LIC Dividend: মুনাফা কমা সত্ত্বেও লাভের অংশ দেওয়ার ঘোষণা LIC-র, কত টাকা?

গত বছরের একই ত্রৈমাসিকে ২,৮৯৩ কোটি নিট লাভ হয়েছিল এলআইসি-র। ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার নেট প্রিমিয়াম আয় ১.৪৪ লক্ষ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ১.২২ লক্ষ কোটি টাকা ছিল।

Advertisement
মুনাফা কমা সত্ত্বেও লাভের অংশ দেওয়ার ঘোষণা LIC-র, কত টাকা?ডিভিডেন্ড ঘোষণা এলআইসি-র।
হাইলাইটস
  • ২০২১-২২ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে এলআইসির নিট লাভ ১৮% কমে হয়েছে ২৩৭২ কোটি টাকা।
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার ঘোষণাও করল এলআইসি।  
  • সোমবার, LIC-এর শেয়ার BSE-তে ১.৮৯ শতাংশ বেড়ে ৮৩৭ টাকায় বন্ধ হয়েছে। ব

শেয়ারবাজারে নথিবদ্ধ হওয়ার পর এই প্রথম ত্রৈমাসিক হিসাবনিকাশ প্রকাশ করল দেশের বৃহত্তম বিমা সংস্থা লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশন (এলআইসি)। মার্চ মাসের ত্রৈমাসিকে সংস্থার লাভ অনেকটা কমেছে। ২০২১-২২ আর্থিক বছরের চতুর্থ ত্রৈমাসিকে এলআইসির নিট লাভ ১৮% কমে হয়েছে ২৩৭২ কোটি টাকা। এ দিন শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেওয়ার ঘোষণাও করল এলআইসি।  

গত বছরের একই ত্রৈমাসিকে ২,৮৯৩ কোটি নিট লাভ হয়েছিল এলআইসি-র। ২০২১-২২ অর্থবর্ষের চতুর্থ ত্রৈমাসিকে সংস্থার নেট প্রিমিয়াম আয় ১.৪৪ লক্ষ কোটি টাকা হয়েছে। যা গত বছরের একই ত্রৈমাসিকে ১.২২ লক্ষ কোটি টাকা ছিল।

সংস্থার আইপিও সাড়া ফেলতে পারেনি। তাই শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দিয়ে খুশি করতে পারে বলে জল্পনা চলছিল। সেই মতো শেয়ারহোল্ডারদের প্রতি শেয়ারে ১.৫০ টাকা করে লভ্যাংশ দেওয়ার কথা ঘোষণা করেছে এলআইসি। গত বছর সংস্থা কোনও লভ্যাংশ দেয়নি।

বলে রাখি, এলআইসি-এর আইপিও বিনিয়োগকারীদের হতাশ করেছে।  এলআইসি শেয়ার আইপিওর ইস্যু দর থেকে ১৪% নীচে নেমে গিয়েছে। সংস্থার শেয়ার ১৭ মে শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়। সেদিনই দাম পড়ে গিয়েছিল। তার পরে আরও পড়েছে শেয়ার দর। এখনও পর্যন্ত শেয়ারবাজারে এলআইসি-র যাত্রা সুখকর হয়নি।

এলআইসি আইপিওর প্রাইস ব্যান্ড ৯০২-৯৪৯ টাকা নির্ধারণ করা হয়েছিল। সংস্থার শেয়ার প্রায় ৯ শতাংশ নেমে বাজারে তালিকাভুক্ত হয়েছে। এলআইসির আইপিওর মূল্য ছিল ২০,৫৫৭ কোটি টাকা। আইপিও-র জন্য ২.৯৫ গুণ আবেদন জমা পড়েছিল। তবে শেয়ার বাজারে আসার পর থেকে দাম ক্রমাগত কমেছে।

সোমবার, LIC-এর শেয়ার BSE-তে ১.৮৯ শতাংশ বেড়ে ৮৩৭ টাকায় বন্ধ হয়েছে। বর্তমানে কোম্পানির mcap (LIC MCap) ৫.২৯ লক্ষ কোটি টাকা। বিপুল সংখ্যক এলআইসি পলিসি হোল্ডার আইপিও-র মাধ্যমে সংস্থায় টাকা খাটিয়েছেন। তাঁরা সবাই এখন লোকসানে।

আরও পড়ুন- Jio-র সঙ্গে টক্কর! ভারতের এই টেলিকম সংস্থায় টাকা ঢালতে পারে Amazon

Advertisement

POST A COMMENT
Advertisement