এসে গেল রাকেশ ঝুনঝুনওয়ালার এয়ারলাইন্স, Akasa Air-এর যাত্রা শুরু জুলাইয়েই

কোম্পানির প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বিনয় দুবে প্রথম বিমানের ডেলিভারিতে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'প্রথম বিমানের আগমন আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মুহূর্তটি আমাদেরকে দেশের সবচেয়ে সবুজ, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এয়ারলাইন্স হওয়ার কাছাকাছি নিয়ে এসেছে।' 

Advertisement
এসে গেল রাকেশ ঝুনঝুনওয়ালার এয়ারলাইন্স, Akasa Air-এর যাত্রা শুরু জুলাইয়েইযাত্রা শুরু হচ্ছে Akasa Air-এর
হাইলাইটস
  • বাজারে আসছে নতুন বিমান পরিবহণ সংস্থা
  • বিনিয়োগ করেছেন রাকেশ ঝুনঝুনওয়ালা
  • এসে গেল প্রথম বিমান

ভারতীয় বিমান পরিবহণ (Indian Aviation Sector) সেক্টরে শীঘ্রই একটি নতুন সংস্থার  (Airline Company) প্রবেশ ঘটতে চলেছে। সেটি হল রাকেশ ঝুনঝুনওয়ালার বিনিয়োগকৃত সংস্থা Akasa Air। মঙ্গলবারই সংস্থাটি প্রথম বিমানের ডেলিভারি পেয়েছে। ইতিমধ্যেই সংস্থাটি পরিষেবা শুরু করার জন্য প্রয়োজনীয় এয়ার অপারেটর পারমিট পাওয়াও প্রায় নিশ্চিত করে ফেলেছে।

অর্ডার দেওয়া হয়েছে ৭২টি বিমান
Akasa Air-এর তরফ থেকে বোয়িং-এর 737 MAX বিমানের (737 MAX Aircraft) ৭২টি ইউনিট অর্ডার করা হয়েছে। গত ১৫ জুন আমেরিকার সিয়াটলে আনুষ্ঠানিকভাবে বিমানটির চাবি সংস্থার হাতে হস্তান্তর করা হয়। সংস্থার তরফে একটি দল আজ প্রথম বিমানটিকে স্বাগত জানাতে ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিল। সম্প্রতি প্রথম বিমানের ছবিটিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা হয়েছে।

সংস্থার সিইও যা বললেন...
কোম্পানির প্রতিষ্ঠাতা, ম্যানেজিং ডিরেক্টর তথা সিইও বিনয় দুবে প্রথম বিমানের ডেলিভারিতে আনন্দ প্রকাশ করেছেন। তিনি বলেন, 'প্রথম বিমানের আগমন আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের এবং এটি একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এই মুহূর্তটি আমাদেরকে দেশের সবচেয়ে সবুজ, সবচেয়ে নির্ভরযোগ্য এবং সবচেয়ে সাশ্রয়ী মূল্যের এয়ারলাইন্স হওয়ার কাছাকাছি নিয়ে এসেছে।' 

বোয়িং ইন্ডিয়ার প্রেসিডেন্ট সলিল গুপ্তে বলেন, 'আকাসা এয়ার সবার জন্য সাশ্রয়ী মূল্যে বিমান ভ্রমণ শুরু করার খুব কাছাকাছি। আকাসা এয়ারের অংশীদার হতে পেরে আমরা গর্বিত। ভারত বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতিগুলির মধ্যে একটি এবং বিমান শিল্পের বৃদ্ধি ও উৎপাদনশীলতার জন্য প্রচুর সুযোগ প্রদান করে৷'

আগামী মাস থেকেই পরিষেবা
আকাসা এয়ার চলতি বছরের জুলাই থেকেই বাণিজ্যিক প্রক্রিয়া শুরু করার পরিকল্পনা করছে। কোম্পানিকে একটি 'QP' কোড দেওয়া হয়েছে। সংস্থাটি আগে একটি ছবি পোস্ট করেছিল, যেখানে লেখা ছিল, 'QP, সবে তো পার্টি শুরু হয়েছে।' একই সঙ্গে, কোম্পানিটি ক্যাপশনে লেখে... এয়ারলাইন কোড 'QP' ঘোষণা করতে পেরে গর্বিত। 

আরও পড়ুনরবীন্দ্র-নজরুলের তুলনায় পিছিয়ে পঞ্চকবির বাকিরা? শিল্পীরা যা বললেন...

Advertisement

আরও পড়ুনসঙ্গীত শিল্পী হতে চান? এই প্রাণায়ম-আসনগুলি করলেই পাবেন মধুর কণ্ঠ

 

POST A COMMENT
Advertisement