scorecardresearch
 

NHAI InvIT: নতুন স্কিমে ১০ হাজার টাকায় হোন সরকারের বিজনেস পার্টনার, সুদ ৮.০৫%,

দেশের সাধারণ নাগরিকদের পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ করে দিতে InvIT NCD নিয়ে এসেছে সরকার। এতে ২৫ শতাংশ এনসিডি (নন কনভার্টেবল ডিবেঞ্চার) খুচরো বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) InvIT NCDs (Non Convertible Debentures) ৮.০৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয়।

Advertisement
Invit Invit
হাইলাইটস
  • দেশের সাধারণ নাগরিকদের পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ করে দিতে InvIT NCD নিয়ে এসেছে সরকার।
  • ৮.০৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয়।

ব্যাঙ্কের স্থায়ী আমানতের সুদ কমে তলানিতে ঠেকেছে। বিকল্প বিনিয়োগের মাধ্যম খুঁজছে মধ্যবিত্ত। শেয়ার বাজারে এখন টালমাটাল পরিস্থিতি। ফলে ঝুঁকি রয়েছে বিস্তর। মিউচুয়াল ফান্ডেও অনেকে ভরসা করতে পারছেন না। এই পরিস্থিতিতে বিনিয়োগের অন্যতম বিকল্প হতে পারে  InvIT NCDs। ন্যূনতম ১০ হাজার টাকার বিনিয়োগে মিলবে ৮.০৫ শতাংশ পর্যন্ত সুদ। শুক্রবার স্টক এক্সচেঞ্জের তালিকাভুক্ত হল ইনভিট এনসিডি। সেই উপলক্ষে কেন্দ্রীয় মহাসড়ক পরিবহণমন্ত্রী নিতিন গডকড়ি বলেন,'আজ ঐতিহাসিক দিন। আমি খুব খুশি।' 

দেশের সাধারণ নাগরিকদের পরিকাঠামো ক্ষেত্রে বিনিয়োগের সুযোগ করে দিতে InvIT NCD নিয়ে এসেছে সরকার। ২৫ শতাংশ এনসিডি (নন কনভার্টেবল ডিবেঞ্চার) খুচরো বিনিয়োগকারীদের জন্য রাখা হয়েছে। ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার (NHAI) InvIT NCDs (Non Convertible Debentures) ৮.০৫ শতাংশ পর্যন্ত রিটার্ন দেয়। ন্যূনতম বিনিয়োগের সীমা ১০,০০০ টাকা। নিতিন গড়করি টুইট করেন,'খুচরো বিনিয়োগকারীদের (অবসরপ্রাপ্ত নাগরিক, বেতনভোগী, ছোট ও মাঝারি ব্যবসায়ী) দেশগঠনের কাজে অংশ নেওয়ার সুযোগ পারলাম।'

নিতিন গড়কড়ি যোগ করেন,'InvIT-এর দ্বিতীয় দফায় ৭ ঘন্টার মধ্যে প্রায় সাতগুণ ওভারসাবস্ক্রাইব হয়েছে। বম্বে স্টক এক্সচেঞ্জে ইনভিট এনসিডি-র ঐতিহাসিক পরিকাঠামো তহবিল। সাধারণ বিনিয়োগকারীদের জন্য নতুন ভোরের সূচনা করবে। তাঁরাও ইনফ্রা ফান্ডে অর্থ বিনিয়োগ করতে পারবেন। এতে বছরে কমপক্ষে ৮.০৫ শতাংশ রিটার্ন পাওয়ার দুর্দান্ত সুযোগ রয়েছে।'

কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী বলেছেন, 'ইনভিট বন্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আত্মনির্ভর ভারতের স্বপ্নকে সফল করার দুর্দান্ত সুযোগ করে দিতে চলেছে। দেশের আর্থ-সামাজিক উন্নয়নের জন্য পরিকাঠামো বিশেষ করে রাস্তাঘাটে বিশাল বিনিয়োগ খুবই গুরুত্বপূর্ণ। আমি নিশ্চিত আরও বিনিয়োগকারী এতে অংশগ্রহণ করবেন।'

ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া (NHAI) InvIT-এর মাধ্যমে NCDs (Non Convertible Debentures) ইস্যু করে যা ১০ হাজার টাকার বিনিয়োগের মাধ্যমে সাধারণ মানুষকে ব্যবসায়িক অংশীদার হওয়ার সুযোগ করে দিতে পারে৷ INVIT-এ অন্যান্য ইকুইটি ফান্ডের মতো বিনিয়োগ করার সুবিধা থাকবে। শুধুমাত্র BSE-তে এর লেনদেন করা যাবে।

Advertisement

নিতিন গড়কড়ির আশা, খুচরো বিনিয়োগকারীরা আরও বেশি করে লগ্নি করবেন৷ অন্যান্য ইক্যুইটি ফান্ড থেকে এটি আলাদা। লক-ইন পিরিয়ড পর্যন্ত টাকা রাখলে ন্যূনতম গ্য়ারান্টি রিটার্ন পাবেন। অন্যান্য ইক্যুইটি ফান্ড সাধারণত বাজার অনুযায়ী রিটার্ন দেয়। বাজার পড়ে গেলে লোকসানের সম্ভাবনাও থাকে।

আরও পড়ুন- ভুল করেও কেন সরি বলেন না আপনার পার্টনার? জানুন ৪ কারণ

Advertisement