LIC আদানি গোষ্ঠীকে সমস্যার হাত থেকে বাঁচাতে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা এলআইসি-র টাকা ব্যবহার করা হয়েছিল। এক সংবাদ মাধ্যমের সেই দাবি ঘিরে শোরগোল পড়ে যায়। যদিও এলআইসি সেই দাবিকে ভুয়ো বলে উড়িয়ে দেয়। সেই বিতর্ক কাটতে না কাটতে এবার জানা গেল, গতবারের তুলনায় জুলাই থেকে সেপ্টেম্বর ত্রৈমাসিকে লাভ করেছে রাষ্ট্রায়ত্ত জীবন বিমা সংস্থা (Life Insurance Corporation)।
ওই কোম্পানি ২০২৫ সালের ওই ত্রৈমাসিকে ১০,০৯৮ কোটি টাকার মুনাফা করেছে। বার্ষিক ভিত্তিতে যা ৩১ শতাংশ বেশি। এক বছর আগে এই সময়ের মধ্যে ওই সংস্থার মুনাফা ছিল ৭৭২৮ টাকা। আবার জুলাই-সেপ্টেম্বর এই তিন মাসের মধ্য়ে LIC-এর নিট প্রিমিয়াম আয় বার্ষিক ভিত্তিতে ৫.৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ১,২৬,৯৩০ কোটি টাকায় দাঁড়িয়েছে। আগের বছর তা ছিল ১,২০,৩২৬ কোটি টাকা।
ত্রৈমাসিক ভিত্তিতে কর-পরবর্তী মুনাফা ৮% কমেছে
তবে LIC-র কর পরবর্তী মুনাফা ত্রৈমাসিক ভিত্তিতে ৮ শতাংশ কমেছে। চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে LIC-এর মুনাফা হয়েছে ১০,৯৫৭ কোটি টাকা। চলতি আর্থিক বছরের দ্বিতীয় প্রান্তিকে LIC-এর প্রথম বছরের প্রিমিয়াম ছিল ১০,৮৮৪ কোটি টাকা। এক বছর আগের একই সময়ে কোম্পানির প্রথম বছরের প্রিমিয়াম ছিল ১১,২৪৫ কোটি। চলতি আর্থিক বছরের প্রথম প্রান্তিকে প্রথম বছরের প্রিমিয়াম ছিল ৭,৫৬৬ কোটি। জুলাই-সেপ্টেম্বর ২০২৫ ত্রৈমাসিকের নতুন প্রিমিয়াম ছিল ৬৫,৩২০ কোটি। প্রথম তিনমাসের নয়া প্রিমিয়াম ছিল ৬০,১৭৯ কোটি।
বর্তমানে LIC-র শেয়ার এখন তাদের আইপিও মূল্যের নিচে। বৃহস্পতিবার BSE-তে ওই কোম্পানির শেয়ারের দাম কমে ৮৯৫.৪৫ টাকায় বন্ধ হয়েছে। আইপিওতে এলআইসির শেয়ারের দাম ছিল ৯৪৯ টাকা। গত ছয় মাসে, এলআইসির শেয়ার ১৪ শতাংশেরও বেশি বেড়েছে। তবে গত বছরে বীমা কোম্পানির শেয়ার ৫ শতাংশেরও বেশি কমেছে।
LIC-এর IPO-র দরপত্র খেলা হয়েছিল ৪ মে। চলে ৯ মে ২০২২ পর্যন্ত। ১৭ মে, ২০২২ তারিখে BSE-তে বীমা কোম্পানির শেয়ারের দাম ৮৬৭.২০ টাকা। এদিকে, NSE-তে কোম্পানির শেয়ারের দাম ৮৭২ টাকায় তালিকাভুক্ত হয়েছিল।
প্রিমিয়ামও বেড়েছে
সেপ্টেম্বর প্রান্তিকে LIC-এর প্রথম বছরের প্রিমিয়াম দাঁড়িয়েছে ১০,৮৮৪ কোটি টাকা। যা আগের প্রান্তিকে ৭,৫৬৬ কোটি ছিল। তবে গত বছরের একই প্রান্তিকে ১১,২৪৫ কোটি টাকার তুলনায় সামান্য কম ছিল।