scorecardresearch
 

Multibagger Stock GM Polyplast : ২৫ টাকার শেয়ার ২০২ টাকায় পৌঁছল, কোথায় থামবে কেউ জানে না...

Multibagger Stock GM Polyplast : ১ বছরে ৭০০ শতাংশ উত্থান। ২৫ টাকার শেয়ার ২০২ টাকায় পৌঁছল। কোথায় থামবে কেউ জানে না। বেড়েই চলেছে। এখনও লগ্নি করতে পারেন?

Advertisement
২৫ টাকার শেয়ার ২০২ টাকায় পৌঁছল, কোথায় থামবে কেউ জানে না... ২৫ টাকার শেয়ার ২০২ টাকায় পৌঁছল, কোথায় থামবে কেউ জানে না...
হাইলাইটস
  • ২৫ টাকার শেয়ার ২০২ টাকায় পৌঁছল
  • ৭০০ শতাংশ প্রফিট দিয়েছে ১ বছরে
  • আরও বেড়েই চলেছে ক্রমশ

GM Polyplast: শেয়ার বাজারের লগ্নি করা ঝুঁকির অবশ্যই। কিন্তু অনেক শেয়ার এমন রয়েছে যেগুলি নিজের ইনভেস্টারদের মালামাল করে দেয়। এমনই একটি মাল্টিব্যাগার স্টক আছে যা জিএম পলিপ্লাস্ট কোম্পানির শেয়ার। এটি গত নয় মাসে নিজের ইনভেস্টারদের মোটামুটি লাখপতি থেকে কোটিপতি করে দিয়েছে। আবার এপ্রিল ২০২২-এ এর শেয়ারের দাম ছিল মাত্র ২৫ টাকা। যা আজকের দিনে পৌঁছেছে ২০০ টাকায়।

২০২২ এর শেষ মাসে এটি রকেটে পরিণত হয়েছে

প্লাস্টিক প্রোডাক্ট বানানো কোম্পানি জিএম পলিপ্লাস্ট লগ্নিকারীদের সপ্তম স্বর্গে পৌঁছে দিয়েছে। গত বছর শেষ মাসে এটি রকেটের মতো গতি ধরেছে। যা এখনও জারি রয়েছে। লগ্নিকারীদের কথা বলতে গেলে স্টক নিজের ইনভেস্টারদের শেষ ১ বছরে ৭০০ শতাংশ বেশি রিটার্ন দিয়েছে। সেখানে পাঁচ বছরের কথা বলতে গেলে যেটি ৬৯২ শতাংশ রিটার্ন দিয়েছে।

নভেম্বরে পার করেছে ১০০ এর পরিসংখ্যান

শেয়ার দ্রুতগতি ধরেছে নভেম্বর ২০২২-এ। এটি ১০০-এর পরিসংখ্যান পার করে নিয়েছে। ২৫ নভেম্বর এর দাম দ্রুত বাড়তে থাকে। ১৪২ টাকাতে গিয়ে পৌছয়। ৩০ ডিসেম্বর ১৭৫ টাকা লেভেলে পৌঁছে যায়। সপ্তাহের শেষ ব্যবসায়িক দিন শুক্রবার এটি ২০২ টাকায় পৌঁছে যায়। অর্থাৎ যাঁরা ৯ মাস আগে ১ লাখ টাকা এই শেয়ারে লগ্নি করেছিলেন, তাঁরা এখন সাত লাখ টাকার মালিক হয়ে গিয়েছেন।

 

Advertisement