Milk Price Rise: আরও দামি দুধ, লিটারে ৫ টাকা দরবৃদ্ধি, ধাক্কা মধ্যবিত্তের বাজেটে

মূল্যবৃদ্ধির জেরে সাধারণ মানুষের অবস্থা বেহাল। এবার দুধের দামও ঊর্ধ্বমুখী। আমূল ও মাদার ডেয়ারির পর আরও একটি সংস্থা বাড়াল দুধের দাম।

Advertisement
আরও দামি দুধ, লিটারে ৫ টাকা দরবৃদ্ধি, ধাক্কা মধ্যবিত্তের বাজেটেলিটারে ৫ টাকা বাড়ল দুধের দাম।
হাইলাইটস
  • বাড়ল দুধের দাম।
  • আমূল ও মাদার ডেয়ারিরর পর আরও একটি সংস্থা।
  • ধাক্কা মধ্যবিত্তের বাজেটে।

মাদার ডেয়ারি, আমূলের পর আর একটি দুগ্ধ উৎপাদনকারী সংস্থা দুধের দাম বাড়াল। ইতিমধ্যেই বাজার আগুন। তার উপরে দুধের দরবৃদ্ধি ধাক্কা দিল মধ্যবিত্তকে। দুধের দাম ৩ থেকে ৫ টাকা বাড়িয়েছে ভোপালের দুধ সঙ্ঘ। 

সোমবার থেকে শুরু দুধের দরবৃদ্ধি

২১ মার্চ, সোমবার থেকে নতুন দাম কার্যকর হবে। তবে যাঁরা আগাম দাম দিয়ে রেখেছেন তাঁদের ছাড় দেওয়া হয়েছে। ১৫ এপ্রিল পর্যন্ত দুধের দামে ছাড় পাবেন তাঁরা। অগ্রিম গ্রাহকরা আপাতত পুরনো দরেই পাবেন দুধ। ১৬ এপ্রিল থেকে তাঁদেরও বর্ধিত দামে দুধ দিতে হবে। 

কতটা বেড়েছে দুধের দাম

ফুল ক্রিম দুধ ৫০০ মিলিমিটারের দাম এখন ২৭ টাকা। তা সোমবার থেকে হবে ২৯ টাকা। 

ফুল ক্রিম এক লিটার দুধের দাম ৫২ টাকা। সেটাই বেড়ে হচ্ছে ৫৭ টাকা প্রতি লিটার।

স্ট্যান্ডার্ড দুধ (শক্তি) ৫০০ মিলিমিটারের প্যাকেট ২৫ টাকা থেকে বেড়ে হয়েছে ২৭ টাকা। 

টোনড দুধ (তাজা)-  ৫০০ মিলিমিটারের প্যাকেট ২২টাকার জায়গায় ২৪ টাকা। 

ডবল টোনড দুধ (স্মার্ট)-  ২০০ মিলিমিটার ৯ টাকার পরিবর্তে ১০ টাকা। 

ডবল টোনড দুধ (স্মার্ট)- ৫০০ মিলিমিটার দুধের প্যাকেট ২০ টাকা। বেড়ে ২২ টাকা হচ্ছে। 

চায়ের স্পেশাল দুধ সোমবার থেকে ৪৩ টাকা থেকে বেড়ে হয়েছে ৪৭ টাকা। 

এছাড়া  সোমবার থেকে এক লিটার দুধ ৫৩ টাকা হবে। এখন দাম ৪৮ টাকা। 

আরও পড়ুন- বিশ্ব-বাজারে কমল তেলের দাম, দেশে কত হল পেট্রোল-ডিজেল?

আরও পড়ুন- টানা দাম কমছে, আরও সস্তা হল সোনা, জানুন লেটেস্ট রেট

 

POST A COMMENT
Advertisement