scorecardresearch
 

Pension Hike : পেনশনভোগীদের জন্য বিরাট খবর, সরকারি কর্মীদের অ্যাকাউন্টে ঢুকবে ৫০ শতাংশ বেশি টাকা

পেনশনারদের জন্য বিরাট খবর। এবার থেকে ৫০ শতাংশ বেশি পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। ফলে মোটা টাকা ঢুকবে পেনশনারদের অ্যাকাউন্টে।

Advertisement
ফাইল ছবি ফাইল ছবি
হাইলাইটস
  • পেনশনারদের জন্য বিরাট খবর
  • এবার থেকে ৫০ শতাংশ বেশি পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা


পেনশনারদের জন্য বিরাট খবর। এবার থেকে ৫০ শতাংশ বেশি পেনশন পাবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মীরা। ফলে মোটা টাকা ঢুকবে পেনশনারদের অ্যাকাউন্টে। এমনিতেই এখন কেন্দ্র সরকারের তরফে পুরোনো পেনশন প্রকল্প (Old pension Scheme) বাস্তবায়নের জন্য দেশজুড়ে প্রচার চলছে। এই পরিস্থিতিতে পেনশন ৫০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি কর্মীদের জন্য খুব সুখবর।  


নির্দেশিকা জারি 

২০০৬ সালে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের সাথে সম্পর্কিত পেনশনভোগীরা এবং তাদের পরিবার রাজ্য সরকারের কাছ থেকে এই সুবিধা পেতে চলেছে। প্রতিবেদনে প্রকাশ, পেনশন সংশোধিত হয়েছে। অতিরিক্ত পেনশনের জন্য নির্দেশও জারি করা হয়েছে।

৩০ শতাংশ অতিরিক্ত পেনশন পাবেন কারা পাবেন ? পেনশনভোগী এবং ৮০ থেকে  ৮৫ বছরের কম বয়সী পরিবার পেনশনধারীরা ২০ শতাংশ অতিরিক্ত পেনশনের সুবিধা পাবেন। এর পাশাপাশি, ৮৫ থেকে ৯০ বছর বয়সী পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা মৌলিক পেনশনের ৩০ শতাংশ বেশি পাবেন অর্থাৎ এই লোকেরা ৩০ শতাংশ অতিরিক্ত পেনশন পাবেন।

আরও পড়ুন : রাজ্যের সরকারি কর্মীদের ডিএ-সহ একাধিক ঘোষণা মমতার,জেনে নিন

৫০ শতাংশ বেশি পেনশন পাবেন

এর পাশাপাশি, ৯০ বছর থেকে ৯৫ বছরের কম বয়সী পেনশনভোগী এবং পারিবারিক পেনশনভোগীরা সংশোধিত মৌলিক পেনশন বা পারিবারিক পেনশনের ৪০ শতাংশ বেশি পাবেন। একই সময়ে, ৯৫ থেকে ১০০ বছরের কম বয়সী পেনশনভোগীরা ৫০ শতাংশ বেশি পেনশন পরিমাণ পাবেন। এছাড়াও, ১০০ বছর বা তার বেশি বয়সীদের জন্য ১০০ শতাংশ অতিরিক্ত পেনশনের পরিমাণ পাওয়া যাবে।

আরও পড়ুন : ৩ শতাংশ ডিএ ঘোষণা রাজ্যের, 'বকেয়া' ৩২ শতাংশ কবে থেকে মিলবে ?

এর ফলে রাজ্যের পেনশনভোগীরা উপকৃত হবেন। অতিরিক্ত পেনশন বা পারিবারিক পেনশনের পরিমাণ গ্রহণের প্রক্রিয়া পেনশন অফিসার বা পাবলিক সেক্টর ব্যাঙ্কগুলির আঞ্চলিক অফিস দ্বারা নিশ্চিত করা হবে। এছাড়াও, পেনশন বা পারিবারিক পেনশনের পরিমাণের অর্থ প্রদানের আদেশও শুধুমাত্র কর্মকর্তা প্রদান করবেন।

Advertisement

প্রসঙ্গত, পুরনো পেনশন স্কিমের সুবিধার প্রসঙ্গে বলতে গেলে,এর সবচেয়ে বড় সুবিধা হল এটি শেষ টানা বেতনের ভিত্তিতে তৈরি করা হয়। এছাড়াও, মুদ্রাস্ফীতির হার বাড়ার সাথে সাথে ডিএও বাড়ে। এমনকি সরকার যখন নতুন বেতন কমিশন প্রয়োগ করে, তখন তা পেনশন বৃদ্ধি করে। তবে এই যে ৫০ শতাংশ পেনশন বেশি পাবেন, সেই সংখ্যক মানুষের সংথ্যা অল্প। 

 

Advertisement