GST Collection January: বাজেটের দিনই এল দারুণ খবর! GST কালেকশনে ফুলে-ফেঁপে উঠল সরকারি কোষাগার

GST Collection Of The Year: শনিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এবং চাকরিজীবীদের জন্য বার্ষিক ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত করার ঘোষণা দিয়েছেন। বাজেটের পরপরই সরকার জানুয়ারি মাসের জিএসটি সংগ্রহের তথ্য প্রকাশ করেছে, যা আশাব্যঞ্জক।

Advertisement
বাজেটের দিনই এল দারুণ খবর! GST কালেকশনে ফুলে-ফেঁপে উঠল সরকারি কোষাগারবাজেটের দিনই এল দারুণ খবর! GST কালেকশনে ফুলে-ফেঁপে উঠল সরকারি কোষাগার

GST Collection Of The Year: বাজেট ঘোষণার দিনই সরকার একটা বড় খবর শুনিয়েছে। সরকার জানুয়ারি মাসের জিএসটি কালেকশনের পরিসংখ্যান সামনে নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। যা বার্ষিক ভিত্তিতে চমৎকার বৃদ্ধি দেখিয়েছে। জানুয়ারি মাসে সরকারের কোষাগারে জিএসটি সংগ্রহ হয়েছে ১.৯৬ লক্ষ কোটি, যার বৃদ্ধির হিসেব করলে ১২.৩%।

শনিবার, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন তৃতীয় মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ করেছেন এবং চাকরিজীবীদের জন্য বার্ষিক ১২ লক্ষ পর্যন্ত আয় করমুক্ত করার ঘোষণা দিয়েছেন। বাজেটের পরপরই সরকার জানুয়ারি মাসের জিএসটি সংগ্রহের তথ্য প্রকাশ করেছে, যা আশাব্যঞ্জক।

২ লক্ষ কোটির কাছাকাছি জিএসটি সংগ্রহ
জানুয়ারি মাসের জিএসটি সংগ্রহ গত বছরের একই সময়ের তুলনায় ১২.৩% বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি মাসে কেন্দ্রের জিএসটি সংগ্রহ ৩৬,১০০ কোটি এবং রাজ্যের জিএসটি সংগ্রহ ৪৪,৯০০ কোটি হয়েছে। তার আগের মাস, ডিসেম্বর ২০২৪-এ, জিএসটি সংগ্রহ হয়েছিল ১.৭৬ লক্ষ কোটি, যা বার্ষিক ভিত্তিতে ৭.৩% বৃদ্ধি পেয়েছিল। জানুয়ারির সংগ্রহ পরিমাণ সামান্য কম থাকলেও, এপ্রিল ২০২৪-এ এটি ২ লক্ষ কোটি অতিক্রম করেছিল।

এক বছরে জিএসটি সংগ্রহের ধারাবাহিক বৃদ্ধি
গত বছর সেপ্টেম্বর মাসে জিএসটি সংগ্রহ ছিল ১.৭৩ লক্ষ কোটি, অক্টোবর মাসে ১.৮৭ লক্ষ কোটি, নভেম্বর মাসে ১.৮২ লক্ষ কোটি। চলতি আর্থিক বছরে ৫ বার জিএসটি সংগ্রহ ১.৮০ লক্ষ কোটির গণ্ডি পার করেছে এবং এপ্রিল ২০২৪-এ এটি সর্বোচ্চ ২.১০ লক্ষ কোটিতে পৌঁছেছিল।

জিএসটি: ভারতের সবচেয়ে বড় কর সংস্কার
ভারতে পণ্য ও পরিষেবা কর (GST) চালু হয়েছিল ১লা জুলাই ২০১৭, যা স্বাধীনতার পর দেশের সবচেয়ে বড় কর সংস্কার হিসেবে বিবেচিত হয়। পুরোনো পরোক্ষ কর ব্যবস্থার পরিবর্তে একক করব্যবস্থা চালু করা হয়। কেন্দ্রের মতে, জিএসটি চালুর ফলে দেশের নাগরিকদের করের বোঝা কমেছে এবং রাজস্ব আদায় বৃদ্ধি পেয়েছে।

সহজ ভাষায় জিএসটি বোঝা
জিএসটি মানে হলো Goods and Service Tax। এটি চালুর ফলে বিভিন্ন ধরনের কর বাতিল করে একক করব্যবস্থা গঠন করা হয়েছে। এতে মূলত দুটি ধরণের কর রয়েছে—প্রত্যক্ষ কর (Direct Tax) এবং পরোক্ষ কর (Indirect Tax)। আগে রাজ্য ও কেন্দ্রের কর আলাদা ছিল, কিন্তু জিএসটি চালুর পর এটি একীভূত হয়ে গেছে, যা ব্যবসায়ী ও ভোক্তাদের জন্য কর ব্যবস্থাকে সহজ করেছে। এই ক্রমাগত বৃদ্ধি আগামী অর্থনীতির জন্য ইতিবাচক সংকেত হতে পারে বলে মনে করছেন অর্থনৈতিক বিশেষজ্ঞরা।

Advertisement

 

POST A COMMENT
Advertisement