Petrol-Diesel Price Today: ১০০ টাকা/ লিটার ছুঁতে চলল পেট্রোল-ডিজেল! আজ দাম কত?

ইতিমধ্যে দেশের নানা প্রান্তে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে রাস্তায় নামতে শুরু করেছে যানবাহনগুলি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে পেট্রোল ও ডিজেলের চাহিদাও। তবে চাহিদা বাড়লেও বৃহস্পতিবার দাম স্থিতিশালী থাকল। ১৭ জুন সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন আনেনি।

Advertisement
১০০ টাকা/ লিটার ছুঁতে চলল পেট্রোল-ডিজেল!বেশ কিছু শহরে কিছুদিন আগেই ১০০-র গণ্ডী টপকেছে পেট্রোল
হাইলাইটস
  • অগ্নিমূল্য পেট্রোল ও ডিজেল
  • বেশ কিছু শহরে কিছুদিন আগেই ১০০-র গণ্ডী টপকেছে পেট্রোল
  • আজ শহর কলকাতায় জ্বালানির দাম কত থাকলো?

অগ্নিমূল্য পেট্রোল ও ডিজেল। বেশ কিছু শহরে কিছুদিন আগেই ১০০-র গণ্ডী টপকেছিল পেট্রোল ৷ অন্যদিকে পিছিয়ে নেই ডিজেলও। আর এর মাঝে পড়েই নাভিশ্বাস ওঠার অবস্থা দেশবাসীর। ইতিমধ্যে দেশের নানা প্রান্তে আনলক প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। ফলে রাস্তায় নামতে শুরু করেছে যানবাহনগুলি। সেইসঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে  পেট্রোল ও ডিজেলের চাহিদাও। তবে চাহিদা বাড়লেও বৃহস্পতিবার দাম স্থিতিশালী থাকল। ১৭ জুন সরকারি তেল সংস্থাগুলি পেট্রোল এবং ডিজেলের দামে কোনও পরিবর্তন আনেনি। যার ফলে শহর কলকাতায় এদিন পেট্রোলের দাম থাকল লিটার প্রতি ৯৬.৫৮ টাকা। অন্যদিকে ডিজেলের দাম লিটার প্রতি রয়েছে ৯০.২৫ টাকা। 

বৃহস্পতিবার তেল সংস্থাগুলি দাম অপরিবর্তিত রাখলেও বুধবার অবশ্য শহরে পেট্রোলের দাম লিটারপ্রতি ২৪ পয়সা এবং ডিজেলের দাম লিটারপ্রতি ১৩ পয়সা বেড়েছিল। রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি দু’একদিন অন্তর বাড়িয়েই চলেছে পেট্রোল ও ডিজেলের দাম। মঙ্গলবার জ্বালানির দাম বাড়েনি। তার আগে সোমবার বেড়েছিল জ্বালানির দাম।  অর্থাৎ একদিন অন্তর অন্তর দাম বাড়ানোর প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। তার আগে, শনিবার বেড়েছিল জ্বালানির দাম। 

বাণিজ্যনগরী মুম্বই-সহ দেশের ৬টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে আগেই সেঞ্চুরি পার করেছে পেট্রোলের দাম। কলকাতাতেও ক্রমশ ১০০ ছোঁয়ার দিকে এগোচ্ছে পেট্রোলের দাম। একনজরে দেখে নেওয়া যাক, ভারতের কোন শহরে পেট্রোল ও ডিজেলের দাম বৃহস্পতিবার কত থাকলো। এদিনি দিল্লিতে লিটার প্রতি পেট্রোলের দাম ৯৬.৬৬ টাকা। ডিজেলের দাম ৮৭.৪১ টাকা। মুম্বইতে পেট্রোলের দাম লিটারে ১০২.৮২ টাকা। ডিজেলের দাম ৯৪.৮৪ টাকা। চেন্নাইতে বৃহস্পতিবার লিটার প্রতি পেট্রোল মিলছে ৯৭.৯১ টাকা। ডিজেলের মূল্য লিটারে ৯৪.০৪ টাকা। 

এইভাবে নিজের শহরে জানুন পেট্রোল-ডিজেলের দাম
প্রতিদিন পেট্রোল-ডিজেলের দাম আপডেট হয়। এমন পরিস্থিতিতে, নিজের শহরে প্রতিদিন মাত্র একটি এসএমএসের মাধ্যমে পেট্রোল এবং ডিজেলের দাম জানতে পারবেন আপনি। এজন্য ইন্ডিয়ান অয়েল (IOCL) এর গ্রাহকদের RSP কোডটি লিখে  9224992249 নম্বরে পাঠাতে হবে। 

Advertisement

এদিকে পেট্রোল -ডিজেলের মূল্যবৃদ্ধির কারণে জিনিসের দামবেড়েছে। মধ্যবিত্তের আয়ত্তের বাইরে চলে যাচ্ছে নিত্যপ্রয়োজনী জিনিস। সেকারণেই পরিবহণ খরচ অনেকটাই বেড়ে গিয়েছে। যার জেরে কাঁচা সবজি থেকে চাল-ডাল সবকিছুর দাম হু হু করে বাড়তে শুরু করেছে। তার সঙ্গে দফায় দফায় লকডাউনে বিপুল ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরাও। অবশ্য এই খুব একটা হেলদোল নেই কেন্দ্রের। পেট্রোলিয়াম মন্ত্রী এই মূল্য বৃদ্ধিকে খুব একটা আমোল দিতে চাননি। ধর্মেন্দ্র প্রধান বলেছেন, মানছি জ্বালানির দামবৃদ্ধিতে সাধারণ মানুষের অসুবিধা হচ্ছে। কিন্তু একবছরে ৩৫ হাজার কোটি টাকা খরচ করা হয়েছে করোনার ভ্যাকসিনের জন্য। এই কঠিন পরিস্থিতিতে কল্যাণমূলক প্রকল্পের জন্য আমরা অর্থ সঞ্চয় করছি। অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস-সহ বিরোধীরা ময়দানে নেমে প্রতিবাদ জানাচ্ছে। 

 

POST A COMMENT
Advertisement