RBI Rules For Loan Penal Charges: EMI মিস করেছেন? ব্যাঙ্কের জরিমানা নিয়ে বড় পদক্ষেপের পথে RBI

RBI Rules For Penal Charges In Loan: ঋণ পরিশোধ করতে গিয়ে আপনি কি কোনও EMI মিস করেছেন? আর তাতেই আপনার উপর মোটা অঙ্কের জরিমানা চাপিয়েছে ঋণ প্রদানকারী ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা? এবার এই সব ক্ষেত্রে EMI মিস করার জরিমানা বাবদ মোটা অঙ্কের চার্জ ধার্য করায় রাশ টানতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

Advertisement
EMI মিস করেছেন? জরিমানা নিয়ে বড় পদক্ষেপের পথে RBIEMI মিস করলেই যথেচ্ছ জরিমানা নয়, নয়া নিয়মে বড় স্বস্তি দিতে চলেছে RBI
হাইলাইটস
  • ঋণ পরিশোধ করতে গিয়ে আপনি কি কোনও EMI মিস করেছেন?
  • আর তাতেই আপনার উপর মোটা অঙ্কের জরিমানা চাপিয়েছে ঋণ প্রদানকারী ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা?
  • এবার এই সব ক্ষেত্রে EMI মিস করার জরিমানা বাবদ মোটা অঙ্কের চার্জ ধার্য করায় রাশ টানতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

RBI Rules For Penal Charges In Loan: ঋণ পরিশোধ করতে গিয়ে আপনি কি কোনও EMI মিস করেছেন? আর তাতেই আপনার উপর মোটা অঙ্কের জরিমানা চাপিয়েছে ঋণ প্রদানকারী ব্যাঙ্ক বা আর্থিক সংস্থা? এবার এই সব ক্ষেত্রে EMI মিস করার জরিমানা বাবদ মোটা অঙ্কের চার্জ ধার্য করায় রাশ টানতে চলেছে রিজার্ভ ব্যাঙ্ক (RBI)।

শাস্তিমূলক সুদের হারের নামে ঋণগ্রহীতাদের কাছ থেকে অত্যধিক পরিমাণ চার্জ নেওয়ার জন্য আরবিআই ব্যাঙ্ক ও আর্থিক সংস্থাগুলিকে একটি নির্দিষ্ট নিয়মের ঘেরাটোপে আনতে চলেছে। এর ফলে EMI মিস করা ঋণগ্রহীতাদের উপর চাপানো বিশাল অঙ্কের শাস্তিমূলক সুদের বোঝা লাঘব হতে চলেছে। গতকাল জারি করা এই সংক্রান্ত একটি খসড়া নির্দেশিকায় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) বলেছে যে, জরিমানা ফি ধার্য করা যেতে পারে, তবে সে ক্ষেত্রে সুদ চক্রবৃদ্ধি হারে চাপানো যাবে না।

রিজার্ভ ব্যাঙ্ক (RBI) তার খসড়া নির্দেশিকায় বলেছে যে, যদি খুচরো ঋণগ্রহীতা হয়, তাহলে তার জন্য জরিমানার অঙ্ক খুবই কম হওয়া উচিত। ব্যাঙ্ক যদি কোনও ধরনের জরিমানা নেয়, তাহলে ঋণ চুক্তির সময় গ্রাহকদের এই সম্পর্কিত সুদের হার, পেনাল্টি চার্জ এবং সমস্ত শর্ত সম্পর্কে তথ্য দিতে হবে।

আরও পড়ুন: ঘরে বসেই আধারের বায়োমেট্রিক ডেটা আপডেট; নতুন সুবিধা আনছে UIDAI

রিজার্ভ ব্যাঙ্ক তার পর্যবেক্ষণে জানিয়েছে যে, ব্যাঙ্কগুলিকে ঋণ খেলাপিদের উপর জরিমানা আরোপের অধিকার দেওয়া হয়েছে। কিন্তু ব্যাঙ্ক বা ঋণ প্রদানকারী আর্থিক সংস্থাগুলি এই ক্ষমতার অপব্যবহার করছে। ব্যাঙ্ক বা ঋণ প্রদানকারী আর্থিক সংস্থাগুলি এই অধিকারকে তাদের রাজস্ব বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। রিজার্ভ ব্যাঙ্কের (RBI) ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মূল সুদের হারের পাশাপাশি জরিমানার সুদের হারকে রাজস্ব বৃদ্ধির হাতিয়ার হিসেবে ব্যবহার করা উচিত নয়।

রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রস্তাব
এ ক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্কের (RBI) প্রস্তাব এখন লোন ডিফল্টের জন্য পেনাল্টি সুদের হারের আকারে জরিমানা নেওয়া হবে না। বিজ্ঞপ্তিতে বলা হয়, ঋণের সুদের হার পুনর্নির্ধারণের শর্তসহ সুদের হার নির্ধারণ সংক্রান্ত নিয়ন্ত্রক নির্দেশাবলী কঠোরভাবে অনুসরণ করতে হবে। এছাড়াও, প্রতিষ্ঠানগুলি জরিমানা বাবদ চাপানো সুদের হারের জন্য কোনও অতিরিক্ত উপাদান চালু করবে না।

Advertisement

১৫ মে তারিখের মধ্যে এই খসড়া প্রস্তাব সম্পর্কিত মতামত চাওয়া হয়েছে
রিজার্ভ ব্যাঙ্ক আগামী ১৫ মে তারিখের মধ্যে এই খসড়া নিয়মের বিষয়ে পরামর্শ চেয়েছে। এই নিয়ম বাণিজ্যিক ব্যাঙ্ক, সমবায়, নন-ব্যাঙ্কিং আর্থিক প্রতিষ্ঠান, হাউজিং কোম্পানি সহ সমস্ত আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে রিজার্ভ ব্যাঙ্কের এই নিয়ম ক্রেডিট কার্ডের ক্ষেত্রে প্রযোজ্য নয়।

TAGS:
POST A COMMENT
Advertisement