Highest Interest Rate : FD-তে ৯.৫০% সুদ এই ব্যাঙ্কে, SBI-এর থেকেও বেশি ইন্টারেস্ট দিচ্ছে আরও কারা?

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড (HDFC), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক থেকে শুরু করে অ্যাক্সিস ব্যাঙ্ক, প্রায় সমস্ত বড় ব্যাঙ্ক সুদের হার সংশোধন করেছে।

Advertisement
FD-তে ৯.৫০% সুদ এই ব্যাঙ্কে, SBI-এর থেকেও বেশি ইন্টারেস্ট দিচ্ছে আরও কারা? প্রতীকী ছবি
হাইলাইটস
  • ২০২৩ সালের বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য আকর্ষণীয় সুদের হার এবং স্কিম ঘোষণা করেন
  • সেই মতো বিভিন্ন ব্যঙ্ক সুদের হার বাড়িয়েছে

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৩ সালের বাজেটে প্রবীণ নাগরিকদের জন্য আকর্ষণীয় সুদের হার এবং স্কিম ঘোষণা করেন। তারপর অনেক ব্যাঙ্ক স্থায়ী আমানতের উপর সুদের হার সংশোধন করেছে বা নতুন FD স্কিম চালু করেছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) এই মাসের শুরুতে রেপো রেট ৬.৫ শতাংশে উন্নীত করার পর থেকে বেশিরভাগ ব্যাঙ্ক তাদের FD-তে সুদের হার সংশোধন করেছে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), এইচডিএফসি ব্যাঙ্ক লিমিটেড (HDFC), পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (PNB), আইসিআইসিআই ব্যাঙ্ক (ICICI), কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক থেকে শুরু করে অ্যাক্সিস ব্যাঙ্ক, প্রায় সমস্ত বড় ব্যাঙ্ক সুদের হার সংশোধন করেছে। 

জাতীয় ব্যাঙ্কগুলি স্থায়ী আমানতের উপর ৭.৫-৮ শতাংশ পর্যন্ত রিটার্ন অফার করে, ছোট ফিনান্স ব্যাঙ্কগুলি (SFBs) স্থায়ী আমানতে আবার ৯.৫ শতাংশ পর্যন্ত রিটার্ন অফার করছে।

আরও পড়ুন : ডিএ বৃদ্ধি, মার্চ থেকে রাজ্যের কোন শ্রেণির কর্মীরা কত বেতন পাবেন ?

এবার জানাব কোন ব্যাঙ্ক কত শতাংশ সুদ দিচ্ছে। 

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া - SBI অমৃত কলস স্কিমে সুদ দিচ্ছে ৭.৬০ শতাংশ। প্রবীণ নাগরিকরা ৪০০ দিন টাকা রাখলেই এই সুদ পাবেন। 

আইসিআইসিআই (ICICI)- স্কিমের নাম গোল্ডেন ইয়ার্স এই ডি। ৭.৫০ শতাংশ সুদ দিচ্ছে এই ব্যাঙ্ক। 

এইচডিএফসি (HDFC)- এই ব্যাঙ্ক সুদ দেয় ৭.৭৫ শতাংশ। 

আরও পড়ুন : ফেব্রুয়ারি ও মার্চে বেতন কাটা হতে পারে কর্মচারিদের, অ্যাকাউন্টে কত টাকা কম ঢুকবে ?

ইউনিটি স্মল ফিনান্স ব্যাঙ্ক ( Unity Small Finance Bank) - এই  ব্যাঙ্ক ১ হাজার ১ দিনের FD-তে সুদ দিচ্ছে ৯.৫০ শতাংশ। 

জানা স্মল ফিনান্স ব্যাঙ্ক (Jana Small Finance Bank) - এই ব্যাঙ্কেও প্রবীণরা ৮.৮০ শতাংশ হারে সুদ পাচ্ছেন। 
 

Advertisement

 

POST A COMMENT
Advertisement