বিদেশ থেকে আসা টাকার ওপর কর ছাড় বেড়েছে। জানালেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। তিনি আরও জানান, TCS লাখ টাকা বেড়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে। প্রবীণ নাগরিকদের জন্য কর ছাড় বেড়েছে। উপকৃত হবেন ক্ষুদ্র বিনিয়োগকারীরা।
নির্মলা সীতারমন জানান, প্রবীণ নাগরিকদের জন্য সুদের উপর করের সীমা ৫০ হাজার টাকা থেকে বাড়িয়ে ১ লাখ টাকা পর্যন্ত করা হয়েছে।
ভাড়ার উপর TDS-এর বার্ষিক সীমা ২.৪০ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ৬ লক্ষ টাকা করা হয়েছে। ছোটো করদাতারা যারা ছোট পেমেন্ট গ্রহণ করে তারা উপকৃত হবেন।
RBI-এর লিবারলাইজড রেমিট্যান্স স্কিম (LRS) এর অধীনে রেমিট্যান্সের উপর TCS ৭ লক্ষ টাকা থেকে বাড়িয়ে ১০ লক্ষ টাকা করা হয়েছে।
আয়করে ছাড়ও ঘোষণা করেন নির্মলা সীতারমন। তিনি জানান, ১২ লক্ষ টাকা পর্যন্ত আয়ে কোনও কর নয়। ঘোষণা করে বাজেটে মধ্যবিত্তদের স্বস্তি দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবার, ১ ফেব্রুয়ারি তিনি বলেন, 'মধ্যবিত্তদের উপর ভরসা রাখছে সরকার। আর তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'
আবার ক্যানসার সহ ৩৬ জীবনদায়ি ওষুধে শুল্ক উঠেছে। ক্যানসার-সহ দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে উঠে গেল শুল্ক। বাজেট পেশের সময় ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। পাশাপাশি, ৬টি জীবনদায়ী ওষুধে ৫% শুল্ক প্রত্যাহারের ঘোষণা করলেন তিনি। লিথিয়াম ব্যাটারিতেও শুল্ক ছাড়ের ঘোষণা।
আজকের বাজেটে আরও গুরুত্বপূর্ণ ঘোষণা করেন নির্মলা সীতারমন। তিনি জানান, ১০ বছরে দেশে ২৩টি আইআইটি-তে পড়ুয়ার সংখ্যা ১০০ শতাংশের বেশি বেড়েছে। ২০১৪ সালের পরে স্থাপিত পাঁচটি আইআইটি-তে সাড়ে ৬ হাজার পড়ুয়ার জন্য অতিরিক্ত পরিকাঠামো তৈরি করা হবে। অর্থাৎ আইআইটি ধানবাদ, আইআইটি ভিলাই, আইআইটি গোয়া, আইআইটি জম্মু ও আইআইটি ধারওয়াদে আসন বাড়ানোর জন্য পরিকাঠামো বৃদ্ধি করা হবে। সীতারামন আরও বলেন, 'মেক ইন ইন্ডিয়া, মেক ফর দ্য ওয়ার্ল্ড'-এর জন্য প্রয়োজনীয় দক্ষ কর্মী তৈরি করার জন্য ৫টি ন্যাশনাল সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে।' আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নিয়ে গবেষণার জন্য ভারতে সেন্টার অফ এক্সিলেন্স তৈরি করা হবে। এর জন্য ৫০০ কোটি টাকা ব্যায় করা হবে। অর্থমন্ত্রী বলেন,'আমি ২০২৩ সালে কৃষি, স্বাস্থ্য এবং টেকসই উন্নয়নের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তায় তিনটি সেন্টার অফ এক্সিলেন্স গড়ার কথা ঘোষণা করেছিলাম। এখন, শিক্ষার জন্য AI-র সেন্টার অফ এক্সিলেন্স স্থাপন করা হবে। এর জন্য ৫০০ কোটি টাকা ব্যয় হবে।'
এছাড়াও আগামী বছর দেশজুড়ে আরও ১০ হাজার ডাক্তারি আসন বাড়ানো হবে মেডিক্যাল কলেজগুলিতে বলে জানান তিনি। আগামী ৫ বছরে মোট ৭৫ হাজার ডাক্তারি আসন বাড়ানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। সীতারামন বলেছেন, 'এটি নরেন্দ্র মোদী সরকারের বৃহত্তর পরিকল্পনার অংশ যা আগামী পাঁচ বছরে মেডিক্যাল আসন ৭৫ হাজার বৃদ্ধি করবে। গত এক দশকে মেডিক্যাল আসন ১৩০ শতাংশের উপর বৃদ্ধি করা হয়েছে। মোট ১.১ লক্ষ স্নাতক এবং স্নাতকোত্তর আসন বেড়েছে।'