scorecardresearch
 

Potato Price In West Bengal Today: আজ নতুন আলুর দাম কত, কমল নাকি বাড়ল? জানুন

রাজ্যে আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবারও এই সমস্ত জেলাগুলিতে গত কয়েক বছরের তুলনায় জলদি আলুর ফলন হয়েছে বাম্পার। জ্যোতি আলু (Jyoti Potato) ওঠা শুরু হয়েছে।

Advertisement
আজ নতুন আলুর দাম কত আজ নতুন আলুর দাম কত
হাইলাইটস
  • জলদি আলুর ফলন হয়েছে বাম্পার
  • যদিও দাম পাচ্ছেন না কৃষকরা

আলুকে (Potato) গ্রাম বাংলার অর্থনীতির মূল চালিকাশক্তি বলা হয়। দেশের মধ্যে আলু উৎপাদনে পশ্চিমবঙ্গে নাম উত্তরপ্রদেশের পরেই। যদিও আলুর সঠিক দাম পাওয়ার অভিযোগ কৃষকরা প্রায়ই করে থাকেন। গত বছর মাঠে দাম কিছুটা থাকলেও স্টোরে আলু রেখে সবাই প্রায় লোকসান খেয়েছেন। এবার আবার সঠিক আবহাওয়ার কারণে ব্যাপক উৎপাদনের আশা করছেন কৃষকরা। আর সেই কারণে তাদের আশঙ্কা আলুর দাম হবে না মাঠে বা চাষিবাড়িতে। রাজ্যে আলুর ফলন সবচেয়ে বেশি হয়ে থাকে হুগলি, পূর্ব বর্ধমান, বাঁকুড়া এবং পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। এবারও এই সমস্ত জেলাগুলিতে গত কয়েক বছরের তুলনায় জলদি আলুর ফলন হয়েছে বাম্পার। জ্যোতি আলু (Jyoti Potato) ওঠা শুরু হয়েছে।

আমরা এই প্রতিবেদনে প্রতিদিন বাংলায় আলুর কী দাম (Potato prices in West Bengal) যাচ্ছে তা জানাব। কোন মোকামে জলদি আলু বা জ্যোতি আলুর দাম (Potato mandi price) কত তা সকালেই জেনে নিতে পারবেন কৃষক ভাইয়েরা। তাতে আলু বিক্রি করতে তাঁদের সুবিধা হবে।

আরও পড়ুন: SBI Amrit Kalash Deposit Scheme: SBI-এর দুর্দান্ত FD স্কিম, ৪০০ দিনে বাম্পার রিটার্ন

  • আলিপুরদুয়ার: ১৭৫ টাকার মধ্যে
  • দিনহাটা (কোচবিহার): ১৭০ টাকা
  • কোচবিহার: ১৭৫-১৮০ টাকা
  • জলপাইগুড়ি: ১৭০ টাকা
  • ধূপগুড়ি (জলপাইগুড়ি): ১৭৫ টাকা
  • আমলাগোরা (মেদিনীপুর): ২৫০ টাকা
  • বদনগঞ্জ: ২৪০ টাকা
  • বেলিয়াতোড়: ২০০-২০৫ টাকা
  • বাঁকাদহ: ২৪০ টাকা
  • চমকাইতলা: ২৪০
  • চাতরা: ২২০-২২৫ টাকা
  • চন্দ্রকোনা রোড: ২০০-২১০ টাকা
  • গড়বেতা: ২৫০ টাকা
  • জোরকা: ২২৫-২৩০
  • জয়পুর: ২২০-২২৫ টাকা
  • কারালাঘাট-জামালপুর (পূর্ব বর্ধমান): ২৮৫ টাকা
  • কলকাতা: ৩০০-৩২০ টাকা
  • কোতুলপুর: ২২০-২৩৫ টাকা
  • কুমরুল: ৩১৫ টাকা
  • মাথাভাঙা (কোচবিহার): ১৬০-১৬৫ টাকা
  • মসাগ্রাম: ২৮০-৩০০ টাকা
  • ময়নাপুর: ২৩০-২৩৫ টাকা
  • সোনামুখি: ২২০-২২৫ টাকা
  • সুরে কালনা: ২৯০ টাকা
  • উদয় নারায়ণপুর:  ২৯৫-৩০০ টাকা
  • পাণ্ডুয়া: ৩০০-৩২০ টাকা
  • তারকেশ্বর: ৩০০-৩২০ টাকা

সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় আলুর দাম ভিন্ন হতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের অনুরোধ তাঁরা আলু বিক্রি করার আগে লোকাল বাজারে দাম জেনে তবেই বিক্রি করবেন।

Advertisement

Advertisement