বাজেটে ৭ লক্ষ টাকা পর্যন্ত আয়ের উপর কর লাগবে না বলে ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এই ঘোষণার পর থেকে সকলেই হিসেবনিকেশ করছেন, ঠিক কতটা সাশ্রয় হল? কারাই বা লাভবান হল?
নতুন কর কাঠামো ঘোষণার পর থেকে আয়করের হিসাব নিয়ে গোটা দেশজুড়ে চলছে আলোচনা। নতুন ব্যবস্থায় কতটা লাভ, কতটা লোকসান আর কারাই বা থাকতে পারবেন সেনিয়ে মতামত ব্যক্ত করেছেন সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেসের (সিবিডিটি) চেয়ারম্যান নিতিন গুপ্তা।
CBDT-এর চেয়ারম্যানের কথায়,'৫ থেকে ৭ লক্ষ টাকা আয়ের মধ্যে থাকা ব্যক্তিরা নতুন কর ব্যবস্থায় উপকৃত হবেন। করদাতাদের উপর নির্ভর করছে তাঁরা নতুন না পুরনো কর ব্যবস্থায় থাকবেন।' তিনি বলেন,'আমি মনে করি, প্রথম বছরেই অন্তত ৫০ শতাংশ থেকে ৬৬ শতাংশ করদাতা নতুন কর ব্যবস্থায় স্থানান্তর হয়ে যাবেন।
নতুন কর ব্যবস্থায় ০ থেকে ৩ লক্ষ টাকার মধ্যে আয় হলে কোনও কর লাগে না। ৩ থেকে ৬ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ৫%,৬ থেকে ৯ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ১০%, ৯ থেকে ১২ লক্ষ টাকার মধ্যে আয়ের উপর ১৫%, ১২ থেকে ১৫ লক্ষের মধ্যে আয়ের উপর ২০% এবং ১৫ লক্ষের বেশি আয়ের উপর কর ৩০%। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন পুরনো কর ব্যবস্থা রেখেই নতুন কর ব্যবস্থায় কর ছাড় বাড়িয়ে ৭ লক্ষ টাকা করার ঘোষণা দিয়েছেন।
নতুন কর ব্যবস্থার অধীনে আয়কর কাঠামোয় ধাপের সংখ্যা ৬ থেকে কমিয়ে ৫ করা হয়েছে। নতুন স্ল্যাবের অধীনে ৭ লাখ টাকা পর্যন্ত আয় সম্পূর্ণ করমুক্ত। কিন্তু নতুন কর ব্যবস্থা বেছে নেওয়ার সময় করদাতাদের মনে রাখতে হবে যে তাঁরা কোনও ধরনের ছাড়ের সুবিধা পাবেন না। পুরানো কর ব্যবস্থায় ৮০সি বিনিয়োগে ছাড় এবং ১.৫ লক্ষ টাকা পর্যন্ত ছাড়ের সুবিধা পাওয়া যায়। নতুন কর ব্যবস্থায় তা বিলুপ্ত করা হয়েছে।
পুরানো কর ব্যবস্থায় করদাতারা ৮০সি-র অধীনে বিনিয়োগে ছাড় পান। এটাও ঠিক পুরনো ধাপগুলি নতুন কর ব্যবস্থার চেয়ে অনেক বেশি। এতে ১০ লক্ষ টাকার উপরে আয়ের উপর ৩০ শতাংশ কর রয়েছে। সরকার জানিয়েছে, বার্ষিক আয় যদি সাত লাখ টাকার বেশি হয়,তাহলে আপনা-আপনি করদাতা নতুন কর ব্যবস্থায় চলে যাবেন।
আরও পড়ুন- দোলের আগে সরকারি কর্মীদের বড় উপহার! কত টাকা আসতে পারে?