Donald Trump Tariffs: ট্রাম্পের কোন সিদ্ধান্তে ভারতের চাপ বাড়ল? বড় ধাক্কার আশঙ্কা

Donald Trump: শপথ নেওয়ার পর ট্রাম্প বললেন, আমেরিকানদের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে অবিলম্বে কিছু সংস্কার করতে হবে। যার নির্যাস, বিদেশ থেকে আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক, চিনা পণ্যে ৬০ শতাংশ ও ২৫ শতাংশ সারচার্জ কানাডা ও মেক্সিকান পণ্য়ে।

Advertisement
ট্রাম্পের কোন সিদ্ধান্তে ভারতের চাপ বাড়ল? বড় ধাক্কার আশঙ্কাপরিবারের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প
হাইলাইটস
  • ভারতকে 'শুল্কের রাজা' বলেছিলেন ট্রাম্প
  • ভারতকে ট্রাম্পের শুল্ক-হুমকি
  • ট্রাম্পের শুল্ক যুদ্ধে ভারতে কী প্রভাব?

প্রেসিডেন্ট পদে বসেই একের পর এক ঘোষণা করছেন ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয়বার তিনি একেবারে অ্যাকশন মোডে। ট্রাম্প এসেই যে কয়েকটি বড় সিদ্ধান্ত নিলেন, তার মধ্যে অন্যতম হল বিদেশের উপর শুল্ক ও কর চাপানো। ট্রাম্প প্রশাসনের ঘোষণা, এই শুল্ক আরোপের ফলে বৈদেশিক রাজস্ব আদায় বাড়বে মার্কিন যুক্তরাষ্ট্রের।

ভারতকে 'শুল্কের রাজা' বলেছিলেন ট্রাম্প

শপথ নেওয়ার পর ট্রাম্প বললেন, আমেরিকানদের স্বার্থে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য নীতিতে অবিলম্বে কিছু সংস্কার করতে হবে। যার নির্যাস, বিদেশ থেকে আমদানি পণ্যে ১০ শতাংশ শুল্ক, চিনা পণ্যে ৬০ শতাংশ ও ২৫ শতাংশ সারচার্জ কানাডা ও মেক্সিকান পণ্য়ে। কানাডা ও মেক্সিকোর বিষয়ে ট্রাম্প আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন, এই দুই দেশ যদি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ অনুপ্রবেশ রোখার জন্য কড়া ব্যবস্থা না নেয়, তাহলে ট্যারিফ বা শুল্ক বসানো হবে। অন্যান্য দেশের ক্ষেত্রে শুল্ক ও কর বসানোর এই সিদ্ধান্তে ভারতের অসুবিধা বাড়ল। বস্তুত, কিছু আমেরিকান পণ্যের উপর ভারতেও শুল্ক রয়েছে। একদা ভারতকে 'কিং অফ ট্যারিফস' বা শুক্লের রাজা আখ্যা দিয়েছিলেন ট্রাম্প। 

ভারতকে ট্রাম্পের শুল্ক-হুমকি

৭৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প মার্কিন পণ্যের উপর শুল্ক চাপানোর জন্য অতীতে ভারত সহ একাধিক দেশের সমালোচনা করেছিলেন। তিনি হুঁশিয়ারি দিয়েছিলেন, ভারত যদি মার্কিন পণ্যের উপরে উচ্চ শুল্ক চাপায়, তাহলে ওয়াশিংটন পাল্টা ভারতীয় পণ্যে শুল্ক চাপাবেই। গত বছর ডিসেম্বরে ট্রাম্প সাফ জানিয়ে দিয়েছিলেন, তাঁর প্রশাসন ইটের বদলে পাটকেল নীতিতেই চলবে।  বলেছিলেন, 'ওরা যদি কর চাপায়, আমারও সমান কর চাপাব।' ট্রাম্পের এই নীতিকে বলা হচ্ছে 'আমেরিকা ফার্স্ট' বাণিজ্য নীতি। তাঁর দাবি, এই বাণিজ্য নীতিতেই মার্কিন যুক্তরাষ্ট্র আবার ম্যানুফ্যাকচারিং দেশে পরিণত হবে। 

ট্রাম্পের শুল্ক যুদ্ধে ভারতে কী প্রভাব?

ডোনাল্ড ট্রাম্পের এই শুল্ক নীতিতে ব্যাপক ভাবে প্রভাব পড়বে ভারতের রফতানি ক্ষেত্রে। বিশেষ করে ভারতের যে সব শিল্প বা ব্যবসা মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারের উপর ব্যাপক ভাবে নির্ভরশীল। ভারতীয় ব্যবসায়ীদের আয় কমে যেতে পারে। যার প্রভাব পড়বে ভারতের কর্মসংস্থান ও অর্থনৈতিক বৃদ্ধির উপরেও।  

Advertisement

POST A COMMENT
Advertisement