scorecardresearch
 

Petrol-diesel prices hike in India: ফের বাড়বে পেট্রল-ডিজেলের দাম? জানুন আপনার শহরে আজকের রেট

ফের বাড়বে পেট্রল-ডিজেলের দাম? আন্তর্জাতিক বাজারে পেট্রল-ডিজেলের দাম বেড়েছে বেশ কিছুদিন হলো। কিন্তু দেশে এখনও স্থির দাম। কতদিন আর দাম স্থির থাকবে? জানুন আপনার শহরে আজকের রেট।

Advertisement
আবার বাড়বে পেট্রল-ডিজেলে দাম? আবার বাড়বে পেট্রল-ডিজেলে দাম?
হাইলাইটস
  • ফের বাড়বে পেট্রল-ডিজেলের দাম?
  • জানুন আপনার শহরে আজকের রেট

ভারতীয় তেল কোম্পানিগুলির পেট্রোল-ডিজেলের দাম প্রায় এক মাস থেকে কোনও রকম বদল করেনি। এটি সাধারণ মানুষের জন্য একটা বড় রিলিফ। ভারতীয় পেট্রোলিয়াম বিপণন কোম্পানি ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL) লেটেস্ট আপডেট অনুসারে রাষ্ট্রীয় রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম ৯০.৭২ টাকা। যেখানে এক লিটার ডিজেল ৮৯.৬ টাকায় বিক্রি হয়েছে। চেন্নাইয়ে পেট্রোল ১০২.৬৩ টাকা এবং ৯৪.২৪ টাকা প্রতিদিন বিক্রি হচ্ছে, সেখানে কলকাতায় পেট্রোলের দাম ১০০.০৩ টাকা এবং ডিজেলের দাম ৯২ টাকা ৭৬ পয়সা প্রতি লিটার। ইন্টারন্যাশনাল মার্কেটে দাম বাড়ার পরও এখনও দেশের ২১ মে-র থেকে পেট্রোল-ডিজেলের দাম স্থির রয়েছে। এই পরিস্থিতিতে প্রশ্ন হচ্ছে কিছুদিন আরও বাড়বে।

বিভিন্ন শহরে পেট্রোল-ডিজেলের দাম

দিল্লি-                পেট্রোল ৯৬.৭২ টাকা এবং ডিজেল ৮৯.৬২ টাকা
মুম্বই-                পেট্রোল ১১১.৩৫ টাকা এবং ডিজেল ৯৭.২৮ টাকা
চেন্নাই-              পেট্রোল ১০২.৬৩ টাকা এবং ডিজেল ৯৪.২৪ টাকা
কলকাতা-          পেট্রোল ১০৬.০২ টাকা এবং ডিজেল ৯২ দশমিক ৭৬ টাকা
আজমের-         পেট্রোল ১০৮.৪৩ টাকা এবং ডিজেল ৯৩.৬৭ টাকা
নয়ডা-                পেট্রোল ৯৬.৫৭ টাকা এবং ডিজেল ৮৯.৯৬ টাকা
জয়পুর-             পেট্রোল ১০০ ৮ টাকা এবং ডিজেল ৯৩.৭২ টাকা
পোর্ট ব্লেয়ার-      পেট্রোল ৮৪.১০ টাকা এবং ডিজেল ৭৯.৭৪ টাকা
পটনা-                 পেট্রোল ১০৭.৪৮ টাকা এবং ডিজেল ৯৪.৩৬টাকা


কেন্দ্র সরকার ২১ মে পেট্রোল-ডিজেলের উপর এক্সাইজ ডিউটি কমিয়ে দিয়েছে। সরকার এর তরফ-এ পেট্রোল এবং ডিজেলের ওপর এক্সাইজ ডিউটি কমানোর এরপর গোটা দেশে পেট্রোলের দাম সাড়ে ন'টাকা এবং ডিজেলের দাম ৭ টাকা প্রতি লিটার কমে যায়। এর পাশাপাশি বিভিন্ন রাজ্য গুলিও তাদের পেট্রোল-ডিজেলের রেট কমিয়ে দেয়। বিভিন্ন রাজ্যে পেট্রোল-ডিজেলের দাম কমতে থাকে।ফের আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেল দাম প্রতি ব্যারেল বেড়ে যাওয়ায় ফের আশঙ্কা তৈরি হয়েছে তেলের মূল্যবৃদ্ধির।

Advertisement

 

Advertisement