Liquor Price: বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও এই রাজ্যে ২৫% পর্যন্ত সস্তা হল মদ

সস্তায় মদ বিক্রির অনুমোদন দিল রাজ্যের আবগারি দফতর। ২৫ শতাংশ পর্যন্ত মদ বিক্রি করতে পারবে খুচরো দোকানগুলি।

Advertisement
বাজারে জিনিসপত্রের দাম বাড়লেও এই রাজ্যে ২৫% পর্যন্ত সস্তা হল মদ    সস্তায় মদ বিক্রিতে ছাড়।
হাইলাইটস
  • সস্তায় মদ বিক্রির অনুমোদন দিল রাজ্যের আবগারি দফতর।
  • দিল্লিতে মদ বিক্রিতে ছাড়।
  • ২৫ শতাংশ পর্যন্ত মদ বিক্রি করতে পারবে খুচরো দোকানগুলি।

পেট্রোল ও ডিজেলের দাম ক্রমবর্ধমান। পাল্লা দিয়ে বাড়ছে শাক-সবজির দরও। বাজার যখন আগুন তখন সস্তায় পাওয়া যাচ্ছে মদ। তা-ও আবার ২৫ শতাংশ ছাড়ে। মদের উপর সর্বোচ্চ ২৫ শতাংশ ছাড় দেওয়ার জন্য খুচরো দোকানগুলিকে অনুমোদন দিয়েছে দিল্লির আবগারি দফতর। গত ফেব্রুয়ারিতে মদের বোতলগুলিতে ছাড়ের উপর নিষেধজ্ঞা দিয়েছিল দিল্লি সরকার। কোভিড-১৯  বিধিনিষেধ লঙ্ঘন ও অনায্য দামে মদ বিক্রির অভিযোগে ওই সিদ্ধান্ত।

ডিসকাউন্টে মদ বিক্রির অনুমোদন দিয়েছেন দিল্লির আবগারি কমিশনার। এনসিআরে মদের দোকানগুলি এমআরপি-তে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় দিতে পারে। দিল্লি আবগারি বিধি, ২০১০-র ধারা 20 কঠোরভাবে মানতে হবে। তবে, আবগারি কমিশনারের নির্দেশিকায় বলা হয়েছে,'জনস্বার্থের পরিপ্রেক্ষিতে যে কোনও সময় ছাড় প্রত্যাহার করার অধিকার রয়েছে সরকারের।'

কোভিডের প্রাদুর্ভাবের মাঝে ফেব্রুয়ারি মাসে 'একটি কিনুন, একটি পান'-এর মতো স্কিম দিচ্ছিল খুচরো দোকানগুলি। ফলে দোকানের বাইরে প্রচুর ভিড় জমে। লঙ্ঘিত হয় কোভিডবিধি। এর পরে সরকার মদ বিক্রিতে ছাড় নিষিদ্ধ করেছিল।

২০২১ সালের নভেম্বরেই নতুন আবগারি নীতি কার্যকর করেছে দিল্লি সরকার। এর আওতায় ৮৪৯টি রিটেল আউটলেটকে লাইসেন্স দেওয়া হয়েছে। ওই নীতিতে লাইসেন্সপ্রাপ্ত দোকানগুলি মদের এমআরপিতে ছাড় দিতে পারে। 

আরও পড়ুন- রিজার্ভেশন করেও বার্থ পাননি! ১ লক্ষ টাকা যাত্রীকে দেবে রেল

 

POST A COMMENT
Advertisement