scorecardresearch
 

Rakesh Jhunjhunwala Portfolio: ৪,৬১,৮৫,৪০,০০,০০০ টাকার সম্পত্তি! ঝুনঝুনওয়ালার পোর্টফোলিওয় কী কী শেয়ার?

Rakesh Jhunjhunwala Death: ভারতের ওয়ারেন বাফেট বলা হত রাকেশ ঝুনঝুনওয়ালাকে। শুধুমাত্র শেয়ারে বিনিয়োগ করেই কামিয়েছেন কোটি কোটি টাকা। ২০২২ সালের অগাস্ট পর্যন্ত রাকেশ ঝুনঝুনওয়ালার মোট সম্পদ ৫৮০০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৬১,৮৫,৪০,০০,০০০ টাকা।

Advertisement
কোন কোন শেয়ারে বিনিয়োগ ছিল রাকেশের? কোন কোন শেয়ারে বিনিয়োগ ছিল রাকেশের?
হাইলাইটস
  • ভারতের ওয়ারেন বাফেট বলা হত রাকেশ ঝুনঝুনওয়ালাকে।
  • শুধুমাত্র শেয়ারে বিনিয়োগ করেই কামিয়েছেন কোটি কোটি টাকা।

চলে গেলেন ভারতীয় শেয়ার বাজারের 'বিগ বুল' রাকেশ ঝুনঝুনওয়ালা। ৬২ বছর বয়সে মুম্বাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। স্টক মার্কেটে বিনিয়োগ করে ধনকুবের হয়েছেন ঝুনঝুনওয়ালা। বছরের পর বছর ধরে তাঁর কেনা স্টক মোটা রিটার্ন দিয়েছে। তাঁকে বিনিয়োগ করেছেন লক্ষ লক্ষ মানুষ। একাধিক সংস্থায় রয়েছে ঝুনঝুনওয়ালার বিনিয়োগ। এর মধ্যে স্টার্টআপ সংস্থাও রয়েছে। সেই সঙ্গে চালু করেছেন আকাশা এয়ারলাইন্সও। 

ভারতের ওয়ারেন বাফেট বলা হত রাকেশ ঝুনঝুনওয়ালাকে। শুধুমাত্র শেয়ারে বিনিয়োগ করেই কামিয়েছেন কোটি কোটি টাকা। ২০২২ সালের অগাস্ট পর্যন্ত রাকেশ ঝুনঝুনওয়ালার মোট সম্পদ ৫৮০০ মিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় ৪,৬১,৮৫,৪০,০০,০০০ টাকা।

ফোর্বসের মতে, ঝুনঝুনওয়ালা ২০২১ সালে ভারতের ৩৬তম ধনী ব্যক্তি। এ বছর এখনও পর্যন্ত সম্পদের নিরিখে তিনি বিশ্বের ৪৩৮ তম। তাঁর পোর্টফোলিওতে রয়েছে স্টার হেলথ, টাইটান, র‌্যালিস ইন্ডিয়া, এসকর্টস, কানাড়া ব্যাঙ্ক, ইন্ডিয়ান হোটেলস কোম্পানি, অ্যাগ্রো টেক ফুডস, নাজরা টেকনোলজিস, টাটা মোটরস। জুনের শেষে সব মিলিয়ে ৪৭টি কোম্পানিতে তাঁর অংশীদারিত্ব ছিল।

বিজনেস টুডে-র খবর অনুযায়ী, রাকেশ ঝুনঝুনওয়ালার ইক্যুইটি পোর্টফোলিওতে টাইটানের নাম রয়েছে শীর্ষে। প্রায় ১১,০০০ কোটি টাকার শেয়ার রয়েছে টাইটানে। ট্রেন্ডলাইনের কাছে পাওয়া তথ্য অনুযায়ী, বিগ বুল ও তাঁর স্ত্রীর ৩০ জুন পর্যন্ত টাইটান সংস্থার ৫ শতাংশের বেশি শেয়ার রয়েছে। দ্বিতীয় স্থানে স্টার হেলথ অ্যান্ড অ্যালাইড ইন্স্যুরেন্স।

 কোম্পানির নাম   বিনিয়োগ মূল্য (কোটিতে)
টাইটান  ১১,০০০
স্টার হেলথ অ্যান্ড অ্যালায়েড ইন্স্যুরেন্স ৭,০০০
মেট্রো ব্র্যান্ডস ৩৩৫০
টাটা মোটরস  ১৭৩১
ক্রিসিল ১৩০১
ফর্টিস হেল্থকেয়ার  ৮৯৮
ফেডারেল ব্যাঙ্ক  ৮৩৯
কানাড়া ব্যাঙ্ক  ৮২২
ইন্ডিয়ান হোটেলস ৮১৬
এনসিসি ৫০৫
র‌্যালিস ইন্ডিয়া ৪২৯
নাজারা টেকনোলজিস ৪২৩
জুবিল্যান্ট ফার্মোভা ৩৭৭
জুবিল্যান্ট ইনগ্রেভা  ৩৫৯
টাটা কমিউনিকেশন  ৩৩৬
এসকর্ট কুবোটা ৩০৭ 

রাকেশ ঝুনঝুনওয়ালার কাছে Aptech, Agro Tech Foods, Va Tech Wabag, Edelweiss Financial Services, Geojit Financial, Wockhardt, Indiabulls housing finance, anant raj, Dishman Carbogen, Man Infraconstruction, DB Realty, Orientcare, Oriental এবং autoline industries এবং Bilcare and Prozone Intu Properties সংস্থায় এক শতাংশ শেয়ার রয়েছে। 

Advertisement

গাড়ির প্রতিও উৎসাহী ছিলেন রাকেশ ঝুনঝুনওয়ালা। একাধিক দামি গাড়ি ছিল তাঁর। মার্সিডিজ, অডি এবং বিএমডব্লিউ রয়েছে তাঁর গ্যারাজে। একটি Mercedes Maybach S-Class (মূল্য প্রায় ২.৭৯ কোটি টাকা), Audi Q7 (মূল্য প্রায় ১ কোটি টাকা) এবং BMW X5 (মূল্য প্রায় ৮৫ লাখ টাকা)।

আরও পড়ুন- শেয়ার থেকে মোটা কামাতে চান? যে ৫ টিপস দিয়ে গেলেন ঝুনঝুনওয়ালা...

 

Advertisement