GST কালেকশানের হিসাবটা দেখে নিন।GST Collection October 2025: অক্টোবর মানেই উৎসবের মরসুম। এই সময়ে দেশের একটি বড় সংখ্যক মানুষ বেশি কেনাকাটা করেন। খরচের প্রবণতা বাড়ে। আর তার জেরেই বিপুল হারে কর ঢুকল সরকারের কোষাগারে। অক্টোবরে বিপুল হারে জিএসটি সংগ্রহ হয়েছে বলে খবর। দীপাবলির মাসে দেশের GST কালেকশান দাঁড়িয়েছে প্রায় ১.৯৬ লক্ষ কোটি টাকা।সেপ্টেম্বরের তুলনায় প্রায় ৪.৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
সেপ্টেম্বরেই GST রেট কমেছিল
উল্লেখ্য, এর আগে গত ২২ সেপ্টেম্বর থেকে জিএসটি রেট কমানো হয়েছিল। তাছাড়া কিছু দামী জিনিসে জিএসটি বাড়ানোও হয়েছিল। মূলত রান্নার জিনিস, ইলেকট্রনিক্স, গাড়ি, সব মিলিয়ে মোট ৩৭৫টি জিনিসের দাম পাল্টে যায়। বেশ কিছু জিনিস হঠাৎ কিছুটা সস্তা হয়ে যায়। এর ফলে উৎসবের মরসুমে আরও বেশি কেনাকাটার প্রবণতা বেড়েছে। দোকানপাট, বাজারঘাটে তো বটেই, এবার অনলাইনেও বিপুল হারে বিক্রিবাটা হয়েছে। আর তার জেরেই দারুণ জিএসটি কালেকশান।
| মাস | GST কালেকশন (লক্ষ কোটি টাকা) |
|---|---|
| অক্টোবর ২০২৪ | ১.৮৭ |
| অক্টোবর ২০২৫ | ১.৯৬ |
| অগাস্ট ২০২৫ | ১.৮৬ |
| সেপ্টেম্বর ২০২৫ | ১.৮৯ |
| তথ্য: জিএসটি কাউন্সিল | |
এটা অবশ্য প্রত্যাশিতই ছিল। এর আগেই বিশেষজ্ঞরা এই পূর্বাভাস দিয়েছিলেন। অর্থনীতির নিয়মই বলছে, দাম কমলে বিক্রি বাড়ে। আর সেটাই হল। অক্টোবর মাসে জিএসটি থেকে সরকারের রোজগার অনেকটাই বেড়ে গেল।
প্রধানমন্ত্রীর ঘোষণা
১৫ আগস্ট স্বাধীনতা দিবস। ঠিক সেই দিনই GST কমানোর প্ল্যান জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বলেছিলেন, দীপাবলির ঠিক আগেই GST রেট কমবে।
এই ঘোষণা শুনেই অনেকে তৎক্ষণাত বড় কেনাকাটার সমস্ত প্ল্যান মুলতুবি করে দেন। ঠিক করেই ফেলেন যে, দীপাবলির সময়, জিএসটি কমলেই সঙ্গে সঙ্গে কিনবেন। সেই থেকেই সবাই অপেক্ষা করছিলেন। পুজোর ঠিক আগে নতুন জিএসটি রেট লাগু হয়। তখনই কেনাকাটার হিড়িক শুরু হয়।
অগাস্ট সেপ্টেম্বরের চেয়ে বেশি আয়
সরকারি তথ্য বলছে, অক্টোবরে মোট GST কালেকশন ১.৯৬ লক্ষ কোটি টাকা। গত বছর অক্টোবরেই সেটা ছিল ১.৮৭ লক্ষ কোটি টাকা। চলতি বছর অগাস্টে জিএসটি কালেকশন ছিল ১.৮৬ লক্ষ কোটি টাকা। ২০২৫ এর সেপ্টেম্বরে জিএসটি কালেকশান ছিল ১.৮৯ লক্ষ কোটি টাকা। অর্থাৎ, অক্টোবরেই আয় সবচেয়ে বেশি।
জিএসটি রিফান্ডেও রেকর্ড বৃদ্ধি
অক্টোবরে মাসে জিএসটি রিফান্ডও বেড়েছে। গত বছরের তুলনায় ৩৯.৬ শতাংশ বেশি। রিফান্ডের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ২৬,৯৩৪ কোটি টাকা। সব মিলিয়ে সরকারের নিট আয় দাঁড়িয়েছে ১.৬৯ লক্ষ কোটি টাকা।
তবে গ্রোথ কিছুটা স্লো
জিএসটি কালেকশন বেড়েছে বটে। তবে এই বৃদ্ধির হার(Growth Rate) আগের কয়েক মাসের তুলনায় কিছুটা কম। আগের কয়েক মাসে প্রায় ৯ শতাংশ হারে জিএসটি কালেকশন বেড়েছিল। অক্টোবরে তা ৪.৬ শতাংশে আসে।