিন্ন সিগারেট প্রস্তুতকারক সংস্থার শেয়ারের দাম হু হু করে পড়ছে। গডফ্রে ফিলিপস ও আইটিসি লিমিটেডের শেয়ারের দাম দুই দিনে ২০ শতাংশের বেশি কমেছে।

বৃহস্পতিবার আইটিসি লিমিটেডের শেয়ারের দাম ১০ শতাংশ কমেছিল। আজ শুক্রবার ৪ শতাংশ কমে ৩৪৯ টাকায় বন্ধ হয়েছে এই স্টকটি। এই ব্যাপক পতনের ফলে বিনিয়োগকারীদের উল্লেখযোগ্য ক্ষতি হয়েছে। জরুরি বিষয় হল, ITC লিমিটেডে এলআইসিরও বিনিয়োগ রয়েছে। ফলে গত দু'দিনে LIC-রও ক্ষয়ক্ষতি হয়েছে।

৩০ সেপ্টেম্বর পর্যন্ত আইটিসি লিমিটেডে LIC-র মোট ১৫.৮৬ শতাংশ শেয়ার ছিল। যার জেরে হঠাৎ দাম পতনের ফলে  LIC-র  প্রায় ১১,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে।

ITC-র শেয়ারের মালিক কে?

ট্যাবাকো ম্যানুফ্যাকচারার্স (ইন্ডিয়া) ITC-তে ১৭.৭৯ শতাংশ শেয়ার ধরে রেখেছে। মূল শেয়ারহোল্ডারদের মধ্যে রয়েছে এসবিআই মিউচুয়াল ফান্ড (৩.২৬ শতাংশ), আইসিআইসিআই প্রুডেনশিয়াল মিউচুয়াল ফান্ড (২.২৮ শতাংশ), জিকিউজি পার্টনার্স ইমার্জিং মার্কেটস ইক্যুইটি ফান্ড (২.১০ শতাংশ) এবং জেনারেল ইন্স্যুরেন্স কর্পোরেশন অফ ইন্ডিয়া (১.৭৩ শতাংশ)।  

ITC-র বাজার মূলধনও কমে ₹৪৫৫,৯৯১ কোটিতে দাঁড়িয়েছে। আজ শেয়ারটির দাম সর্বনিম্ন প্রতি শেয়ারে ৩৪৫.২৫ টাকা রেকর্ড হয়েছে। অন্যদিকে ৫২ সপ্তাহের সর্বোচ্চ দাম রয়েছে শেয়ার প্রতি ৪৭১.৫০ টাকা। 

(বি.দ্র: শেয়ার বাজারে বিনিয়োগ বাজারগত ঝুঁকির আওতাধীন। এখানে বিনিয়োগ সংক্রান্ত কোনও পরামর্শ দেওয়া হয়নি। শেয়ার বাজারে নিজ দায়িত্বে বিনিয়োগ করুন। বিনিয়োগের আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়।)

POST A COMMENT
Advertisement