New Income Tax System: অর্থমন্ত্রক থেকে এল বড় খবর, আসছে নতুন আয়কর সিস্টেম

সূত্রের কাছ থেকে ইন্ডিয়া টুডে জানতে পেরেছে,পুরানো আয়কর আইনের জায়গায় শীঘ্রই একটি নতুন আয়কর আইন চালু করা হবে। নতুন আয়কর আইনের উদ্দেশ্য, আয়কর ব্যবস্থাকে আরও সরল করা।

Advertisement
অর্থমন্ত্রক থেকে এল বড় খবর, আসছে নতুন আয়কর সিস্টেমআয়কর ব্যবস্থা
হাইলাইটস
  • পুরানো আয়কর আইনের জায়গায় শীঘ্রই একটি নতুন আয়কর আইন চালু করা হবে।
  • সূত্রের কাছ থেকে জানতে পেরেছে ইন্ডিয়া টুডে।

ভারতের কর ব্যবস্থাকে (New Income Tax System) জটিল চক্রব্যূহ থেকে বের করে আনতে চাইছে মোদী সরকার। এর লক্ষ্য, আয়করের আওতায় আরও বেশি মানুষকে আনার পাশাপাশি ব্যবস্থাকে সরলীকরণ করা। আর তাই দেশের আয়কর ব্যবস্থায় বড় বদল আসতে চলেছে বলে খবর। নতুন আয়কর কাঠামো (New Income Tax System) নিয়ে কাজ শুরু করে দিয়েছে অর্থমন্ত্রক। সূত্রের খবর, কর ব্যবস্থা সরলীকরণ করার জন্য ১২৫টি ধারা এবং উপ-ধারা বিলুপ্ত হতে পারে।

সূত্রের কাছ থেকে ইন্ডিয়া টুডে জানতে পেরেছে,পুরানো আয়কর আইনের (New Income Tax System) জায়গায় শীঘ্রই একটি নতুন আয়কর আইন (New Income Tax System) চালু করা হবে। নতুন আয়কর আইনের উদ্দেশ্য, আয়কর ব্যবস্থাকে আরও সরল করা। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে আসন্ন বাজেটে তা ঘোষণা করার কথা বিবেচনা করছে অর্থমন্ত্রক। আয়কর আইন থেকে অপ্রয়োজনীয় ধারা এবং উপ-ধারা বাদ দিতে চাইছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। সেই অনুযায়ী অর্থমন্ত্রক আয়কর আইনের যথাযথ সংস্কারে ব্যস্ত। তারপর সংশোধিত 'আয়কর আইন' আনা হবে। নতুন ব্যবস্থা এলে করদাতাদের বড় পরিবর্তন হতে পারে। কর প্রক্রিয়া সহজ করার জন্য অপ্রয়োজনীয় ধারা ও উপ-ধারাগুলিকে বাদ দিতে পারে অর্থমন্ত্রক।

কর ব্যবস্থা যতটা সম্ভব সহজ করার কথা ভাবা হচ্ছে বলে খবর। আরও বেশি সংখ্যক লোককে করের আওতায় আনার কথা ভাবছেন  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন ব্যবস্থা চালুর আগে বিভিন্ন পক্ষের মতামত চাওয়া হয়েছে। চলছে পর্যালোচনাও। বিশেষজ্ঞদের পরামর্শও নিচ্ছে অর্থমন্ত্রক। আয়কর দাখিল করতে অনেকের কালঘাম ছোটে। সেটাই আরও সরল করা হচ্ছে। সেই সঙ্গে প্রক্রিয়ায় আনা হচ্ছে স্বচ্ছতা। এই ব্যবস্থায় ব্যক্তির আয়ের উৎসও খতিয়ে দেখার সংস্থান থাকবে।         

১৯৬২ সালে চালু হয়েছিল  আয়কর আইন ১৯৬১

আয়কর আইন ১৯৬১ লাগু হয় ১৯৬২ সালের ১ এপ্রিল থেকে। আজ পর্যন্ত সারা ভারতে আইন চলছে। ২০২০ সালে সরকার নতুন আয়কর ব্যবস্থা চালু করে কেন্দ্রীয় সরকার। ২০২৩-২৪ আর্থিক বছরে (২০২৪-২৫ অ্যাসেমেন্ট ইয়ার) এই নতুন ব্যবস্থায় রিটার্ন দাখিল করেছেন ৭২% করদাতাই।

Advertisement

POST A COMMENT
Advertisement