Potato Price In West Bengal Today: আলুর দাম আজ কত? ব্যবসায়ীদের জন্য রইল জরুরি তথ্য

মঙ্গলবার রাজ্যে নতুন আলুর দাম দাম খুব একটা পরিবর্তন হল না। কয়েক জায়গায় আলুর দাম (Potato Price) বেড়েছে অল্প। আবার কয়েক জায়গায় দাম কমেছে, সেটাও ১০-২০ টাকা।

Advertisement
আলুর দাম আজ কত? ব্যবসায়ীদের জন্য জরুরি তথ্যআলুর দাম
হাইলাইটস
  • এখন জ্যোতি আলু (Jyoti Potato) তোলা প্রায় শেষের মুখে
  • চাষিরা জানিয়েছেন, বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছে

মঙ্গলবার রাজ্যে নতুন আলুর দাম দাম খুব একটা পরিবর্তন হল না। কয়েক জায়গায় আলুর দাম (Potato Price) বেড়েছে অল্প। আবার কয়েক জায়গায় দাম কমেছে, সেটাও ১০-২০ টাকা। আজ রাজ্যে আলুর স্টোর লোড দাম ৫০০ টাকার (Potato Price In West Bengal) নীচে নেমেছে।  এবার দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আলুর দাম বেশ কম। গত বছর ফলন বেশি হওয়ায় ক্ষতির মুখে পড়তে হয় চাষিদের। এই মরশুমে ভাল ফলন ও দাম পাওয়ার আশা করেছিলেন কৃষকরা। 

এখন জ্যোতি আলু (Jyoti Potato) তোলা প্রায় শেষের মুখে। যদিও আলুর ভাল দাম পাচ্ছেন না বলে অভিযোগ কৃষকদের। পাশাপাশি হিমঘরগুলোতে আলুর বন্ডের কালোবাজারির অভিযোগ। এর উপরে খারাপ আবহাওয়ার কারণে বৃষ্টিপাতের জেরে জেলার আলু চাষীদের মাথায় হাত। সরকার ৬৫০ টাকা কুইন্টাল দরে আলু কেনার ঘোষণা করার পর আলুর দাম বাড়তে শুরু করে। তবে ফলন কম হওয়াতে লাভ তো হচ্ছে না। বরং লোকসান হচ্ছে। চাষিরা জানিয়েছেন, বিঘে প্রতি প্রায় ৭-৮ হাজার টাকা লোকসান হচ্ছে। সরকারি হস্তক্ষেপের দাবি তুলেছেন তারা। দাম ন্যূনতম কুইন্টাল প্রতি ১০০০ টাকা করার দাবি উঠেছে। 

আরও পড়ুন: Chicken Price Drop: রাজ্যজুড়ে কমছে চিকেনের দর; ৭ দিনে ২০% পড়ল মাংসের দাম

মঙ্গলবার কোথায় আলুর দাম কত (Today Potato Price In West Bengal):

  • উত্তরপ্রদেশ:
  • কানপুর: ৩০০ টাকা (৫০ কেজি বস্তা)
  • আগ্রা: ৩৭৫ টাকা
  • ফারুখাবাদ: ৩০০ টাকা
  • গুজরাত: ৩৭৫ টাকা

পশ্চিমবঙ্গ:

  • আলিপুরদুয়ার: ৩২৫ টাকা (৫০ কেজি বস্তা হিসেবে স্টোর লোডের দাম)
  • দিনহাটা (কোচবিহার): ৩০০ টাকা 
  • কোচবিহার: ৩২৫ টাকা
  • জলপাইগুড়ি: ৩২৫ টাকা
  • মাথাভাঙা: ২৯০ টাকা
  • ধূপগুড়ি (জলপাইগুড়ি): ৩২০ টাকা
  • আমলাগোরা (মেদিনীপুর): ৪৬০ টাকা
  • বদনগঞ্জ: ৪৩০ টাকা
  • বেলিয়াতোড়: ৪৪০ টাকা
  • বাঁকাদহ: ৪৩০ টাকা
  • চমকাইতলা: ৪৩০ টাকা
  • চাতরা: ৪৬০ টাকা
  • চন্দ্রকোনা রোড: ৪৪০ টাকা
  • চন্দ্রকোনা টাউন: ৪৪০ টাকা
  • গোয়ালতোড়: ৪৬০ টাকা
  • গড়বেতা: ৪৬০ টাকা
  • জোরকা: ৪৬০ টাকা
  • জয়পুর: ৪৫০ টাকা
  • কোতুলপুর: ৪৬০ টাকা
  • কুমরুল: ৫১৫ টাকা
  • জয়রামবাটি: ৪৫০
  • কামারপুকুর: ৪৫০ টাকা
  • কারালাঘাট (পূর্ব বর্ধমান): ৪৭০ টাকা
  • মসাগ্রাম: ৪৭০ টাকা
  • ডাকবাংলো: ৪১০ টাকা
  • জামালপুর: ৪৭০ টাকা
  • ময়নাপুর: ৪৫০ টাকা
  • সোনামুখি: ৪৪০ টাকা
  • সুরে কালনা: ৪৭০ টাকা 
  • অম্বিকা কালনা: ৪৬০ টাকা
  • উদয় নারায়ণপুর: ৫০০ টাকা
  • পাণ্ডুয়া: ৪৫০  টাকা
  • বর্ধমান: ৪৬০ টাকা
  • মেমারি: ৪৬০ টাকা
  • বুলবুলি তলা: ৪৬০ টাকা
  • তারকেশ্বর: ৪৮০ টাকা
  • আরামবাগ: ৪৭৫ টাকা
  • গোঘাট: ৪৫০ টাকা

সাম্প্রতিক তথ্যের ওপর ভিত্তি করে আলুর দাম প্রকাশ করা হয়েছে। জায়গা ও আলুর কোয়ালিটির উপর নির্ভর করে বিভিন্ন জায়গায় দাম ভিন্ন হতে পারে। কৃষক ও ব্যবসায়ীদের অনুরোধ তাঁরা আলু বিক্রি করার আগে লোকাল বাজারে দাম জেনে তবেই বিক্রি করবেন। 

 

POST A COMMENT
Advertisement